নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইতো আমি..........

রাজনীতির ভাষা

ভালোবাসি রাজনীতির ভাষা আর নিজেকে।

রাজনীতির ভাষা › বিস্তারিত পোস্টঃ

যে জিনিসগুলা বউয়ের জন্য সংরক্ষিত তা পাবলিকের সাথে শেয়ার করি কেমনে?

২০ শে জুন, ২০১৩ রাত ১০:০৯

বলতাছিলাম লোকাল বাসগুলির কথা। একজনের শরীরের সাথে আরেকজনের শরীর এমনভাবে লেগে যায় যে একটা বিশ্রি অবস্থা সৃষ্টি হয়। শরীরের প্রাইভেট অংশগুলো যদি এভাবে পাবলিকের সাথে শেয়ার করা লাগে তবে অবস্থাটা কি দাঁড়ায় বলেন তো। এর মাঝে আবার কন্ডাক্টর ভাড়া নিতে আসে বোঝেন অবস্থাটা। মালঞ্চ একটা জঘন্য বাস সার্ভিস। এই বাসের কথাই বলছি। অন্যান্যগুলাও কমবেশি এরকমই। মেয়েরাও দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসে যায়। ছিঃ ছিঃ। জঘন্য দেশে বাস করি। পাবলিক ট্রান্সপোর্ট বলতে কোন কিছুর অস্তিত্ব নাই। ঢাকার সব বাস যদি সিটিং হয় তাইলে খুব ভালো হয়। অন্তত মানুষের প্রাইভেসি বলে একটা কিছু থাকবে।



সিট না থাকলে আমি বাসে চড়িনা। সেদিন বাসে উঠেও সিট না পেয়ে নেমে গেছি। পরের বাসে এসেছি। প্রয়োজনে দেরীতে অফিসে পৌছাব। রেড মার্ক পাব। বাস না পেলে হেঁটে অফিসে যাব। কিন্তু পাবলিক এর সাথে প্রাইভেট অংশগুলো শেয়ার কিছুতেই করতে পারব না। না কিছুতেই করতে পারবনা।



অবশ্য যাদের অফিস থেকে ট্রান্সপোর্ট সুবিধা দেয়া হয়, (সরকারি স্টাফ বাস বাদে, অবশ্য দুয়েকটা ভালো বাস আছে) এবং যাদের বাসা অফিসের কাছেই, তাদেরকে লাকি বলতেই হবে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:২০

লজিক মানুষ বলেছেন: একটা সাইকেল কিনে নেন। ক্যান এত কষ্ট করবেন?

২০ শে জুন, ২০১৩ রাত ১০:২৯

রাজনীতির ভাষা বলেছেন: ধুরো, জবাব দিতে গিয়ে কমেন্ট কইরা ফালাইছি। যাইহোক ধন্যবাদ।

আসলে নিজের চিন্তাটা অন্যরা কিভাবে দেখে তাই যাচাই করতে চাচ্ছিলাম। সবাই কি সাইকেল কেই বিকল্প হিসাবে দেখবে, না অন্যকোন ব্যবস্থা নেয়া যাবে।

২| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:২৭

রাজনীতির ভাষা বলেছেন: চিন্তাটা মাথায় আছে। তবে আপনার অসাধারণ আইডিয়ার জন্য ধন্যবাদ।

৩| ২০ শে জুন, ২০১৩ রাত ১১:৩০

আরজু পনি বলেছেন:

ব্যাপক চিন্তার ইমোটা কৈ জানি! #:-S

২১ শে জুন, ২০১৩ সকাল ৯:১৬

রাজনীতির ভাষা বলেছেন: ভাই, আপনেই আমার দুঃখটা বুঝলেন।

৪| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:৩৬

দুরন্ত-পথিক বলেছেন: সিটিং বাস গুলির কাজ ই এইগুলি,বলে সিটিং কিন্তু কাজ লোকালের থেকে আরও বেশি।

২১ শে জুন, ২০১৩ সকাল ৯:১৭

রাজনীতির ভাষা বলেছেন: ঠিক বলেছেন। তবে সিটিংবাস বলতে আমি সত্যিকার অর্থেই সিটিং বাস বুঝিয়েছি। প্রচলিত অর্থে নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.