নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভালোবাসাহীন জগতের বাসিন্দা, জীবন যেখানে নীরস। প্রতিনিয়ত খুঁজে যাই ভালবাসার রূপ এবং অবগাহন করতে চাই যুক্তির সাগরে।

রায়হানুল এফ রাজ

আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।

রায়হানুল এফ রাজ › বিস্তারিত পোস্টঃ

পানি থেকে তৈরি হচ্ছে ডিজেল

০৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০২


এনডিটিভি জানিয়েছে, পানি থেকে ডিজেল তৈরি করছে অডি। জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডি সম্প্রতি অওডি ই-ডিজেল নামে পরিবেশবান্ধব কৃত্রিম জ্বালানি তৈরি শুরু করেছে। চমকপ্রদ খবর হচ্ছে, তাঁদের এই ডিজেলের কাঁচামাল হচ্ছে পানি। পানি দিয়েই তৈরি করা হচ্ছে ডিজেল।
অডি’র দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞানীরা বলছেন, তাঁদের এই প্রকল্পের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড নিরপেক্ষ জ্বালানি পাওয়া যাবে। যা পরিবেশের ক্ষতি সাধন অনেকটাই কমিয়ে আনবে। জার্মানির ড্রেসডেন প্ল্যান্টে পানি থেকে ডিজেল তৈরির এই প্রকল্পের কাজ শুরু করেছে অডি। অডি গাড়িতে পরিবেশবান্ধব এই জ্বালানি ব্যবহার করা যাবে। এখন তারা এই কাজ বাস্তব ক্ষেত্রে বাস্তবায়ন করতে যাচ্ছে।
ড্রেসডেনের এই কারখানায় পাওয়ার টু লিকুইড (পিটিএল) পদ্ধতিতে জ্বালানি তৈরি করা হচ্ছে। এই তরল জ্বালানি তৈরির প্রক্রিয়ায় পরিবেশবান্ধব শক্তি ব্যবহার করছে অডি। এই পদ্ধতিতে কাঁচামাল হিসেবে শুধু পানি ও কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত করা হচ্ছে। একটি বায়োগ্যাস কারখানা থেকে অডি এই কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করছে। এটি পরিবেশ থেকে নিয়েও কাজ ব্যবহার করা যাবে।
পানি থেকে ডিজেল তৈরির প্রক্রিয়াকীভাবে জ্বালানি তৈরি হচ্ছে-
১. প্রথমে পানিকে তাপীয় পদ্ধতিতে বাষ্পীভূত করা হয় এবং উচ্চ তাপমাত্রায় পানিকে ভেঙে এর হাইড্রোজেন ও অক্সিজেন আলাদা করা হয়।
২. এরপর আরও দুটি প্রক্রিয়া শেষে এই হাইড্রোজেনকে সিনথেসিস রিঅ্যাক্টরে উচ্চ তাপ ও চাপে বিক্রিয়া ঘটানো হয়। এতে হাইড্রোকার্বন যৌগ তৈরি হয় যাকে বলা হয় ব্লু ক্রুড। এই ব্লু ক্রুডকে রিফাইন করেই ই-ডিজেল উৎপন্ন হয় যা কৃত্রিম জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়।
তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, এই জ্বালানি সালফার ও অ্যারোমেটিক হাইড্রোকার্বন মুক্ত।


ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

আহা রুবন বলেছেন: সুসংবাদ! তবে আমরা সত্যই কি কোনওদিন তৈরি করতে পারব? আমাদের নদীর পানির যে অবস্থা, গু-মুত সাফ করতেই ডিজেলের চেয়ে হয়ত বেশি খরচ পড়বে।

০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০৯

রায়হানুল এফ রাজ বলেছেন: হা হা হা। ঠিকই বলেছেন।
খরচ একটু বেশীই হবে বৈকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.