নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বলুন তো, কি সেই জিনিস যেটা আপনি কাউকে দিলেও রাখতে আপনাকেই হবে?

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৬

১। কোনো মেয়েকেই কখনও বলতে শুনি নাই- আমি বিয়ের পর হানিমুনে নয়, হজ্জে যেতে চাই।

২। "দেশের লোককে শিশুকাল হইতে মানুষ করিবার সদুপায় যদি নিজে উদ্ভাবন এবং তাহার উদ্যোগ যদি নিজে না করি- তবে আমরা সর্ব-প্রকারে বিনাশপ্রাপ্ত হইব, অন্নে মরিব, স্বাস্থ্যে মরিব, বুদ্ধিতে মরিব, চরিত্রে মরিব-ইহা নিশ্চয়।" - রবীন্দ্রনাথ ঠাকুর

৩। ভাই আমার নেশাই যদি করবি তবে জ্ঞানের নেশা কর। মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল ছেড়ে- বইয়ের পাতা ধর।

৪। একজন মুসলিম হওয়ার চেয়ে মানুষ হওয়াটা বেশি জরুরী।

৫। নিজেকে বদলে ফেলুন, বাংলাদেশ এমনিতেই বদলে যাবে!!

৬। মার্ক টোয়েন অলওয়েজ বস। আমার সবচেয়ে প্রিয় কিশোর-এডভেঞ্চার লেখক।

৭। বই মানে তো শুধু বই নয়। বই মানে স্মৃতি। বই মানে অনুষঙ্গ। বই এক স্থায়ী ভালবাসা। বইয়ের মৃত্যু হবে না। কম্প্যুটার, ফেসবুক-টুইট-স্যোশাল মিডিয়া যতই হোক, বই থাকবে। বই তো শুধু আমরা পড়ি না। গন্ধ শুঁকি। উপহার দিই। বইয়ে নিজের নাম লিখি। নড়াচড়া করি। সাজিয়ে রাখি।

৮। বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ই প্রথম নারীর মূল্য দিয়েছেন। নারীও যে মানুষ এবং রক্তমাংসের তিনিই চরিত্রের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করেছেন। তাঁর তৈরী নারী চরিত্র হয়তো যুদ্ধ করেনি, হয়তো রাজনীতি করেনি কিন্তু সংসার জীবনের পরাকাষ্ঠায় তিনি নারীর ভেতরের ও বাইরের রূপ এবং রূপান্তর দারুণ মমতায়,মানবিক বোধে লালন করেছেন। একই সঙ্গে, মানুষ বা নারী কতো ভিন্ন ভিন্ন হতে পারে, তারই উপমেয় বর্ণনা লিখেছেন তিনি শ্রীকান্ত দ্বিতীয় খণ্ডের শুরুতে রাজলক্ষ্মীকে বিশ্লেষণ করতে গিয়ে।
তিনি লিখেছেন: ‘পিয়ারী ঘাড় নাড়িয়া বলিল, সে আমি জানি। কিন্তু নেবে আমাকে সঙ্গে? বলিয়াই আমার পায়ের উপর ধীরে ধীরে আবার হাতখানা রাখিল। একদিন এই পিয়ারীই আমাকে যখন তাহার বাড়ি হইতে এক রকম জোর করিয়াই বিদায় করিয়াছিল, সেদিন তাহার অসাধারণ ধৈর্য ও মনের জোর দেখিয়া অবাক হইয়া গিয়াছিলাম। আজ তাহারই আবার এতবড় দুর্বলতা, এই করুণ কণ্ঠের মিনতি, সমস্ত এক সঙ্গে মনে করিয়া আমার বুক ফুটিতে লাগিল, কিন্তু কিছুতেই স্বীকার করিতে পারিলাম না।
বলিলাম, তোমাকে সঙ্গে নিতে পারিনে বটে কিন্তু যখনি ডাকবে, তখনি ফিরে আসব। যেখানেই থাকি, চিরদিন আমি তোমরই থাকবো রাজলক্ষ্মী।’

৯। অনেককেই দেখি অনেকের কবিতা নিয়ে হাসাহাসি করেন, নানান রকম কটু মন্তব্য করেন। কিন্তু আমার কাছে প্রতিটি কবিতাই কবিতা বলে মনে হয়, আর কবিতা লেখার চেষ্টা যে করে তাদের প্রত্যেককেই কবি বলে মনে হয়।
আসলে প্রতিটি কবিতাই আসে বুকের গভীর আবেগ থেকে- যেমন, প্রসব বেদনা প্রতিটি নারীর'ই সমান হয়, হয়তো কারো সন্তান অতি সুশ্রী হয় আবার কারোটা হয়তো অতোটা হয় না, তাই বলে কি ওটা সন্তান নয়?

"আমি বললাম ফুল
তুমি বললে, কিন্তু কাগজের
আমি বললাম,তবুও তো ফুল,
লোকটা তো কাগজ দিয়ে বন্ধুক ও বানাতে পারতো।"

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৯

সচেতনহ্যাপী বলেছেন: লোকটা তো কাগজ দিয়ে বন্ধুক ও বানাতে পারতো। আমরাও তাই করি।।

০৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৭

রাজীব নুর বলেছেন: কিন্তু তা করা বন্ধ করতে হবে।

২| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২১

সুমন কর বলেছেন: ভালো বলেছেন। সহমত।
+।

০৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৭

রাজীব নুর বলেছেন: ধনবাদ। অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৪

কিরমানী লিটন বলেছেন: B:-) :-B B:-/ B-) !:#P =p~ =p~ =p~

০৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৮

রাজীব নুর বলেছেন: !

৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫৩

রক্তিম দিগন্ত বলেছেন: কয়েকটা সত্য কথা, কয়েকটা খুবই ভাল কিছু ফ্যাক্ট, আর শেষে নিজের প্রখর চিন্তাশক্তিতে ভালো কিছুতে রূপান্তর করার একটি সুন্দর পঙ্কতি মালা।

আমি বললাম ফুল
তুমি বললে, কিন্তু কাগজের
আমি বললাম,তবুও তো ফুল,
লোকটা তো কাগজ দিয়ে বন্ধুক ও বানাতে পারতো।


ভাল লাগলো বেশ।

০৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: "আমি বললাম ফুল
তুমি বললে, কিন্তু কাগজের
আমি বললাম,তবুও তো ফুল,
লোকটা তো কাগজ দিয়ে বন্ধুক ও বানাতে পারতো।"
ফ্যানটাস্টিক...............গভীর

০৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৮

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৬| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৫

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: কি জন্য হানিমুন বাদ দিয়ে হজ্বে যেতে হবে? দুইটা একেবারেই আলাদা বিষয়।

০৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: ধনবাদ। অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৭| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: "আমি বললাম ফুল
তুমি বললে, কিন্তু কাগজের
আমি বললাম,তবুও তো ফুল,
লোকটা তো কাগজ দিয়ে বন্ধুক ও বানাতে পারতো।"


অনেক সুন্দর।


রাস্তার পাশে বাসে যে লোকটা ছোট্ট একটা দোকান চালাচ্ছে সে দোকান না চালিয়ে হাতে পিস্তল নিয়ে মাস্তানীও তো করতে পারত।


০৮ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: া হা হা হা----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.