![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-তমাকে না কতবার বলেছি,আমি ঘুমিয়ে থাকলে লাইট jalabena। তবুও জেলে রাখছো কেন?
-এইতো আরেকটু আকাশ,আর ৫ মিনিট। বইটা শেষ হয়ে যাবে এখুনি..
-এত কথা শুনতে চাইনা। লাইট বন্ধ করো।যত্তসব!
মেঘলা কিছু বললো না,উঠে লাইট বন্ধ করে দিলো।গাড় অন্ধকারে ঢেকে আছে পুরো ঘর,সাথে মেঘলার মন টাও।
আজ ৫ বছর হয় মেঘলা আর আকাশের বিয়ে হয়েছে,বিয়ের আগে দুই জনের ৩ বছরের প্রেম।.সেই আকাশ আর এই আকাশের মাঝে আকাশ পাতালের মতই পার্থক্য। মেঘলার কাছে মাঝে মাঝে দিশেহারা লাগে,বড়ও অচেনা লাগে আকাশ কে।.
মেঘলা যেয়ে জানালার পাশে বসে,ঘুম আসছেনা তার। .জানালার পাল্লা খুলে দিয়ে অন্ধকারেই উদাস হয়ে তাকিয়ে থাকে দূরে,হারিয়ে যায় তার অতীতে। .
ভার্সিটি তে পরিচয় দু জনের।বন্ধুত্ব হয়।পরে সেটা গড়ায় প্রেমে।আকাশ তখন মেঘলা বলতে পাগল ছিল।একসময় বিয়ে করে ওরা। সময়ের সাথে সাথে সম্পর্ক টাও কেমন জানি শিথিল হয়ে যায়.
বিয়ের পর আকাশের পরিবর্তন খুব কষ্ট দেয় মেঘলা কে,আগের সেই অনুভুতি টাই যেন ছিনিয়ে নিয়ে গেছে কেউ।ভাললাগছেনা মেঘলার,অনেক বেশি মনে পড়ছে আগের আকাশ কে,যে আকাশ ওর চোখের পানি ই ঝরতে দিত না,সেই আকাশ আজ ওর পাশে থেকেও যেন হাজার মাইল দূরে.
মেঘলার চোখে পানি,চোখ্ বন্ধ করেই ও জানালায় মাথা ঠেকিয়ে বসে আছে। .
-মেঘলা,শোবে চলো..
আকাশ এসে দাঁড়ালো পাশে।
-আমার ঘুম আসছেনা আকাশ,তুমি যাও,আমি আসতেসি।
-তুমি কাঁদছ কেন?
-কাদছিনা,জানো,আমার একটা সত্যিকারের আকাশ ছিলো .সেই আকাশের বুকে ছোট্ট এক টুকরো মেঘ ছিলো।কিন্তু সেই মেঘ থেকে কখনো বৃষ্টি ঝরত না।
-কেন ঝরত না মেঘলা?
-আকাশ তার বুকে থাকা মেঘ টাকে সবসময় রৌদ্রের আলো দিয়ে সাজিয়ে রাখত। বৃষ্টি জমতেই দিত না মেঘের চোখে.
-আর এখন?
-এখন আকাশ এর বুকে তো মেঘ আছে,কিন্তু সেই রৌদ্র টা যেন হারিয়ে গেছে কোথায়। .
আকাশ মেঘলার পাশে এসে বসল,একটা হাত নিজের হাতের ভেতর রাখলো
-মেঘলা,তুমি কি জানো,রৌদ্র টা আকাশের মাঝে এখনও আছে, মেঘের চোখে এখনো বৃষ্টি জমতে দেয়না আকাশ। মাঝে মাঝে রৌদ্র একটু লুকোচুরি করে,কিন্তু মেঘ কে ছেড়ে কখনই যায়না।
-লুকোচুরি না করলে হয়না?
-হয় তো,কিন্তু তুমি কি জানো না,এক পশলা বৃষ্টির পরে যেই রৌদ্র Ta ওঠে তার আলো টা কতো মায়াময় হয়!
-কিন্তু আমার যে দিশেহারা লাগে আকাশ!ভয় হয়,. .
-মেঘলা,মনে রেখো,আকাশের বুকে যেমন মেঘ থাকে,তেমনি তার বুক থেকে রৌদ্র টাও হারিয়ে যায়না কখনো।! মেঘের চোখে বৃষ্টি মুছে দিতে একসময় রোদ উঠবেই
©somewhere in net ltd.