নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্বী তরুণী

তন্বী তরুণী

তন্বী তরুণী › বিস্তারিত পোস্টঃ

biday

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৭

রাত ১২:৪০. . মধ্য রাত। মধ্য দুপুর আর মধ্য রাতের ভেতর কেমন জানি একটা মন খারাপ বেপার আছে। বিশেষ করে রাতে,চারিদিকের নিস্তব্ধতা মনের ভেতরের একাকিত্ব টাকে আরও জাপ্টে ধরে।.একাকিত্ব নামক বস্তু টা যেনো সামনে এসে হাহাকার করতে থাকে,



জানালার একটা পাল্লা খুলে বসে আছে রোদেলা।জানালাটা পশ্চিম মুখী।শীতকাল। হাড় কাঁপিয়ে দেয় এরকম ঠান্ডা বাইরে। তবুও রোদেলার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই রোদেলার।কোথায় জানি হারিয়ে আছে সে.দূরের আবছা অন্ধকারে হারিয়ে আছে রোদেলার দৃষ্টি। ভাবছে শাওন এর কথা। .



রোদেলা আর শাওন এক জোড়া কবুতর এর মতই ২জন ছিলো কপোত কপতি। ওদের পরিচয় পর্ব টা অদ্ভুত।.পরিচয়,এরপর ভালোলাগা,ভালোবাসা ২জনের ভেতর এগুলা ছিলো প্রচন্ড নেশার মতো। প্রথম দিকে ডুবে ছিলো ওরা এই নেশার ভেতরে। কিন্তু সময় এর সাথে সাথে নেশা কেটে যেতে থাকে। নেশা পরিনত হতে থাকে বাস্তবে.পরে আস্তে আস্তে ওদের প্রেম,ভালোলাগা গুলো ২জনের ই sojjho সীমার বাইরে চলে যায়।সব সপ্ন,আশা,আকাঙ্ক্ষা গুলো চাপা পড়ে যায় হতাশা আর কষ্টের অতল গভীরে।



ওদের কষ্ট গুলোর কিছু নমুনা দেই। শাওন রোদেলা কে সবকিছু থেকে দূরে,সম্পূর্ণ নিজের করে চাইতো। একটা পৃথিবীই,সেখানে শুধু শাওন আর রোদেলা। কিন্তু রোদেলার পৃথিবীতে শাওন তো ছিলই,সাথে ছিলো আরো কিছু বস্তু।যেমন ফ্রেন্ডস,পার্টি,নেট।আরো কি কি জানি



তাই বলে এটা নয় যে রোদেলা ওকে ভালবাসতো না। ওদের সারাদিন কথা হত। শাওন আর রোদেলা ২জন ই ২জন কে ভালবাসতো,কিন্তু ওদের ২জনের ভালবাসার প্রকাশ ছিলো ২ রকম। ভালবাসার অনেক রুপ,অনেক সংজ্ঞা,যা হয়ত nidrishTo করার পথ এই প্রকৃতি আমাদের দেয়নি



রোদেলার খাছ থেকে ওরো আকাংক্ষিত ভালোবাসা না পেয়ে শাওন হতাশায় ডুবতে থাকে প্রতিদিন.. rodelaoo বুঝতে পারেনা সমস্যা। ও শাওন কে ভালবাসে।চায়,কিন্তু প্রকাশ কর্তে পারতো না ঠিক মতো। একটা সময় শাওন সিদ্ধান্ত নেয় সরে আসার। কথায় কি যেনো নেই নেই মনে হয় ওদের মাঝে। .



জানালার পাশে চুল কুলে বসে আছে রোদেলা,আগের কথা ভাবছে,শাওন এর কথা ভাবছে।একটু আগেই ফোন এ কথা হলোও ২ জনের। বিদায় ঘন্টা বাজছে।রোদেলা জানে,শাওন আর firbena। ওর পাখিটা আর ফির্বেনা.. রোদেলার যে অনেক ভুল ছিলো,সেটা হয়ত আর কখনই ঠিক হবেনা। শাওন রোদেলার ভুল গুলয় কষ্ট পেতে পেতে আজ নিজের আলাদা রাস্তায় চলে গেছে। হাটা শুরু করেছে.

রোদেলা জানে শাওন আর ওকে চায়না।ওর হাত ধরে পাড়ি দিতে চায়না কনো পথ। ভুল তো ওর ই ছিলো। আজ বড়ও বিষণ্ন তাই রোদেলা,কিছু কিছু ভুল হয়ত কখনই শোধ্‌রাবার নয়। এটা মেনে নিয়েই সামনে আগাতে হয়। রোদেলা ভাবে,এত খারাপ তো ছিলও না ও। কেন ওকে একা রেখে চলে যাবে তার পাখি। অভিমান জন্মে,বুক ভরা অভিমান। কতো কি মনে পরে রোদেলার!ছেই বৃষ্টি ভেজা সন্ধের কথা.

যখন টি এস সি থেকে ২জন হাত ধরে অনেক রাস্তা হেঁটেছিল ভিজতে ভিজতে,মনে পরে প্রথম যখন স্পর্শ পেয়েছিল রোদেলা,মনে পরে সারাদিন ব্যাস্ এ করে ঘুরে বেড়ানোর কথা। মনে পরে ফ্রেন্ড এর গ্রামের বাড়ি যেয়ে সবাই মিলে নদী তে গোসল এর কথা। মনে পরে রোদেলার,যখন ওর হাত ধরে শাওন বলতো,ভবিষ্যৎ এ ওরা কি করবে,সব স্বপ্নের কথা.



মনে পরে ওরা যখন সুখের সাগরে ভাসতে ভাসতে শেষ বিন্দু তে গিয়েছিল.. রোদেলা ভাবে,আর কাঁদে। এত এত স্মৃতি ,কিভাবে থাকবে ও!অভিমান করে,কেন চলে যেতে চায় ও। কেন বলে তোমাকে আর চাইনা,কেন বলে তোমাকে নিয়ে আর ভাববো না..ভালোবাসা কি মরে যায়?না মেরে ফেলা যায়?যার সাথে দিনের পর দিন অনুভুতির খেলায় মেতে ছিলো,তারে সে পাবেনা,এটা কেমনে মেনে নিয়া যায়!.

রোদেলা আশা করে,সব ভুলে আর একবার যদি ফিরে আসতো ও!তাহলে রোদেলা হোতো পৃথিবীর সবচে সুখি মেয়ে। অনেক যত্নে রাখত ওকে। এতটুকু কষ্ট পেতে দিত না। ওর কষ্ট গুলো ভুলিয়ে দিতো। কিন্তু বিজয় এর ঘন্টা বাজিয়ে দিয়েছে শাওন। ও আর আসবেনা,আর আসবেনা। ওর যে আর মন নেই!সব মেনে নিয়ে রোদেলার এভাবেই থাকতে হবে.. একা,অগোছালো ভাবে!ভালোবাসাহীন!মানতে পারেনা ও।মানা যায়না যেb!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.