![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজের ফাঁকে গল্প পড়তে ভালবাসি। আর বেশী সময় পেলে লিখার চেষ্টা করি।
মামা আর আমি বসে খবর দেখছিলাম। প্রসংগ প্রজন্ম চত্তর। আর পর্দায় মহাসমাবেশ। আর বক্তায় আওয়ামী চরিতার্থতা। তখন মামা চ্যানেল ঘুরিয়ে রাই নিউজে চলে গেলেন। আমি কিঞ্চিত প্রতিবাদের সূরে বল্লাম তুমি কি দেখোনা নব-জাগরণ। মামা বল্লেন এই সমাবেশের আগ পর্যন্ত আমিও তাই ভেবেছিলাম। কিন্তু এখন বুঝলাম যে দেশে লাউ সে দেশেই কদূ!
কিছুক্ষণ বিশ্বের খবর দেখলাম। সারা দুনিয়ার নেতাদের দেখলাম অর্থনৈতিক সংকট মুকাবেলায় নিত্তনতুন প্যাকেজ আবিস্কার। মামা হঠাত আবার বল্ল আজ যারা রাজাকারের ফাসির দাবিতে রাত দিন এক করছে, ভবিষ্যতে তারাই আবার দেখবি রাজাকারদের জন্য বুক ফাটাবে। নয়তো তাদের সন্তানরা বুক ফাটাবে। এইবার এক্টু ব্যাখ্যা চাইলাম। তিনি উত্তর দিলেন এভাবে- "যখন বঙ্গবন্ধু মারা গেলো, তখন এদেশের মানুষ ইন্নালিল্লাহ পড়ে নাই। বলছিলো জালিম মরছে। দেশ শান্তি হইছে। আর এখন সবাই বঙ্গবন্ধুর জন্য কাদে। বলে তিনি বেচে থাকলে এটা হত ওটা করতো। তাই চল বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ি। এরপর কর্ণেল তাহের মরলো। সবাই তখন উল্লাস করে যে বিদ্রোহী মরছে। শান্তি। শান্তি। কিন্তু আজ বলে একজন দেশপ্রেমিক ছিলো কর্ণেল তাহের। আহা। কেনো তাকে মারা হল? ইত্যাদি ইত্যাদি। এরপর জিয়া মরলো। তখন সারাদেশের মানুষ এতো কাদলো যেনো সবার আপনজন মারা গিয়েছিলো। এখনো জিয়ার জানাজা বাংলাদেশের সবচাইতে বড় জানাজা। কিন্তু এখন বলে জিয়া নাকি রাজাকার, খুনি, দেশধ্বংশকারী, চক্রান্তকারী ইত্যাদি ইত্যাদি। তো এখন আন্দোলন চলে রাজাকারের ফাসির দাবিতে। আল্লাহ যদি আমাদের মামু ভাগিনারে বাচাইয়া রাখে, তাইলে আবার আমরাই দেখবো যে এসব রাজাকারের হত্যাকারীদের বিচারের দাবিতে শাহাবাগে আন্দোলন। "
আমি আর কিছুই বল্লাম না। আগের ঘটনাগুলা তো এরকমই ছিলো। পরেরটা যেনো এমন না হয়, এটাই প্রত্যাশা।
©somewhere in net ltd.