নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন কথাকাব্য নিয়ে দিন কেটে যায়।লিখতে ভালবাসি, একটু বেশিই প্রকৃতাহত।

রাহুল চক্রবর্তী

আপন কথাকাব্যে দিন কেটে যায়, লিখতে ভালবাসি। একটু বেশিই প্রকৃতাহত।

রাহুল চক্রবর্তী › বিস্তারিত পোস্টঃ

সবুজ পাতা

২৫ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:১৩

একটা ছোট গল্প,
চার দেয়ালে আটকে গেল!
ঘোলাটে তার পূর্ণ-প্রকাশ পড়ছ যখন অল্প।

সবুজ পাতা দুদিন আগেই স্পষ্ট ছিলো,
বৃষ্টি-রোদে খেলছিল আর হাওয়ার গানে দুলছিল,
কি জানি কি ভুল ছিলো!
কাল পেরিয়ে আজ অসময় কালবৈশাখী সাজছিলো, মেঘগুলো সব কাঁদছিল।
সবুজ পাতা রং এর আভায় দিচ্ছিলো শান,
ফুল- পাখিদের মান বাঁচাতে বিনীতপ্রাণ।
কেউ ছিলোনা তখন পাশে!
ঝড়ের তোড়ে ছেঁড়া পাতা হাওয়ায় ভাসে...

কি ভেবেছেন!
ছেঁড়াপাতা জব্দ হবে?
র্ং হারিয়ে ধূসর পাতা ধুলোয় মিশে স্তব্ধ হবে?

মোটেই তা নয়....
খুব করে সে হাসছিল,
তার স্থানে এক নতুন পাতা বৃষ্টি-রোদে খেলছিলো আর হাওয়ার গানে দুলছিল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.