নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার – ৮ম খণ্ড : পর্ব - ০৩

০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৫১

বোটানিকাল চিত্রকর Sydenham Edwards ১৮১৫ সালে “The Botanical Register” নামে একটি সচিত্র উদ্যানতত্ত্ব ম্যাগাজিন (illustrated horticultural magazine) চালু করেন। ১৮১৯ সালে তার মৃত্যুর আগে পাঁচটি খণ্ড সম্পাদনা করে তিনি প্রকাশ করতে পেরেছিলেন।

এডওয়ার্ডসের মৃত্যুর পরে প্রকাশক James Ridgeway-এর সম্পাদনায় ১৮২০ সাল থেকে ১৮২৮ সাল পর্যন্ত পরবর্তী ৯টি খণ্ড (৬ষ্ঠ খণ্ড থেকে ১৪তম খণ্ড পর্যন্ত) বের হয়।

১৮২৯ সালে John Lindley সম্পাদক নিযুক্ত হন। তিনি এই সিরিজটিকে নাম করণ করেন “এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার” (Edwards's Botanical Register) নামে।

১৮৪৭ সালে এই ম্যাগাজিনটি বন্ধ হয়ে যাওয়ার আগে আরো ১৯টি খণ্ড বের হয়। সব মিলিয়ে ৩৩টি খণ্ড প্রকাশিত হয়

৮ম খণ্ড প্রকাশ হয় ১৮২২ সালে। ৬০৬ থেকে ৬৮৯ পর্যন্ত মোট ৮৪ টি ফুলের ছবি স্থান পেয়েছিলো সেখানে।
আমি ১০টি করে ছবি দিয়ে একটি করে পর্ব আকারে শেয়ার করবো। মোট ৩৩টি খণ্ডের সবগুলি ছবিই শেয়ার করার ইচ্ছে রইলো।

৬৩১

Scientific Name : Jacaranda mimosifolia
Common Name : Blue Jacaranda
বাংলা নাম : নীল পারদ, নীল গুলমহর


৬৩২

Scientific Name : Ipomoea pendula
Common Name : জানা নাই
বাংলা নাম : জানা নাই


৬৩৩

Scientific Name : Camellia japonica
Common Name : জানা নাই
বাংলা নাম : ক্যামেলিয়া


৬৩৪

Scientific Name : Acacia diffusa
Common Name : জানা নাই
বাংলা নাম : জানা নাই


৬৩৫

Scientific Name : Justicia gendarussa
Common Name : Willow-Leaf Justicia, Asian Water-willow
বাংলা নাম : জগৎমদন, বিশাল্লা, বিষজারণ


৬৩৬

Scientific Name : Polygala fruticosa
Common Name : Southern Shores' butterfly bush, heart-leaf polygala
বাংলা নাম : জানা নাই


৬৩৭

Scientific Name : Polygala ligularis
Common Name : জানা নাই
বাংলা নাম : জানা নাই


৬৩৮

Scientific Name : Ardisia paniculata
Common Name : Panicled Coralberry
বাংলা নাম : জানা নাই


৬৩৯

Scientific Name : Goodyera procera
Common Name : Slim Goodyera, Golden-silver weed
বাংলা নাম : জানা নাই


৬৪০

Scientific Name : Chlidanthus fragrans
Common Name : delicate lily, perfumed fairy lily
বাংলা নাম : লিলি


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে : এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার -
১ম খণ্ড
: ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
২য় খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৩য় খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব
৪র্থ খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৫ম খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৬ষ্ঠ খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব
৭ম খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব
৮ম খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:





আপনার এই সিরিজের পাঠক কেমন?

০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: ৫-৭ জনের বেশী না। অবশ্য আমার কোনো পোস্টেই এর চেয়ে খুব বেশী পাঠক হয় না।

২| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: বোটানিকাল চিত্রকর! বিষয়টা আমার কাছে একেবারেই নতুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।‌
পোস্টে ভালোলাগা রইলো।‌
শুভেচ্ছা আপনাকে।

০৭ ই আগস্ট, ২০২১ রাত ৯:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: এই সিরিজটা এক-দুইজনের ভালো লাগে, তাতেই আমি খুশী।
এই সিজিরটা পোস্ট করি নিজের আনন্দের জন্য, সেটা কেরো কারো বুঝে আসে না।
আপনার ভালো লেগেছে জেনে আমি আনন্দিত হলাম।

৩| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৮ ই আগস্ট, ২০২১ রাত ১:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: ক্যামেলিয়া ফুলটা আমার পছন্দের। নামটাও সুন্দর।

০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: রবীন্দ্রনাথের একটি কবিতা আছে ক্যামেলিয়া নামে।
এই ফুল আমি দেখেছি দুবার মাত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.