নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্বী তরুণী

তন্বী তরুণী

তন্বী তরুণী › বিস্তারিত পোস্টঃ

মানুষ

০৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৯

আজ ক্লাস ছুটির পর আমি আর আমার
৩ফ্রেন্ড রেস্টুরেন্টে গেলাম খেতে।
সেখানে দেখলাম খুব বয়ষ্ক একজন
ওয়েটার।একদম আমার বাবার বয়সি।
দেখে খুব খারাপ লাগলো।
মনে হচ্ছিলো তার বয়সের সাথে এই
প্রফেশনটা যাচ্ছেনা।কিছুক্ষন ভাবলাম।
উনার এই বয়সটা এইসব কাজের জন্যে না।
এই বয়সটা চাকরি থেকে রিটায়ার
করার বয়স।অথচ এই বয়সেও তিনি একজন
ওয়েটার।
উনি যখন খাবারের অর্ডার
নিলো,খাবার দিয়ে গেল্য,খুব
অস্বস্তি বোধ করছিলাম।"কি নিবেন
ম্যাম" কথাটা যখন বলছিলো তখন খুব
বলতে ইচ্ছে করছিলো "প্লিজ.........
...........আমার সাথে এভাবে কথা বলবেন
না................আমি আপনার অনেক ছোট!"।
কিন্তু বলতে পারিনি!....
এরপর ভাবলাম আচ্ছা,একটা ওয়েটারের
বেতন কত?১০হাজার?বেশি
হলে ১৫হাজার।এর উপরে তো অবশ্যই না।
তাহলে উনি এতবছর কি কাজ
করলো যে এখন এই বয়সে উনি এই কাজ
করছেন!
শুধু উনি না,এরকম আশে পাশে অনেক
মানুষকে দেখি,যাদের কাজ
করতে দেখলে খুব খারাপ লাগে।তাদের
সামনে থাকতে অস্বস্তি বোধ করি।
তাদের কাছ থেকে কাজ আদায়
করে নেয়ার সময় নিজেকে খুব ছোট
লাগে!,একজন বয়ষ্ক রিকশাআলার
রিকশায় যখন উঠি তখনো খুব খারাপ
লাগে।একবার ভাবি থাক উঠবোনা।
উনার কষ্ট হবে।আবার
ভাবি আমরা না উঠলে উনি টাকা পাবে কই!
ভাললাগেনা,দেখতে পারিনা এগুলো।
অথচ আমার কিছু করার নেই!শুধুমাত্র
দেখে যাওয়া ছাড়া!!!!!!!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.