নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

এলিসা মঙ্গলে যাচ্ছেন না!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৫


০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০ টা ৪৫ মিনিটে আমাদের সকলের প্রিয় ব্লগার শাহ আজিজ সাহেব তার শাহ সাহেবের ডায়রি ।। ★ মঙ্গলে বিলীন ★ নামক পোস্টে আমাদের জানিয়েছেন এলিজা কার্সন নামে মিষ্টি একটি মেয়ে আগামী ২০৩৩ সালে নাসার একটি মিশনে মঙ্গল গ্রহে যাবেন। তিনি পোস্টে লিখেছেন -

এখন তার বয়স ১৭। যেহেতু সে মঙ্গলে গেলে ফিরে আসার সম্ভাবনা খুবই কম তাই নাসার কাছে সে কোন প্রকার সংসার, বিয়ে বা সন্তানধারণের নিষেধাজ্ঞাপত্রে সাক্ষর করেছে।

দেখতে পেলাম দুই-একজন মন্তব্যকারী ব্যতীত প্রায় সকলেই মেয়েটিকে সাধুবাদ জানিয়েছেন। কেউ কেউ মেয়েটির সাথে সঙ্গী হতেও আগ্রহ প্রকাশ করেছেন। তাদের সকলের জন্য দুসংবাদ হচ্ছে, শাহ আজিজ সাহেবের শেয়ার করা সংবাদটি একটি ভূয়া সংবাদ। এই ধরনের কোনো মিশনের জন্য এলিজা কার্সনকে নির্বাচন করার কথা নাসা কখনোই বলেনি। অনেক অনেক আগে আমিও এই ভূয়া সংবাদটি পেয়েছিলাম, এবং অন্য অনেকের মতো আমিও পুলকি হয়েছিলাম।

যারা আমার বক্তব্যটি বিশ্বাস করতে পারছেন না তারা আরো একটু খোঁজ-খবর করে দেখতে পারেন।
নিচেসময় টিভির একটি পোস্ট আমি জুড়ে দিচ্ছি।

এলিসা মঙ্গলে যাচ্ছেন না
সোশ্যাল মিডিয়ায় ১৭ বছর বয়সী এলিজা কার্সন নামে এক তরুণীর ছবি শেয়ার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। দাবি করা হচ্ছে, তিনি ২০৩৩ সালে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) মঙ্গলগ্রহ অভিযানে সামিল হবেন। আর কোনোদিন মঙ্গলগ্রহ থেকে পৃথিবীর মাটিতে ফিরে আসবেন না।

বিষয়টি নিয়ে সত্যতা যাচাই করেছে বাংলাদেশে ফেসবুকের অফিসিয়াল ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বুম বাংলাদেশ। তারা জানিয়েছে, এলিসা কার্সনকে নিয়ে ছড়ানো খবরটি সত্য নয়। বুম বাংলাদেশের প্রতিবেদনটি তুলে ধরা হল:

‘বুম যাচাই করে দেখে এলিজা কার্সন মহাকাশ সংক্রান্ত অভিযান বিষয়ে আগ্রহী। নাসা এলিজাকে ২০৩০ সালে মঙ্গলগ্রহে পাঠানোর জন্য প্রশিক্ষণ দিচ্ছে এই দাবির কোনও সারবত্তা নেই।

সোশাল মিডিয়ায় গ্রাফিক পোস্টে এলিজা কার্সনরে ছবি ও তাঁকে ঘিরে বিভ্রান্তিকর দাবি সহ ছবি ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয় এলিজা আর পৃথিবীর মাটিতে ফিরে আসবেন না। তিনি ২০৩৩ সালে নাসার মানববাহী মঙ্গল অভিযানে সামিল হবেন।

তথ্য যাচাই:
বুম যাচাই করে দেখে এলিজা কার্সনকে নাসা প্রশিক্ষণ দিয়ে তাদের প্রথম মানববাহী মঙ্গল অভিযানের জন্য নির্বাচিত করে প্রশিক্ষণ দিচ্ছে এই দাবিটি ভুয়ো।

২০১৮ সালে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে একাধিক তথ্য-যাচাইকারী সংস্থা তথ্য-যাচাই করে।

আন্তর্জাতিক তথ্য যাচাইকারী সংস্থা স্নোপস বিষয়টি নিয়ে ১৭ জুলাই ২০১৮ তথ্যযাচাই করে প্রতিবেদন প্রকাশ করে।

