নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা আধাপাগলা....!!

রাহাত জামান

আমি একটা আধাপাগলা.......!! চলতে চলতে ঘুমাই, ঘুমাতে ঘুমাতে চলি...............

রাহাত জামান › বিস্তারিত পোস্টঃ

আপনার ঈমান ঠিক করুন

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫০

সেদিন ক্যাম্পাসের (কুয়েট) এক ছোট ভাই হুট করে মারা গেল। সেদিন জুয়েলের জায়গায় আমিও মারা যেতে পারতাম। কিংবা আপনিও। ভাই, মরতে একদিন হবেই। যেকোনো দিন বিনা নোটিশে মরতে হবে। তাই এই জন্যে সবসময় প্রস্তুত থাকা ভালো

একটা কাজ করবেন? রাতে শোওয়ার পর মুখটা কম্বল দিয়ে ঢেকে একবার চিন্তা করে দেখবেন, আপনাকে একদিন আপনার দেহটা ছেড়ে চলে যেতে হবে। কল্পনাতীত কষ্ট হবে আপনার সে সময়। সেই কষ্টের কথা চিন্তা করবেন। তারপরের কষ্টগুলোর কথা না হয় আপাতত বাদ দিলাম। আর এই ঘটনাটার মুখোমুখি আপনাকে একদিন হতে হবেই। কী করবেন আপনি তখন, যদি আপনার আখিরাতের জন্য কোনও সম্বল না থাকে? নামাজ যে পড়েন না, কী জবাব দেবেন আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে? আপনার সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদাত করার জন্য। কিন্তু আপনি দুনিয়ায় তা করেন নি। কী জবাব দেবেন, একবার ভেবে দেখুন।

আপনি নামাজ পড়েন না, কিন্তু আপনার ঈমান আছে। ইনশাআল্লাহ আল্লাহ একদিন আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু ইদানিং আমাদের আশেপাশে অনেককেই দেখা যায়, যারা দাবি করে, তারা নাস্তিক। খুব গর্বের সাথেই তারা দাবিটা করে থাকে। বলাই বাহুল্য, কেবলমাত্র ভাব নেওয়ার জন্যই আর নিজেকে অন্য সবার থেকে আলাদা প্রমাণ করার জন্যই তারা এমনটা দাবি করে থাকে। তাদেরকে কিছু বললে উত্তর তাদের ঠোঁটের আগা থেকে বের হয়। আপনার সৃষ্টিকর্তার সামনে গিয়ে কী বলবেন, পারলে সেটাও ঠিক করে রাখুন। মরতে হবে, এটা যেমন ধ্রুব সত্য, আপনাকে আপনার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে হবে, এটাও তেমনি ধ্রুব সত্য।

তাই সময় থাকতে সাবধান হোন, নাস্তিকতার ঢং বাদ দিন। ঈমান ঠিক করুন। সৃষ্টিকর্তা আছেন। হাজার যুক্তি দিয়েও আপনারা সৃষ্টিকর্তার অস্তিত্বকে বিলীন করতে পারবেন না। সৃষ্টিকর্তার অস্তিত্বকে মেনে নিন, তাঁর দেওয়া জীবন বিধান অনুসরণ করুন। নইলে তিনি আপনাকে কোনওদিনও ক্ষমা করবেন না, এটা তিনি বহু আগেই বলে দিয়েছেন।

অন্য ধর্মাবলম্বী ভাইদের বলতে চাই, ইসলামে অন্য ধর্মাবলম্বীদের দাওয়াত দিয়ে ইসলামের পথে আনতে বলা হয়েছে। কিন্তু নানাবিধ কারণে সেটা আপনাদের জন্য বর্তমানে সম্ভবপর না হলেও একটা কাজ অবশ্যই করবেন। আল্লাহ ২ দলের ব্যক্তিদের কখনও ক্ষমা করবেন না। প্রথমত, যারা সৃষ্টিকর্তার অস্তিত্বে অবিশ্বাসী (অর্থাৎ কাফির) আর দ্বিতীয়ত, যারা সৃষ্টিকর্তার সাথে অন্য কিছুকে তুলনা করে, বা একাধিক সৃষ্টিকর্তায় বিশ্বাস করে (অর্থাৎ মুশরিক)। আপনি যে ধর্মাবলম্বীই হোন, সবসময় বিশ্বাস রাখবেন, সৃষ্টিকর্তা আছেন এবং তিনি কেবল ও কেবলমাত্র একজন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫

পিচ্চি হুজুর বলেছেন: আজকাল ত ফেইসবুক এ স্টাটাস দিলেই ঈমান্দার হওয়া যায়, কী যে বলেন না দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.