![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঙ্কিমচন্দ্র ‘কপালকুণ্ডলা’ উপন্যাসে নবকুমারের সঙ্গীগণের স্বার্থপরতা প্রসঙ্গে বলিয়াছিলেন, “তুমি অধম – তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?”
কী অমৃতবচন!
এই বচন ব্যতীত এই উপন্যাসের অন্য একটি বচন পাঠককুলে সমাদৃত হইয়াছে। বচনটি হইতেছে - “পথিক, তুমি পথ হারাইয়াছ?”
কাষ্ঠ সংগ্রহ করিতে যাইয়া নবকুমার পথ হারাইয়াছিলেন গহীন অরণ্যে। বিবিধ প্রকার তস্কর, লুণ্ঠনকারী ও আধুনিক কাপালিক অধ্যুষিত, নারীমেখলা বাংলার সমাজ, রাজনীতি ও সংস্কৃতির আরণ্যিক পরিমণ্ডলে আমরা সকলেই পথ হারাইয়াছি। তবে কেহ নবকুমার নহি।
আমদের অব্যর্থ রক্ষাকবচতুল্য অমৃতবচন এখন –“ তুমি অধম - তাই দেখিয়া আমি অধম হইয়াছি।”
পুনশ্চ - কাপালিক নবকুমারকে যে মন্দিরে বলি দানের জন্য প্রস্তুতি গ্রহণ করিতেছিল, সেই মন্দিরটির বর্তমান ছবি সংযোজন করিলাম। মন্দিরটি নিকট অতীতে সংস্কারকৃত। (ছবির কৃতিত্ব – গুগল ভ্রাতা)
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন কবি।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬
ইব্রাহীম আই কে বলেছেন: কপালকুণ্ডলা উপন্যাসটা সবে মাত্র শেষ করিলাম।
এরই মাঝে এই লেখাটা সাথে মন্দিরের ছবিটা দেখতে পেরে ভালোই লাগছে।
ছবির লিঙ্কটা কমেন্ট বক্সে দিলে ভালো হত।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪
সায়ন্তন রফিক বলেছেন: তাই? আমি এ উপন্যাস কবে পড়েছি মনে নেই। ধন্যবাদ।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৮
আতোয়ার রহমান বাংলা বলেছেন: আমার খুব প্রিয় একটি উপন্যাস
ছবিটি দেখে খুব ভালো লাগলো
ধন্যবাদ
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৬
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩
রাজীব নুর বলেছেন:
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৭
সায়ন্তন রফিক বলেছেন: ? !
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০১
মনস্বিনী বলেছেন: ঠিক বলেছেন।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৮
সায়ন্তন রফিক বলেছেন: তাই? ধন্যবাদ।
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৭
বার্ণিক বলেছেন: যথার্থ বলেছেন।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০০
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।