নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৃষ্টিতে মুক্ত আকাশ

নিকাশ আঁধারে খুঁজে বেড়াই, নিজের হারান অতীত।

রাহাত উদ্দিন রিফাত

কাজের ফাঁকে গল্প পড়তে ভালবাসি। আর বেশী সময় পেলে লিখার চেষ্টা করি।

রাহাত উদ্দিন রিফাত › বিস্তারিত পোস্টঃ

পাগলের দেশের পাখিও পাগল

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫২

একগ্রামের নারী পুরুষ সবাই ছিলো চোর। যে বাচ্চাটা হাটা শিখে, তখন থেকেই তাকে দেয়া হত চুরির ট্রেনিং। আবার তাদের নিজেদের ভিতর ছিলো খুব মিল। অর্থাত কেউ চুরি করতে গেলে যদি ধরা খেতে, তাহলে গ্রামের মানুষ সবাই মিলে বলতো লোকটা পাগল। পাগলের আবার বিচার কিসের? এভাবে তারা বেচে যেতো। আর তাদের চুরিতে আশে পাশের সব গ্রামের মানুষ ছিলো অতিষ্ট। শেষমেস তারা থানায় গিয়ে অভিযোগ করলো। এও বল্ল তাদের চালাকিরও কথা। তো দারোগা সাহেব অনেক চিন্তা করে ডিসিসন নিলো রাতের বেলা অনেক ফোর্স নিয়ে আক্রমন করবেন। 



রাত তখন ২ঃ৩০ মিনিট। দারোগা সাহেব বিপুল ফোর্স নিয়ে গ্রামে ঢুকতে গেলেন। আমাদের দেশের পাখিরা আবার মানুষের শব্দ পেলে কিচির মিচির করে। আর সেখানে দারোগা সাহেব অনেক ফোর্স নিয়ে যাচ্ছেন, সভাবতই পাখির কিচির মিচির শুরু। 

দারোগাঃ কন্সটেবল। 

কন্সটেবলঃ জি স্যার।

দাঃ কয়টা বাজে? 

কঃ স্যার, রাত ০২ঃ৩০। 

দাঃ তো এতো গভীর রাতে পাখি ডাকে কেন?

কঃ আমিও তো বুঝতে পারতেছিনা স্যার। মনে হয় পাগল হয়ে গেছে। 

দাঃ গ্রামবাসী না বলছিলো এই চোরেরা নিজেদের পাগল দাবী করতো?

কঃ জ্বী স্যার। 

দাঃ খালি মানুষ পাগল না, পাগলের দেশের পাখিও পাগল। চলো ফিরা যাই। 

অতঃপর দারোগা তার ফোর্স সমেত অভিযান অসমাপ্ত রেখেই ফিরে গেলো। 



গল্পটা এখানেই শেষ। কিন্তু এই গল্পের মোরালটা কি দাড়ায়? 

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮

চারশবিশ বলেছেন: পাখির কিচির মিচির শব্দে ভয় পেয়ে দারোগা ফিরে এলেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.