ওই প্রতিবেদনে বলা হয় এলিজা কার্সন নাসার একাধিক স্পেস ক্যাম্পে অংশগ্রহণ করেছে। কিন্তু নাসা তাঁকে মঙ্গল অভিযানের জন্য কোনও প্রশিক্ষণ দেয়নি।

বুম কার্সনের ওয়েবসাইটে তাঁর সম্পর্কে বর্ণনা পড়ে দেখে সেখানে কোথাও উল্লেখ নেই যে তিনি ২০৩০ সালে মঙ্গল অভিযানের সঙ্গে যুক্ত। ওয়েবসাইটে উল্লেখ করা হয় নাসার 'মার্স ওয়ান' অভিযানের ৭ জন দূতের মধ্যে কার্সন অন্যতম। কিন্তু কার্সনকে নাসা মঙ্গলে পাঠানোর জন্য প্রশিক্ষণ দিচ্ছে এ তথ্যের উল্লেখ নেই কোথাও।

মার্স ওয়ান এর ওয়েবসাইটে এলিজা কার্সনকে একজন দূত হিসেবে বর্ণনা করা হলেও উল্লেখ নেই তিনি নাসাতে প্রশিক্ষণ নিচ্ছেন। বেসরকারি এই ডাচ এই সংস্থা দাবি করে তারা মঙ্গলে মানুষের জন্য কলোনি গড়বে। পরে গণমাধ্যমে সংস্থাটি দেউলিয়া হয়ে যাওয়ার খবর প্রকাশিত হয়।

কার্সন মহাকাশে যেতে চান কিন্তু নাসার সঙ্গে তাঁর কোনও যোগ নেই ২০১৮ সালে তথ্যযাচাই করে আরেক তথ্য-যাচাইকারী সংস্থা পলিটিফ্যাক্ট।


তবে হে, এই সময় টিভিই ২০২১ সালের ২২শে ফেব্রুয়ারি একটি প্রতিবেদন করেছিলো যেখানে বলে হয়েছে - পৃথিবীতে আর ফিরবেন না, মঙ্গলের বুকে প্রথম মানুষ হিসেবে পা রাখছেন এলিসা!



এবার সত্য মিথ্যা যাচাই করার দায়িত্ব আপনার।

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ দাদা

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- স্বাগতম

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

নতুন বলেছেন: :|

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: B:-/

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

জ্যাক স্মিথ বলেছেন: হায় হায় বলেন কি!! আমি তো গত দুই বছর ধরে বিভিন্ন জায়গায় এই নিউজটা দেখতেছি আর সত্য মনে করে বসে আছি।
সত্য তুলে ধরে খুব ভাল একটি কাজ করেছেন। ফেসবুকে ঠিক আছে, কিন্তু ব্লগে এমন অসমর্থীত একটি নিউজ প্রচার হওয়াটা ঠিক যায় না এই ব্লগের সাথে। আমি আজিজ সাহেবের তেমন কোন দোষ দেখি না, তিনি হয়তো নিছক মজা করেই পোস্টটি করেছিলেন, কিন্তু অবাক হই একজন ব্লগারও বিষয়টা ধরতে পারলো না!!
আমার মনে হয় যত গুজব তার ৯০% ই ছড়ায় বিভিন্ন ফেসবুকের পেজ, গ্রুপের এ্যডমিনরা।
পোস্ট করার আগে আমাদের আরও সতর্ক হওয়া উচিৎ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি সঠিক বছেন। এখানে শাহ আজিজ সাহেবের কোনো ভুল নেই। উনি ইচ্ছে করে ভূয়া এই সংবাদটি ছড়াননি। তিনি সত্যি ভেবেই পোস্ট করেছেন। উনার মতো আমিও একটিকে অনেক বছর আগে থেকেই সত্যি বলেই জানতাম। পরে জানতে পারি এটি ভূয়া। তবে ভূয়া এই সংবাদটি এমন ভাবে ছড়িয়েছে যে আপনি খোঁজ করলেও এটিকে সত্যি বলেই তথ্য পেতে শুরু করবেন। করার কিছু নাই।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৬

নতুন বলেছেন: Click This Link

https://en.wikipedia.org/wiki/Alyssa_Carson এখানেও উপরের সাইটের বরাদ দিয়ে বলা আছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- উইকিপিডিয়াতেও কিন্তু সব সময় সঠিক তথ্য থাকে না।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৫৫

