নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

পুরুষ মানুষকে ঠকাতে অধিক বুদ্ধির দরকার হয় না

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৯



১। মসজিদ নির্মাণের জন্য অর্থ সাহায্য চাইলো মসজিদের ঈমাম। সবার আগে এগিয়ে এলেন এক যৌনকর্মী, বললেনঃ এই নিন দশ হাজার টাকা।
যদিও টাকা আমাদের খুবই প্রয়োজন, - বললো ঈমাম, - তবে নোংরা পথে অর্জিত এই টাকা আমি গ্রহণ করতে পারছি না।
উপস্থিত কয়েকজন মুসল্লি সেই সময় চিৎকার করে বললোঃ নিয়ে নিন, হুজুর ওগুলো আমাদেরই টাকা।


২। বুদ্ধি হওয়ার আগে বহু লোক বিয়ে করে ফেলে !!! লোকে ভুলে যায়, দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই । পরস্পর পরস্পরের জুলুম ঘাড় পেতে বহন করবে, এই জন্যেই তো বিবাহ ।


৩। কাঠবিড়ালির চারা লাফায় উঠানে
জানো তার মানে ?
কিছুই জানো না, শুধু কষ্ট পেতে জানো !

৪। কলায় প্রাকৃতিক এন্টাসিড থাকে। বুক জ্বললে একটা কলা খান।

৫। মুসলিম বিদ্বেষ, ঘৃণা এবং আক্রমণেই বঙ্কিমের লেখার মূল চারিত্র্য। অপরদিকে মীর মশাররফ হোসেন-তাঁর সাহিত্যের বিষয়বস্তু মুসলিম ঐতিহ্য থেকে গ্রহণ করলেও তাঁর ভাষা এবং তাঁর প্রকাশে অন্য ধর্ম কিংবা অন্য জাতির প্রতি ঘৃণা ও বিদ্বেষের চিহ্নমাত্র নেই।

৬। গ্রামের মেয়েদের নিজের হাতে সেলাই করা নকশীকাঁথা দেখেছেন ? একটা কাঁথার মধ্যেই মেয়েরা তাদের সারা জীবন তুলে ধরে। কাঁথার মধ্যে ভেসে উঠে- সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, ভালোবাসা-উসাসীনতা, চাওয়া-পাওয়া। সেই হিসেবে প্রতিটা নকশীকাঁথা যেন এক একটা উপন্যাস।

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬

গেম চেঞ্জার বলেছেন: চলার পথের কথোকথন!! ভালই!!

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৭

ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন। বঙ্কিম বাবুর সাথে মীর মোশাররফের তূলনা চলেনা মনে হয়। বঙ্কিম বাবু অনেক বড় মাপের লেখক। সাম্প্রদায়িকতা এখন আর ধরে লাভ নেই। ধন্যবাদ।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৭

রায়হানুল এফ রাজ বলেছেন: ভালই লিখেছেন।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১০

আজিব দুনিয়ার মানুষ। বলেছেন: "কয়েকজন মুসল্লি সেই সময় চিৎকার করে বললোঃ নিয়ে নিন, হুজুর ওগুলো আমাদেরই টাকা।"

হাসবো না ছিঃ ছিঃ করবো বুঝতে পারছি না।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২

অণুষ বলেছেন: শিরোনাম কি আর ভিতরে কি! দুষ্ট লেখক। :P
.
তবে লেখাগুলো অনেক কাজের।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫১

জনৈক অচম ভুত বলেছেন: বেশ! :)

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪

রক্তিম দিগন্ত বলেছেন: ভালই লাগলো।


শিরোনামের সাথে মিল পেলাম না লেখার।

তবে, আসলেই, প্রতিটা নকশীকাঁথাই একেকটা উপন্যাসের মত।

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খিচুড়ি হয়ে গেল না?

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই রাজীব নূর।

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৮

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন।

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৯

প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল। ধন্যবাদ

১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ইন্টেলিজেন্ট শিরোনাম। খিচুড়ি পোস্ট।

ভালোই লেগেছে।

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৮

সম্রাট৯০ বলেছেন: উপস্থিত কয়েকজন মুসল্লি সেই সময় চিৎকার করে বললোঃ নিয়ে নিন, হুজুর ওগুলো আমাদেরই টাকা।

হাহাহা নুর ভাই এখনো আপনার প্রোফাইলে পিক এর মতই আছেন, ভাবেন এক আর লেখায় উঠে আসে আরেক, যদিও জীবনের সাথেই জড়িত ঝল্পনা গুলো।

কেমন আছেন নুর ভাই,?

শিরোনাম নিয়ে বলি- পুরুষ মানুষ গুলোর সবচেয়ে বড় আনন্দ এটাই যে তারা বুদ্ধিমান নয়। বুদ্ধিমানের থেকে সরলতা আর বেশি নিঃষ্পাপ ,অসহায় হলেই সুন্দর,অনেকটা মরহুম পদবির মত ।

সুন্দরে থাকুন

১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শিরোনাম যাই হোক উথাল-পাথাল কথাবার্তা কিন্তু ভাল্লাগছে!

১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭

ইফতি সৌরভ বলেছেন: আসলেই ঠকানো সহজ! শিরোনাম দেখে যা ভেবেছিলাম তা থাক; তবে ভালো লেগ

১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২

হামিদ আহসান বলেছেন: পড়লাম৷ ভাল লেগেছে পোস্টটি

১৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কথাগুলো সত্যকে তুলে ধরেছে

১৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৪

শূণ্য পুরাণ বলেছেন: অাপনিও ঠকালেন অামায়

১৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৩

ই মা ম বলেছেন: ভালো লাগলো..।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.