| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্পসল্প
মাঝে মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে দূরে বহু দূরে। কাছের মানুষ গুলো বড় বেশি অচেনা লাগে মাঝে মাঝে। তবুও ভালোবসি সবাই কে। সবাই যখন নিজেকে চালাক ভাবে আমি ঠিক বুঝতে পারি এরা কতটা বোকা । তাই একা একা সাইলেন্ট হাসা হাসি। এটাই আমার জীবন লীপি।
প্রতি ২০ বছর পর পর আমাদের দেশে একটা বিপ্লব সংগঠিত হয় যার ধারাবাহিকতায় আজকের গনজাগরন। ইতিহাস তাই বলে। ৫২-৭১-৯০-২০১৩ । সুতরাং এবার গনজাগরন ও তারই একটা অংশ।
আমার মনে কিছু ছোট্র প্রশ্ন বার বার উকি দিচ্ছে :
১) আস্তিক আর নাস্তিক আসলে কি ?
২) আজকে যারা জাতীয় পতাকা ছিরে ছিন্ন ভিন্ন করেছে, আগুনে পুরেছে,মসজিদে আগুন দিয়েছে তারা আসলে কি ?
৩) শাহবাগে লাখো লাখো মানুষ যুদ্ধাপরাধীর বিচার চাইলো বলে সবাই কি ১৭ দিনে নাস্তিক বনে গেল না কি ?
৪) মানুষ হত্যা করাটা কোন আস্তিকতায় পড়ে ?
৫) মুক্ত চিন্তা বিদরা যারা ফেইসবুক, ব্লগ,টুইট এ লেখা লেখি করে তারা কি ভাবে নাস্তিক ?
৬) স্কুল কলেজের ছোট ছোট ছেলে মেয়েরা ও কি নাস্তিক ?
এ প্রশ্নোগুলোর সব গুলির উত্তর আমি জানি। আমি বলতে চাই এটা ৭১ নয় এটা ২০১৩ একবার ও কি কেউ ভেবেছে শিক্ষার হার কত বেরেছে এবং মুক্ত স্বাধীনতা পাগল মানুষের সংখ্যা আজ কত।
রাজনৈতিক বিবেচনা যদি করি তাহলে দেখবেন ১০০ % এর মধ্যে ৮% ভোট পায় ইসলামী দল গুলো তাহলে বাকী ৯২% ভোটার নাস্তিক ।
সরকারের মধ্যে আবার দেখছি টানা পোড়া । সরকার বলে নির্বাচন কমিশন জামাতের ব্যাপারে সিন্ধান্ত নিবে আর নির্বাচন কমিশন বলছে সরকার। আমরা আছি যাতাকলে। আবার বিরোধী দল আজ ডাক দিয়েছে নতুন জাগরনের। হায়রে মওদুদ সাহেব হায় । দেশের কথা জীবনে ভাবেন নি ভেবেছেন শুধু নিজের কথা। সাংবাদিক দের উপর আক্রমন , পুলিশের উপর আক্রমন, হত্যা । আর ব্লগারদের উপর গুপ্ত হামলা। সবকিছু দেখে ঘুম দিয়েছেন মনে হয়।
অবশেষে একটা কথাই বলবো আমাদের জাগতে আরো সময় লাগবে । কারন আমরা ঘুম প্রিয়। শাহবাগের ডাকে শুধু ঘুমের ঘোরে চিমটি কাটা হয়েছে। ঘুম ভাঙ্গেনি। তবে মজার ব্যাপার বাঙ্গালী একবার যদি ঘুম থেকে উঠে তবে কিন্তু আর ঘুমায় না।
ধন্যবাদ
২|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
মো ঃ আবু সাঈদ বলেছেন: বাচ্চ ছেলেদের না দেখানোই ভাল....
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯
তাসজিদ বলেছেন: আমারা সবাই নাকে তেল দিয়ে ঘুমুছি