নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিকলাঙ্গ

বিকলাঙ্গ

রহমান জর্জ

রহমান জর্জ › বিস্তারিত পোস্টঃ

BRTA REGISTRATION: চালান পাওয়ার পরপরই অন্য নামে এফিডেভিটের মাধ্যমে TO & TTO FORM FILL UP করে মালিকানা বদল করা বৈধ কিনা?

২৪ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০৫

একটি সিএনজি থ্রি হুইলার অটোরিক্সা কিনব বলে ভাবছি। এক ব্যক্তি সদ্য ক্রয়কৃত মাল দেখাল এবং কাগজপত্র দিল। সমস্যা হচ্ছে টিটিও ফর্মে পুরনো রেজিঃ, ফিটনেস, ট্যাক্স ইত্যাদি রশিদ জমা দেয়ার কথা বলা রয়েছে।

(১) একেবারেই সদ্য কেনা সিএনজি থ্রি হুইলার অটোরিক্সা সাথে সাথেই চালানে উল্লিখিত ব্যক্তির বদলে ক্রেতা এবং বিক্রেতার এফিডেভিট ও একটি বিক্রয় রশিদের মাধ্যমে ২য় আরেকজন ব্যক্তির নিকট মালিকানা (রেজিস্ট্রেশন) বদল করা যায় কি? (২) সেক্ষেত্রে চালান উল্লিখিত ব্যক্তি কর্তৃক ১ম রেজিস্ট্রেশন না হলেও চলবে কি? রেজিঃ আবেদনের সেকশন-২ তে ১ম বা চালান উল্লিখিত ব্যক্তির নামই রয়েছে তবে ওনার্স পার্টিকুলার/নমুণা স্বাক্ষর ফর্মে ২য় ব্যক্তির স্বাক্ষর ও বিবরণ দেখতে পাচ্ছি। স্পিড মানি দিয়ে করানো হয় বলে জানতে পারলাম। উক্ত পদ্ধতিতেই করা হয়েছে অনেকগুলো। আমি আইনি বৈধতার কথা ভাবছি।

(৩) একটি রেজিঃপ্রাপ্ত গাড়ীর কয়টি রেজিঃ নম্বর থাকতে পারে? হ্যা হলে কেন?

(৪) রেজিঃ ঢাকায় হলে নোয়াখালীতে গাড়ী চালাতে হলে (কমার্সিয়ালি চালালে) নোয়াখালীর রুট পারমিটের পাশাপাশি নতুন করে নোয়াখালী বিআরটিএ তে রেজিঃ করাতে হবে?

(৫) উত্তরা মটর্স লিঃ কি বাজাজের সিএনজি থ্রি হুইলার অটোরিক্সা এদেশে এসেম্বল করে? এবং তারা কি সরাসরি সিএনজি থ্রি হুইলার অটোরিক্সা ভোক্তা পর্যায়ে বিক্রয় করে?



দয়া করে হেল্পান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.