| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমঞ্চ ভাঙা মানেই বিবেক ভাঙা, মৌলবাদের বিরুদ্ধে প্রতিরোধ জরুরি
আমাদের সাহিত্য পরিষদ মুক্তমঞ্চ গুঁড়িয়ে দেওয়া হয়েছে এটা শুধুমাত্র ইট-পাথরের কোনো কাঠামো নয়, ভাঙা হয়েছে একটি জাতির আত্মার মঞ্চ, যেখানে দাঁড়িয়ে মানুষ চিন্তা করত, প্রশ্ন তুলত, সত্য বলত, শিল্পী গাইত। ময়মনসিংহের এই মুক্তমঞ্চ শুধু একটি জেলা শহরের সাংস্কৃতিক বাতিঘর ছিল না; এটি ছিল গোটা দেশের মুক্তচিন্তার প্রতীক।
যে দেশে সাহিত্য ও সংস্কৃতির চর্চা হয় না, সেখানে সুস্থ মনের মানুষ টিকে থাকতে পারে না। কারণ সাহিত্য শুধু বিনোদন নয় এটি প্রতিবাদ, প্রতিরোধ এবং প্রগতির হাতিয়ার। আজ বাংলাদেশে একের পর এক নাট্যমঞ্চ, সিনেমা হল, সাংস্কৃতিক কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ, এই ধ্বংসের বিরুদ্ধে কেউ কথা বলছে না। ভয়, হুমকি, নিপীড়ন এসবের ভারে আমরা বোবা হয়ে যাচ্ছি।
আজ ৯ মাস ধরে দেশ চলছে মৌলবাদী জঙ্গিদের অঘোষিত শাসনে। এ শাসন শুধু প্রশাসনিক নয়, এটি একটি সাংস্কৃতিক হত্যাযজ্ঞ। তারা আমাদের কণ্ঠ থামাতে চায়, চোখ বন্ধ রাখতে চায়, শিল্পকে রক্তাক্ত করে দিতে চায়। কিন্তু আমরা কি চুপ করে থাকব? আমাদের কি দায়িত্ব নয় এই অন্ধকারের বিরুদ্ধে আলোর মশাল হয়ে দাঁড়ানো?
মুক্তমঞ্চ ভেঙে তারা ভেবেছে চিন্তা থেমে যাবে। না, থামবে না। কারণ যতবার তারা একটিকে গুঁড়িয়ে দেবে, ততবার আমরা আরেকটি গড়ে তুলব। কারণ, কবিতা আর নাটকের শক্তি টিয়ার গ্যাস বা বুলেটের চেয়ে কম নয়।
আমরা যারা এখনো নীরব, মনে রাখা জরুরি নীরবতা মানে সম্মতি। মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ করা শুধু সাহস নয়, এটি এখন আমাদের অস্তিত্বের লড়াই।
আমরা প্রতিবাদ করি। আমরা আবার মঞ্চ গড়ি। আমরা বলি বাংলাদেশ কালের কণ্ঠে নয়, সংস্কৃতির সুরে বাঁচবে।
২|
০৩ রা মে, ২০২৫ ভোর ৬:৪৪
কামাল১৮ বলেছেন: রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতায় তারা এই সব দুষ্কর্ম করছে।এটা বেশিদিন থাকবেনা।
৩|
০৩ রা মে, ২০২৫ সকাল ১০:০২
রাজীব নুর বলেছেন: দেশ ভালো নেই। মীর জাফরেরা দেশটাকে শেষ করে দিচ্ছে।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০২৫ রাত ১:১৯
এইচ এন নার্গিস বলেছেন: আর কত দিন আমাদের এই অভাগা জাতীকে এই দুঃসহ অবস্থার মধ্যে থাকতে হবে । দরকার একজন শক্তিশালী আওয়ামীলীগের নেতা যার ডাকে সবায় সাড়া দিয়ে এই জাতীকে আবার মাথা তুলে দাঁড়াতে সাহায্য করবে।