নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
নোবেলজয়ী হেমিংওয়ে ১৯৩৫ সালে এসকুয়ার ম্যাগাজিনে তার কিছু প্রিয় বইয়ের নাম প্রকাশ করেন। এর মধ্যে অতিপরিচিত ‘আন্না ক্যারেনিনা’, ‘ওয়ার এণ্ড পিস’ ও ‘হাকলবেরি ফিন’-এর মতো বই যেমন রয়েছে তেমনি রয়েছে এমন কিছু বই যা আধুনিক পাঠকদের একদম অজানা।
১। আন্না কারেনিনা – লিও তলস্তয়
২। ফার আওয়ে অ্যান্ড লং এগো – ডব্লিউ এইচ হাডসন
৩। বাডেনব্রুকস – টমাস মান
৪। ওয়েদারিং হাইটস – এমিলি ব্রন্ট
৫। মাদাম বোভারি – গুস্তাভ ফ্লোবেয়ার
৬। ওয়ার অ্যান্ড পিস- লিও তলস্তয়
৭। আ স্পোর্টস ম্যান স্কেচস – আইভান তুগার্নেভ
৮। দি ব্রাদার্স কারামজভ – ফিওদর দস্তয়ভস্কি
৯। হাইল অ্যান্ড ফেয়ারওয়েল – জর্জ মুর
১০। হাকলবেরি ফিন – মার্ক টোয়েন
১১। উইনসবুর্গ ওহাইও – শেরউড এন্ডারসন
১২। লা রেইনে মার্গট – আলেকজান্দার দ্যুমা
১৩। লা মেইসন টলিয়ার – গাই দে মোপাসাঁ
১৪। লে রুজ এট নে নায়ার – স্তাদাঁল
১৫। লা চার্টেরুজে দে পার্মে- স্তাদাঁল
১৬। ডাবলিনার্স – জেমস জয়েস
১৭। অটোবায়োগ্রাফিস – ডব্লিউ বি ইয়েস
২| ২৬ শে জুলাই, ২০১৬ ভোর ৬:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অরুনি মায়া অনু বলেছেন: ধন্যবাদ আপনাকে এতগুলো বইয়ের সন্ধান দেবার জন্য
আমারো একি কথা
৩| ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫১
ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ অনেকগুলো বই প্রায় অজানা ছিল। ভাল পোস্ট।
৪| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:০২
মোঃ জা্বেদ বলেছেন: আপনার ফেসবুকের লিন্ক টা একটু যদি দিতেন ।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ১:৪৪
অরুনি মায়া অনু বলেছেন: ধন্যবাদ আপনাকে এতগুলো বইয়ের সন্ধান দেবার জন্য