![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপন কথাকাব্যে দিন কেটে যায়, লিখতে ভালবাসি। একটু বেশিই প্রকৃতাহত।
কবিতা নাকি তাঁর মলম!
হাতে সর্বদা কলম।
অদ্ভুত তাঁর কাব্য শিক্ষা!
লুপ্ত প্রসঙ্গ,নেই ব্যাখ্যা।
কোষ্ঠকাঠিন্যের মতই তাঁর কঠিন
শব্দচয়ন,
অর্থ উদ্ধার করতে গিয়েই পাঠক
বিছানায় শয়ন।
ঘন্টা প্রতি দশটি কবিতা লেখেন
তিনি,
আমাদের আজকের
মহাকবি যিনি।
আমি বলি-"কবিতা আমার
খাদ্য,
যার মাঝে 'অর্থ' মসলা আর
'শব্দ' লবণ মাত্র"
৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫২
রাহুল চক্রবর্তী বলেছেন: ধন্যযোগ।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৪
এহসান সাবির বলেছেন: বেশ।