নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

রাতের গোলাপ - ০১

২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:১৮

গোলাপকে ফুলের রাণী বলা হয়। গোলাপ পাঁপড়ির গড়ন ও বিন্যাসের নান্দনিকতা মানুষকে আকৃষ্ট করে। সুগন্ধী গোলাপের ঘ্রাণও মানুষের ভালোবাসার কারণ। ফুলের সৌন্দর্য ও সুবাসের জন্য গোলাপ বিশ্বজুড়ে বিখ্যাত।



পৃথিবীতে প্রায় ১০০ থেকে ১৫০ প্রাজাতির গোলাপ ফুল রয়েছে। এই সমস্ত প্রজাতির মধ্যে রয়েছে বিভিন্ন উপ-প্রজাতি। সব মিলিয়ে প্রায় ৫৫০টি আলাদা আলাদা গোলাপের অস্তিত্ব রয়েছে পৃথিবী জুড়ে।

গোলাপের রয়েছে আকারেরর ভিন্নতা, সেই সাথে আছে রং এর ভিন্নতাও।
যেমন - গোলাপী, লাল, হলুদ, সাদা, সবুজ ইত্যাদি। তাছাড়া "গার্ডেন রোজ" নামে বিভিন্ন হাইব্রিড গোলাপেরও উৎপাদন হচ্ছে। যেগুলো একই সাথে একই ফুলের পাপড়িতে দুই বা ততোধিক রঙের হতে পারে।



গোলাপের আদি নিবাস এশিয়া মহাদেশে। অল্প কিছু প্রজাতির আদি বাস ইউরোপ, উত্তর আমেরিকা, ও উত্তরপশ্চিম আফ্রিকা মহাদেশে। গ্রীক উপকথায় আছে প্রেমের দেবী ভেনাস এর পায়ের রক্ত থেকে গোলাপ এর জন্ম। আরব দেশীয় কাহিনীতে আছে সাদা গোলাপকে বুলবুলি পাখি আলিঙ্গন করায় বুলবুলি পাখি গোলাপ এর কাটায় আহত হয়ে বুলবুলি পাখির রক্ত থেকে সাদা গোলাপ থেকে লাল গোলাপ এর জন্ম। হিন্দু পৌরাণিক কাহিনীতে আছে বিষ্ণু ব্রহ্মাকে পদ্ম-ই শ্রেষ্ঠ ফুল বললে ব্রহ্মা বিষ্ণুকে স্বর্গে নিয়ে সেখানে হালকা রঙের একটি সুগন্ধি গোলাপ দেখান। গোলাপ সমন্ধে এইরকম অনেক গল্প আছে।



গোলাপ ফুল যে সৌন্দর্যের প্রতীক, তাই নয়। এর রয়েছে বহুমুখী ব্যবহার। গোলাপের পাপড়ি থেকে জ্যাম,জেলি প্রস্তুত করা হয়। পার্সি,চীন ও ভারতে গোলাপজলের প্রচলন ঘটে। সুগন্ধির জন্য গোলাপজল ব্যবহার করা হয়। গোলাপ ফুলের সুবাসকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রসাধনী সামগ্রী তৈরি করা হয়। যেমন:পারফিউম,সাবান ইত্যাদি। গোলাপে গেনারিয়ল নামে একটি অ্যারোম্যাটিক অ্যালকোহল জাতীয় পদার্থ পাওয়া যায়। যা এর সুগন্ধের জন্য দায়ী।



গোলাপ ফুল ফুটিয়ে আছে, মধুপ, হোথা যাস নে --
ফুলের মুধু লুটিতে গিয়ে কাঁটার ঘা খাস নে॥
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----




ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।

তথ্য সূত্র : উইকিপিডিয়া


=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অ্যালামন্ডা (বেগুনী), আকন্দ, আমরুল, অপরাজিতা, আফ্রিকান টিউলিপ,
উগান্ডা শিখা, উর্বশী, উর্বসী,
এরোমেটিক জুঁই, এ্যালামন্ডা (বেগুনী)
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা, ক্যালেনডুলা, কামান গোলা, কাগজ ফুল, কালো বাদুড় ফুল
গাঁদা, গেন্ধা, গন্ধা, গামারি, গামার, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া, গৌরিচৌরি, গিরিপুষ্প, গুলেটু
ঘোড়া চক্কর
চন্দ্রপ্রভা,
জবা, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, ক্রিম জবা, গোলাপী জবা
জারবেরা, জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগচম্পা, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা, নীল বনলতা, নীল-পারুল, নীল-পারুল লতা,
পপী, পুন্নাগ, পারুল লতা, পঞ্চমুখী জবা
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বিলাই আঁচড়া, বাদুড় ফুল, বাগানবিলাস, বোগেনভিলিয়া, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট, বন পালং, বন তেজপাতা
ভাট ফুল
মাধবীলতা, মাধবিকা, মধুমঞ্জরি, মিয়ানমার ফুল,
রঙ্গন, রুক্সিনী, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধীকা নাচন, রাধাচূড়া, রত্নগণ্ডি, রাণীচূড়া, রসুন্ধি লতা, রুয়েলিয়া,
লতা মাধবী, লতা পারুল, লাল আকন্দ
শাপলা (সাদা), শিউলি, শেফালি, শেফালিকা, শিবজটা, শ্বেত অপরাজিতা, শ্বেত অকন্দ
সুলতান চাঁপা, সোনাপাতি, সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বরা,
হাতি জোলাপ,


