নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন প্রথম জীবনে ছিলেন কাঠুরিয়া।
এ দেশেরই আরেক প্রেসিডেন্ট রুজভেল্ট ছিলেন পঙ্গু। দেশের অর্থনীতি যখন বিধ্বস্ত, সে অবস্থায় তিনি হাল ধরেন।
২। চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং ছিলেন গরিব মুদি দোকানির ছেলে। সীমাহীন দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন এই বিপ্লবী নেতা।
৩। কৃষ্ণ-আফ্রিকার মুক্তি আন্দোলনের এক মহান নাম শ্যাম নাজোমা। স্বাধীন নামিবিয়ার রাষ্ট্রপিতা ও প্রেসিডেন্ট নাজোমা এক সময় ছিলেন সামান্য নাপিত।
৪। ফুটবলের কিংবদন্তি পেলে, ম্যারাডোনা, রোনাল্ডো এ তিনজনই বস্তির ছেলে।
৫। শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সুপারস্টার জয়সুরিয়ার বাবা ছিলেন একজন জেলে।
৬। বিশ্বসাহিত্যের কৃতী পুরুষ ম্যাক্সিম গোর্কি কামারশালা, এমনকি জুতার দোকানেও কাজ করেছেন।
৭। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। আপনি কি জানেন তিনি একসময় রাখাল ছিলেন। খেয়ে না খেয়ে তার জীবন কাটতো। অন্যের দয়ায় পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে তাকে। সেই রাখাল বালক এখন দেশ সেরা অর্থনীতিবিদ।
৮। তার অল্প শিক্ষিত পিতা ছিলেন নৌকার মালিক।বাবার স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে কালেক্টর হবে, আর ছেলের স্বপ্ন ছিল পাইলট হওয়ার।কিন্তু শেষ পর্যন্ত সেই ছেলেটিই হয়েছিল মুসলিম হিসেবে ছিলেন তৃতীয় এবং বিজ্ঞানী হিসেবে ভারতের প্রথম প্রেসিডেন্ট। তিনিই হলেন এ. পি. জে. আবদুল কালাম।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৩
রাজীব নুর বলেছেন: হুম।
আপনাকে ধন্যবাদ।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৮
তামান্না তাবাসসুম বলেছেন: মোটিভেশনাল পোস্টের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
"৭। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। আপনি কি জানেন তিনি একসময় রাখাল ছিলেন। খেয়ে না খেয়ে তার জীবন কাটতো। অন্যের দয়ায় পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে তাকে। সেই রাখাল বালক এখন দেশ সেরা অর্থনীতিবিদ। "
-এটা ভুল তথ্য, উনার পরিবার দরিদ্র কৃষক পরিবার ছিলেন, ও খুবই ছোট একটা দোকানও ছিল উনার বাবা ও ভাই চালাতেন; এই রকম লাখ লাখ পরিবারের ছেলে ভারত, বাংলদেশে কস্টে পড়েছেন।
উনি ভালো অর্থনীতিবিদ ছিলেন না, থাকলে উনার সময় এত বেশী রিজার্থ গড়ে তোলার কথা নয়, উনি সেটি উনার মতো গরীব পরিবারের ছেলেমেয়দের পড়ার জন্য খরচ করার কথা বলতেন।