জগতারন বলেছেন:
আমি আজিজসাহাএবের সেই পোষ্টে এ জন্যই পড়েও কোন মন্তব্য করি নাই।
আমি যুক্তরাষ্ট্রে থাকি, এমন কোন খবর হলে আমার জানার কথা ছিল।
যাইহোক, সত্য জানিয়ো আপনার পোষ্ট'টি পেয়ে ভাল লাগলো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: - ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৩

কামাল১৮ বলেছেন: সময় অসময়ের পত্রিকা থেকে আমরা আমাদের ব্লগারের কথা বেশি সত্য বলে মানবো।আপনার কথাও সত্য শাহ সাহেবের কথাও সত্য।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সঠিক বলেছেন।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৮

মামুinসামু বলেছেন: REUTERS FACT CHECK
JUNE 8, 202112:29 AMUPDATED 2 YEARS AGO

Fact Check-Alyssa Carson, 20, has not been selected for a Mars mission

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বেশ বেশ।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: ভেবেছিলাম এলিসার সাথে আমিও যাবো।
আমার ভাগ্যটাই খারাপ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- একা একা চেষ্টা করে দেখতে পারেন।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০৭

সোনাগাজী বলেছেন:


এগুলো মিথ্যা; আর সত্য হলেও, আমি যখন তাকে না'যাবার জন্য ১টা চিঠি লিখতাম, সে ঐদিকে কখনো পা বাড়াতো না।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার কথার উপরে কোনো কথা নাই।

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১২

এস এম মামুন অর রশীদ বলেছেন: নকল করতে করতেই একসময় শিখে যাবেন, সময় লাগবে, এই যা। শিক্ষায় নয় নব্বই নাই। :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কি নকল করলাম?

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১৫

জ্যাক স্মিথ বলেছেন: এটা আসলেই একটা গুজব, মূল বিষয় হচ্ছে এটা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- যাক আরো কিছু সত্যতা পাওয়া যাচ্ছে তাহলে।

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫২

নেওয়াজ আলি বলেছেন: বগ্লে এসে সত্য মিথ্যা জানা যাচ্ছে

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সংবাদটা যে ভূয়া এটা অনেকেই জানেন না। ভূয়া এই রটনা এমন ভাবে ছড়িয়েছে যে এটা ভূয়া সেটাই অনেক শুনতে রাজি নন।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০৩

নিমো বলেছেন: লেখক বলেছেন:
- কি নকল করলাম?

এস এম মামুন অর রশীদ বন্দুকটা আপনার কাঁধে রাখলেও, গুলিটা আপনাকে করে নি। হা, হা, হা!

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ও!! এবার বুঝলাম, একটু দেড়ি হলো। তবে ঐখানেও নকল করা হয়েছে বলাটা উচিত নয়। কারণ আমরা সকলেই অন্য কোথাও থেকেই দেখে-জানে জানি।

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সত্যটা জানানোর জন্য ধন্যবাদ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- স্বাগতম আপনাকে।

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
- একা একা চেষ্টা করে দেখতে পারেন।

আমি একা কোথাও যাই না। জানেন তো- যে একা সে-ই সামান্য।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- একা মানেই সামান্য নয়। একাই শ্রেষ্ঠ। এলিসা একা বলেই শ্রেষ্ঠ ছিলো।

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

গেঁয়ো ভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- স্বাগতম

১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৪৭

সোহানী বলেছেন: যাক লিখাটা পড়িনি তাই ব্লগারদের আগ্রহ সম্পর্কে দেরীতে জানলাম....। আহা বেচারা এলিসা, এমন সুযোগ হাতছাড়া :P

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এলিসা তার কজে শ্রেষ্ঠ তাতে কোনো সন্দেহ নাই। ভবিষ্যতে সে নিশ্চই বড় বিজ্ঞানী হবে।

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: খবরটা সত্যিই ছিল কিন্তু রাজীব নূর এলিসার সাথে যাওয়ার ইচ্ছা পোষণ করার কারণে এলিসা মঙ্গল গ্রহে যাত্রা বাতিল করেছে বলে মনে হয়।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হা হা হা,
এলিসা মঙ্গল গ্রহে যাত্রা বাতিল করে ভাই করেছে। রাজী সাহেব চলে গেছে শাহেদ জামালের বৌয়ের কি হতো!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.