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩

রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩, রাতের গোলাপ - ০৪

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অর্কিড-৫
কচুরিপানা ফুল-২, কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গ্লুকাস ক্যাসিয়া-২, গ্লুকাস ক্যাসিয়া-৩, গোলাপি আমরুল-২,
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
দাদমর্দন-২, দাদমর্দন-৩, দাদমর্দন-৪, দোলনচাঁপা-২
পপী-২, পপী-৩, পপী-৪, পপী-৫
বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩, বোতল ব্রাশ-৪

শিমুল গাছে আগুন, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল

মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল, চুকুর ফুল, সরষে ফুল, সর্রিষা ফুল,
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, আতা কাহিনী, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================
গাছ-গাছালি; লতা-পাতা
গাছ-গাছালি; লতা-পাতা - ০১, গাছ-গাছালি; লতা-পাতা - ০২, গাছ-গাছালি; লতা-পাতা - ০৩, গাছ-গাছালি; লতা-পাতা - ০৪, গাছ-গাছালি; লতা-পাতা - ০৫, গাছ-গাছালি; লতা-পাতা - ০৬
=================================================================

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:২৬

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর রাতের গোলাপ ফুল সেরকম ঘ্রাণ-------

২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন মরু ভাই। আমিও এই গোলাপগুলোইকেই রাতে তুলেছি ছবি

আজ সময় পেলে পোস্ট দিয়াম নে।

২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার তোলা রাতের গোলাপের ছবি দেখার অপেক্ষায় রইলাম।

৩| ২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৫

রানার ব্লগ বলেছেন: কালো ও সবুজ গোলাপ এই দুইটা কি আসলেই আছে ??

২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী আছে।
কিছু কিছু ক্যামিকেল ব্যবহার করে এবং হাইব্রিড ভাবে কালো গোলাপ তৈরি করা হয়েছে।
সবুজ গোলাপ দেখতে খুব একটা সুন্দর না হলেও মোটামুটি হরহামেশাই দেখা যায়। দেখে মনে হবে রুগ্ন, কোনো কারণে কলি থেকে পাপি তৈরি হয়নি গোলাপটির। আমি দুবার এর ছবি তুলেছি।

৪| ২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: আমার কাছে দিনের গোলাপ ভালো লাগে।

২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার কাছে দিন রাত দুটই ভালো লাগে।

৫| ২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫১

মোহামমদ কামরুজজামান বলেছেন: গোলাপ ফুলের রাণী ঠিক এবং আমার মনে হয় গোলাপ প্রেমিক ফুল এবং ভালোবাসার প্রতিক ও বটে।

কারন , গোলাপ ছাড়া ভালবাসার শুরুই হয়না।

২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো বলেছেন। গোলাপ প্রায় সব দিক দিয়েই উৎকৃষ্ট।

৬| ২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১৬

রায়হান চৌঃ বলেছেন: আপসুসের বিষয় হলো, বাঁকি সবার ছবি গুলো দেখতে পেলেও আপনার পোষ্ট কারা ছবি গুলো আমি আজ পর্যন্ত দেখতে পাইনাই, আমি IE, Google Chrome এ ট্রাই করেছি কিন্তু পারি নাই, তবে বলে রাখা ভালো যে ফুলের প্রতি আমার অন্য রকম দুর্বলতা আছে.... আর সেই কারনেই বারবার ট্রাই করি.... ভালো থাকবেন

২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: সেকি !!
এমনটাতো হওয়ার কথা নয়।
Google Chrome-এ দেখতে না পাওয়ার তেমন কোনো কারণ নেই।
তবে আপনি যদিএকবার Google Chrome এর cookies গুলি ক্লিয়ার করে নেন তাহলে ছবি দেখতে পাওয়ার চান্স ১৬ আনা।
শুভকামনা রইলো।

৭| ২৩ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:২৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: গোলাপ একটি পছন্দসই ফুল। আমি গোলাপ পছন্দ করি খুব। তবে আমি পূর্ণযৌবনাকে প্রচন্ড ভয় পাই ;)। সে কারণে আপনের শেষের গোলাপকেই ভালোবাসা জানাই।

২৩ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: বলেছেন ভালো।
পূর্ণযৌবনা রূপ কিন্তু অন্য রকম খোলে, যদিও অপরিস্ফুটিতার আবেদন সব সময়ই বেশী। :-B

