![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপন কথাকাব্যে দিন কেটে যায়, লিখতে ভালবাসি। একটু বেশিই প্রকৃতাহত।
সৃষ্টির আদি থেকেই মানুষের মাঝে যেমন ছিল নির্মল ছায়া তেমনি জন্ম নেয় এক গুপ্ত নৃশংস চরিত্র।
যার মাঝে কেউ কেউ তাদের প্রাকৃতিক গঠন, সৃজনশীল ভাবনা আর আত্মশুদ্ধির কারনে সেই নৃশংসতা এড়িয়ে যায় আর সিংহভাগ মানুষ এর বশীভূত হয়ে সত্তাকে বিসর্জন দেয়।
কিছুটা বর্তমানে আসা যাক; অর্থনৈতিক ভাবে খেয়াল করলেই দেখা যায়, পূঁজিবাদী মনোভাবের চাপে বাংলাদেশের বেহাল অবস্থা । সুস্থ চিন্তার অধিকারীরা সেক্ষেত্রে জটিলতায় জড়িয়ে যায় আর ব্যক্তিস্বার্থে টনটনে মহাশয়েরা তার মজা লোটে। রাজনৈতিক প্রেক্ষাপটে বিশদ কিছু না বললেও চলে, সবাই তা স্ব-চোখেই দেখছে।
হা- হুতাস্ করতে চায় না, চায় সুস্থভাবেই সভ্যতা টিকে থাকুক।
ভাবনার বাতিঘর পূর্ণ ভাবনায় যদিও, কর্ম দরজায় দাড়িয়ে।
©somewhere in net ltd.