নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্বী তরুণী

তন্বী তরুণী

তন্বী তরুণী › বিস্তারিত পোস্টঃ

লড়াই

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৫

আমি যখন রাস্তায় বের হই,আসে পাশের মানুষ দের খুব খেয়াল করে দেখি,তাদের বেচে থাকার তাগিদে প্রতিনিয়ত লড়াই করার মুখ দেখি।সারাদিন রিকশা চালিয়ে রিকশাআলা যখন কাধে রাখা গামছা দিয়ে মুখ মোেছ,তখন তাকে দেখি আর ভাবি তার মনে এখন কি চলছে।বাড়িতে বউ অসুস্থ।আজ এই টাকায় সংসার চালাতে হবে।ছেলেটার পরার এক্টা ভাল জামা নাই।কিনে দিব বলেও কিনে দিতে পারছিনা।অনেকদিন ভাল কিছু খাওয়া হয়না।আরেক টু টাকা বেশি পেলে আজ মাংশ কিনে নিয়ে যেতাম।

রাস্তায় দাঁড়ানো ট্রাফিক পুলিশ টা যখন ঘন্টার পর ঘন্টা কড়া রোদে দাড়িয়ে থাকে,এক মুহুরত বিশ্রাম নেয়ার সময় নেই,তারকা পাশ দিয়ে যখন দামি মারসিডিজ গাড়ি যায়,সে নিশ্চই কিছু সময়ের জন্যে ভাবে যা মানুষ গুলা কত ভালইনা আছে।আর আমি!!

একবার এক টা রাস্তার পাশে টং দোকানের মত দোকানে ঢুকেছিলাম ব্যাস্ততার ভেতর তাড়াতাড়ি কিছু খেয়ে নিতে।চোখ পড়ল সামনে বসা এক মহিলার দিকে।খুব যত্ন নিয়ে এক টু এক টু করে তৃপ্তি নিয়ে ভাত খাচ্ছে।অনেক্ষন বসে বসে তার খাওয়া দেখলাম।চেহারায় প্রতিদিন টেনে টুনে সংসার চালানর ছাপ স্পষ্ট।হয়ত এই হোেটল এ এসে খাচ্ছে আর ভাবছে মেয়েটাকে একদিন এখানে এনে খাওয়াবো।

এরকম হাজার হাজার মানুষ দেখি প্রতিদিন কল্পনায় দেখি,চোখের সাম নে দেখি।ভাললাগেনা দেখতে।কেন মানুষ কে এত কষ্ট করতে হবে,এত হতাশায় থাকতে হবে।খারাপ লাগে খুব।কিছু যদি করতে পারতাম এদের জন্য,,,।আমার ক্ষমতাও নেই এখন,ইচ্ছা থাকলে ও উপায় অ পাইনা।ভাললাগেনা দেখতে এই হতাশায় ভরা মুখ।আমি আমার চারপাশের মানুষদের সুখি দেখতে চাই

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩

নিমকহারাম বলেছেন: "চেহারায় প্রতিদিন টেনে টুনে সংসার চালানর ছাপ স্পষ্ট" অসাধারণ !!

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৮

প্রেমিক চিরন্তন বলেছেন: জিবন মানেই যুদ্ধ
http://bdnewseveryday.com/

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬

সত্যের পথে আরিফ বলেছেন: জীবন মানেই যুদ্ধ, এ যুদ্ধে লড়াইয়ে আমরা সবাই জীবন যোদ্ধা.........।

৪| ০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৯

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++

শুভ চিন্তায় শুভকামনা রইল ।
ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.