![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের জন্য লিখি আমি,নিজের জন্য বাঁচি,নিজের জন্য ভূবন আমার,হৃদয় দুয়ার মাঝি।হতাশার কাছে মাথা নত করে জীবনের শুরুশেষে, হতাশাকে ফেলে বাস্তবতাকে মানিয়া নিয়েছি মনে।আমার পথ চলা অভ্রনীল কোন পথিকের পথে,আমার পথ চলা কোন বিষাদময় গতির পথে,আমার পথ চলা অর্ন্তহীন পথে,পথে পথে ঘুরি শুধু পথের সন্ধানে।বসে আছি শুধু তোমার পথ চেয়ে কবে আসবে তুমি ধরবে এই হাত,কুয়াশাতে ভিজবো দুজন মনেতে রবে না কোন ক্ষাত।নীলখামে মোড়া পত্র তোমায় দিবো প্রতিমাসে,বুঝ বে তখন হৃদয়ে আমার কত ভালবাসা লুকিয়ে আছে।:-D:-D:-Dহয়ত জীবনের অর্থ একদিন বুঝতে পারবো কিন্তু সেদিন জীবনে উপলব্ধি বলতে কিছু থাকবে না।চোখে থাকবে হয়ত মোটা ফ্রেমের চশমা,ঠিকভাবে দাড়িয়ে থাকার জন্য হয়ত হাতে থাকবে লাঠি
একরকম টিশার্ট কিনার মধ্যে দিয়ে উদ্দীপনা শুরু । প্রত্যাশিত ভাবে যাত্রা । সকাল ১১ টায় কল্যাণপুর থেকে গুলিস্তান এর দিকে চলা, তারপর দোয়েল পরিবহনে করে ঐতিহ্যের সোনারগাঁ । গাড়িতে ফান-গান এ অসাধারণ সময়।
অনুপম স্থাপত্য শৈলী, সবুজের সমারোহ এবং দৃষ্টিনন্দন লেক দিয়ে বেষ্টিত সোনারগাঁ জাদুঘর ।
শহরের ধুলি-ধুসরিত কোলাহলপূর্ণ পরিবেশে থেকে দূরে কিছুটাখন কাটিয়ে চরম এক অনুভূতি। জাদুঘরে রয়েছে ১১ টি গ্যালারী।প্রতিটি গ্যালারীতে রয়েছে দুর্লভ ঐতিহ্যর নিদর্শন এবং বাংলার প্রাচীন সুলতানদের ব্যবহৃত অস্ত্র, পোশাক, বর্ম, মুদ্রা ইত্যাদি।
এছাড়া জাদুঘর চত্বরেই আছে দুজন অশ্বারোহীর ভাস্কর্য, দৃষ্টিনন্দন লেক, গরুর গাড়ির সংগ্রাম ভাস্কর্য এবং বিভিন্ন রকমের হস্তশিল্প।
এখানেই শেষ না, জাদুঘর থেকে বের হয়ে কিছুদূর এগিয়ে পেয়ে গেলাম চোখ জুড়ানো পানাম নগরী, যা দেখে সত্যি চোখ জুড়িয়ে যায়।
এখানে আঠার ও উনিশ শতকে বস্ত্র ব্যাবসায়ীরা বিলাসবহুল বাসস্থান গড়ে তোলে। দুতলা উঁচু সারি সারি কোঠা দিয়ে গঠিত পানাম নগরী ছিল রাজধানী সোনারগাঁয়ের প্রাণকেন্দ্র। এর বেশীরভাগই ধ্বংস হয়ে গেলেও এখনও পানামে আছে অনেক প্রাচীন ইমারতরাজি।
বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি।
অসাধারণ এক কথায় অসাধারণ ।
০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৪:০৯
রাইয়ান৪৯ বলেছেন: বাংলার প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতি আসলেই ভোলার মত নয় ।
২| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৩:৫০
যেযং‡ঙ ের্অ রনচদ বলেছেন: সোনারগা ও মুড়াপাড়ায় নাকি মোগড়া পাড়ায় ৬০০ বছরের পুরানো বেশ কিছু স্থাপনা আছে। সেই তুলনায পানাম নগর খুব বেশি পুরোনো নয়। বড় জোর ১২৫-৮০ বছরের। এক অগন্তুক যখন পানাম নগর দেখে তৃপ্ত তার কাছে জানতে চাইলাম - এটা কত পুরোনো? তিনি বললেন ১০০০ বছরের ও বেশি পুরোনো। এই আমাদের প্রত্ন - সচেতনতা। হাসবেন না কাদবেন?
০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৪:০৮
রাইয়ান৪৯ বলেছেন: প্রত্ন - সচেতনতার অভাবে দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের বাংলার প্রাচীন ঐতিহ্য ।
৩| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:১২
সুমন কর বলেছেন: সুন্দর জায়গা।
০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৪
রাইয়ান৪৯ বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৫ রাত ২:৪৪
মুচি বলেছেন: পানাম নগর.... ভুলতে পারবো না। অস্থির এক দর্শনীয় স্থান।