নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, মাটি ও মানুষের টানে.............

সকালবিকাল

বেচে থাকার মাঝে আছে প্রচুর আনন্দ ।এই পৃথিবীর মহাযঞ্জে আমি নেই একথাভাবতেও পারিনা ।বেচে থাকুন আনন্দে, আনন্দকে খুঁজে নিন নিজের মত করে।নিজকে অন্যের মত করে সাজাতে যাবেন না । হাজারো মানুষের মাঝে আপনী আপনারমত ।বেচে থাকুন আপনার মত করে ।

সকালবিকাল › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত পান্ডুলিপি

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১২

আমার কিইবা করার ছিল ?তোমাতে মুগ্ধ হওয়া ছাড়া ২য় কিছু করার ছিল না ।তোমাতে কে না মুগ্ধ হয় ;বল?যেখানেই যাও চাঁদের হাট বসে ।তোমার রসবোধ, প্রকৃতির মত উদারতা, ঝরণা ধারার মতউচ্ছলতা অন্যদের থেকে সহজে আলাদা করা যায় সাথে একহারা গড়ন, পৌরুষদিপ্ত চেহেরা, ভরাট কন্ঠ! প্রকৃতি তোমায় গড়তে এতটুকু কৃপণতা দেখায়নি ।এমন মানুষের চারপাশ গুণমুগ্ধদের দখলে থাকাটায় স্বাভাবিক সেই ভীড় ঠেলে তোমার দেখা পরম অরাধ্য বস্তু । সেই অরাধ্য দখলে নেয়ার প্রচেষ্টা তাই সযত্নে সংবরণ করে চলছিলাম ।লাইব্রেরী করিডোরে হঠাৎ চোখাচোখি হওয়াটায় জল ঢেলে দিল সেই শাসনের উপর ।একান্নবর্তী পরিবারের মেয়ে হয়ে নির্দিষ্ট গণ্ডির মধ্যে যার বেড়ে উঠা তার কাছে কলেজ আঙ্গিনা অনেক দুরের বাতিঘর ।স্বপ্ন তাই নীল প্রজাপতি হয়ে ডানা মেলে ইতিউতি উড়তে লাগল যেদিন হতে পাঁ পড়ল স্বপ্নের আঙ্গিনায় ।এক ঘোরের মধ্যে থাকা, নিজের মধ্যে নিজে হারিয়ে যাওয়া !বয়সটাও এরখম অযাচিত পাগলামী গুলো উসকে দেয় সময়ে অসময়ে ।চোখাচোখি হওয়ার সময়টুকুই পৃথিবীর তাবৎ ঘড়ি যেন বন্ধ হয়ে গেল ।বুকের ভেতর ধ্বক ধ্বক করে কি একটা যেন বাঁজে ।আচ্ছা ভাললাগার মানুষগুলোর সামনে প্রথমবার মুখোমুখি হওয়ার অনুভূতি কি এমনি হয় সবার ।পৃথিবীর সকল লজ্জ্বা এসে ভর করল আমার উপর ।তৃতীয় নয়ন মেলে তার পানে থাকালাম ক্ষণিকের জন্য ।সেই ঠোঁটে দৃশ্যমান হল এক দূর্ভেদ্য হাসি যে হাসির পাঠোদ্ধার আজও করা হয়ে উঠেনি ।এক অব্যক্ত ভালোলাগা নিয়ে বাড়ী ফিরলাম ।মানুষের যখন তার স্বপ্নের আশেপাশে বিচরণ করে তার কথা, অভিব্যক্তি দ্রুত বদলে যায় ।এই পরিবর্তন কাছের মানুষগুলোর নজর এড়ায় না ।ছোট চাচী বয়সে কাছাকাছি হওয়ায় অনেকটা বান্ধবীর মত ।বইয়ের মাঝে মুখ গুজে তার ভাবনায় হারিয়ে যাওয়ার এক সন্ধ্যায় ধরা পড়ে গেলাম চাচীর কাছে ।

বার কয়েক ডাকাডাকির পর সাড়া না পেয়ে চেপে ধরল "কি শারমিন !পড়া লেখা হচ্ছে নাকি জেগে জেগে ঘুমানো!''

মহা অন্যায় করে ধরা পড়ার পর যেমন অবস্থা হয় আমারও ঠিক তাই ।আকাশ থেকে পড়লেন যখন জানালাম এ সব এক তরফা ভাবাভাবি । (চলবে)



(বাগান বিলাস, পটিয়া, চট্টগ্রাম)

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বেশ ভালো লাগলো :)

২| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বেশ ভালো লাগলো :)

৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩১

বাংলার ফেসবুক বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। পড়ে ভাল লাগলে । ভাল লাগা রেখে গেলাম সেই সঙ্গে আমার আইডিতে চায়ের নিমন্ত্রণ রইল।আপনার আসার অপেক্ষায় রইলাম কিন্ত। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.