![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজের ফাঁকে গল্প পড়তে ভালবাসি। আর বেশী সময় পেলে লিখার চেষ্টা করি।
দেখিয়া বর্তমান
ভবিষ্যতে আর কোনো শিশু বলিবেনা
শিক্ষক জাতির মান
ভাবিবেনা কভু হইবে তারা
বড় হয়ে শিক্ষক!
মেরুদন্ড নিয়া মানুষ না হয়ে
হবে তারা নতুন ভক্ষক।
পুলিশে পিটায় বর্তমানে
পিটায় সরকারী বাহিনী!
পিটায়ে তাহারা মিডিয়ায় বলে
" শিক্ষক কেন করে কাহিনী?
কেনো তারা আবদার করে,
দাড়ি টুপি পরিয়া?
দেশনেত্রী, জননেত্রী,
পল্লী বন্ধুকে ছাড়িয়া!
এতো দল থাকতে লড়ে তাহারা,
শিক্ষকের বেশে?
চলিবেনা শান্তির আন্দোলন এই
হীরক রাণীদের দেশে!"
ভাবিতেছে মানুষ(!!!) কলিকাল এলো
দরজার খিল লাগাইয়া
চিতকার করে বলিতেছে শুনেন
(কুত্তা/বিলাই/ছাগল শুয়ারের) বাচ্চায় দেশ গেছে ভরিয়া!
গালি দিতেছে বলিতেছে আবার হইবেনা কিছু ম্লান
"জোরে জোরে পড় হারামজাদা,
শিক্ষাই জাতির মেরুদন্ড
শিক্ষক জাতির মান" (শিশু বাচ্চাকে শিখাইবে)
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৮
ঝোড়া বলেছেন: "শিক্ষাই জাতির মেরুদন্ড
শিক্ষক জাতির মান"
কিছু কিছু শিক্ষকের জন্য এই প্রবিত্র মর্যাদা হারিয়েছেন শিক্ষক রা,,,,হুম,,,,, এখন শিশুরা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতে পিছপা হয়...
এখন যারা শিক্ষক আছেন,,,,,যারা হচ্ছেন,,,,সবাই মিলে সেই মর্যাদা তা ফিরিয়ে আনুক,,,,
শিক্ষকের এই আকাল দশা আর দেখতে চাই না,,,,