![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপন কথাকাব্যে দিন কেটে যায়, লিখতে ভালবাসি। একটু বেশিই প্রকৃতাহত।
শব্দ দিয়ে শব্দের প্রকাশ,
শব্দের মুখে কুলুপ আঁটা গোলমেলে ব্যপার!
শব্দবানে নিস্প্রান ঘাস;লতা-পাতা,মরা পাখি নতুবা বদ্ধ বাতাস,
সব কিছুতে প্রাণের সঞ্চার হয় মূহুর্তেই!
বৃষ্টির ফোঁটায় কেঁপে ওঠা ঘাস কিংবা দূর দিগন্তের অসমাপ্ত আকারের প্রকাশ এই শব্দ সীমাতে আবদ্ধ।
শব্দ ছোঁয়ায় অনুভূতি গুলো পায় পূর্ণতা,
ব্যাখ্যা কিংবা বিশ্লেষণ হয় আপনার।
তাই আমি শব্দ দিয়ে শব্দ সাজাই;সাজাই,সাজাই আর সাজাই।
২| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩০
রাহুল চক্রবর্তী বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৪ রাত ৯:১৪
আমি দিহান বলেছেন: শব্দ দিয়ে শব্দ শাজাই।!!!??