৮| ২৩ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:২১

সোবুজ বলেছেন: তুরস্কের বিশেষ একটি যায়গায় কালো গোলাপ পাওয়া যায়।বাস্তবে দেখি নাই, ছবিতে দেখেছি।গোলাপ প্রায় সকলেরই প্রিয় ফুল।

২৩ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
কারো কারো কিন্তু গোলাপে এ্যালার্জি থাকে, বিশেষ করে লাল গোলাপে।

৯| ২৩ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৪

ইসিয়াক বলেছেন: আমার প্রিয় থোকা থোকা ফুটন্ত ইরানি গোলাপ।

২৩ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার প্রিয় গোলাপের কথা জানতে পেরে ভালো লাগলো।

১০| ২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ৩:১৩

নেওয়াজ আলি বলেছেন: সৌদিতে গোলাপ হতে পারফিউম তৈরি করে। আর সেটা নাকি খুব দামি।

২৪ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: পাশের রাষ্ট্র ভারতেও সেই আদি কাল থেকে গোলাপ থেকে পারফিউম তৈরি হচ্ছে, এখনো হয়।

১১| ২৪ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৫

জুল ভার্ন বলেছেন: চমতকার সব গোলাপের ছবির জন্য ধন্যবাদ।

২৪ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগত আপনাকে

১২| ২৪ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৯

ডঃ এম এ আলী বলেছেন:


রাতের গোলাপ নিয়ে একটি সচিত্র সুন্দর পোষ্ট, দেখে মুগ্ধ ।
অনেক জাতের রাতের গোলাপের মধ্যে ডার্ক নাইট নামে একটি অনন্য রঙের রাতের গোলাপ রয়েছে ।
রঙটিকে গভীর মখমল লাল হিসাবে বর্ণনা করা যেতে পারে, যার সাথে একটি ক্রিম হলুদ বিপরীত
লালের কনট্রাস্ট রয়েছে। প্রখর সূর্যের তাপেও এটি গাঢ় রঙ এর বেশ বড় ফুলের আকার ধারণ
করে। ডার্ক নাইট নামের রাতের গোলাপটি ক্লাসিক হাইব্রিড টি ফর্ম জাতের, যার প্রতি স্টেমে
একটি ফুল ফুটে, এতে গোলাপের হালকা সুবাস রয়েছে ।

গোলাপি শুভেচ্ছা রইল

২৪ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: তথ্যপূর্ন চমৎকার মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাই।

১৩| ২৪ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪২

রায়হান চৌঃ বলেছেন:
শুধু মাত্র আপনার আপলেড করা ছবি ছাড়া বাঁকি সবার ছবিগুলো দেখতে পাই :)

আপনার ছবি গুলো দেখার জন্য বহুবার ট্রাই করেছি, কর্পোরেট পলিসি ভেঙ্গেছি, IE, Chrome, Microsoft Edge এ ট্রাই করেছি কিন্তু ফলাফল সেইম। আসল কথা হলো ভালোবাসা / ভালোলাগা দুটোই আমার ভাগ্যে ধরা দেয় নাই :)

২৪ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: বিষয়টা খুবই দুঃখজনক। :(
আপনি কি cookies গুলি ক্লিয়ার করে দেখেছেন?

১৪| ২৪ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪১

রায়হান চৌঃ বলেছেন: Cookies Clear, IE / Chrome Reset অল মোষ্ট আমার ১৮ এর অভিজ্ঞতা এফলাই করোও আমি ফোইল্ড, সমস্যা হচ্ছে বাঁকি যত XYZ ছবি আছে সব ঠিক আছে, শুধু মাত্র আপনার গুলো ছাড়া...
মনে হচ্ছে আমি খুব নরমাল কোন সেটিং মিছ করছি.....

এনিওয়ে ভালো থাকবেন :)

২৪ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: হুম, আমিও বুঝতেছিলান।
আমার সকল ছবি imgur তে আপলোড দেয়া। কোনো কারণে আপনি হয়তো imgur ব্লক করে রেখেছেন।
যাইহোক এটা আমার জন্যও মোনখারাপ করা বিষয় হলো যে আপনি আমার ছবি গুলি দেখতে পাচ্ছেন না।
শুভকামনা রইলো।

১৫| ২৪ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গোলাপ আমার প্রিয় ফুল।

আপনি কেমন আছেন?

২৪ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌জ্বর-ঠান্ডা,শর্দী, কাশি ছিলো। জিহবায় স্বাদ আর নাকে গন্ধের অনুভূতি ছিলো না এই কদিন।
আলহামদুল্লিলাহ এখন ভালো আছি।
আপনি ভালো আছেন?

১৬| ২৪ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি এখনো সুস্থ আছি। ট্যাস্কি চাইলতো, শর্দী, কাশি খুব ভয় হয়। তবে আজ থেকে আমাদের এখানে সব স্বাভাবিক।

২৪ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: শুভকামনা রইলো আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.