নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজ সামু পড়ে যা যা জানলাম

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৬



১।
ইদানিং লোকজন খুব বেশি কবিতা লিখছে। আর আমি খুব বেশি বিরক্ত হচ্ছি। সেই সব কবিতা অতি অখাদ্য।

বড় বড় কবিতা। কবিতা'য় গভীরতা তৈরি করতে গিয়ে কঠিন সব শব্দ ব্যবহার করছে। যার যা মন চায়- তাই'ই লিখছে। কবিতা ছাড়া কি লেখার আর কিছু নেই? লেখার বিষয়ের তো অভাব নেই। কি বালছাল লিখে মেজাজ খারাপ হয়ে যায়।

সস্তা কবিদের কলম গুলো ভেঙ্গে যাক। আমি আপনাদের কবিতা পড়ি না।

আমি একজন শিক্ষক এর সাথে এই সব সস্তা কবিদের নিয়ে- আলোচনা করলাম।
শিক্ষক বললেন, তারা কবিতা লিখছেন- ভালো কথা। তারা তো কারো কোনো ক্ষতি করছে না। সস্তা কবিতা লিখতে লিখতে একদিন তারা মহান সব কবিতা লিখে ফেলবেন। তারা তো জঙ্গী হচ্ছে না, মাদক বিক্রি করছে না। তাদের সুখ দুঃখ, আনন্দ বেদনা-সব কবিতায় ঢেলে দিচ্ছে। তাদেরকে সম্মান করা উচিত। ভালোবাসা উচিত।

স্যারের কথা আমার মনে ধরেছে।

২।
বাংলাদেশে কম করে হলেও পাঁচ লাখ বিহারি আছে। এদের মধ্যে দেড় লাখ আবার ভোটার। তারা সব ধরনের ব্যবসা-বাণিজ্য ও নাগরিক সুবিধা ভোগ করছে। সব রকম নাগরিক সুবিধা নিলেও এর বিপরীতে সেবামূল্য পরিশোধ করছে না।

১৯৪৭ সালে ভারত-পাকিস্তান আলাদা হয়ে যায়। ওই সময় পাকিস্তান সরকার কৌশলে তাদের তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশে থাকার ব্যবস্থা করে।
১৯৫২ এবং ১৯৭১ এ এই সব বিহারি'রা পাকিস্তানের পক্ষ নেয়। এখনও পাকিস্তানের জন্য ওদের অনেক ভালোবাসা আছে। ওদেরকে পাকিস্তানে পাঠানো উচিত। ওদের ভিতর বাংলাদেশ নিয়ে কোন মায়া নাই। প্রতিটা বিহারি ক্যাম্পে দেদারছে মাদক বিক্রি হয়।

৩।
দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। কিন্তু বাংলাদেশে স্কুল কলেজ গুলোতে অনেক খরচ।

জাতীর স্বার্থে শিক্ষার দিকে যথাযথ গুরুত্ব দিতে হবে। নয়তো দেশ ও জাতি পিছিয়ে যাবে।

দেশের প্রবৃদ্ধি হার যত'ই বাড়ুক। সহজ সরল সত্য হলো- আমাদের দেশের বেশির ভাগ পরিবার'ই দরিদ্র।

শিক্ষাখাতে বরাদ্দ খুব'ই কম থাকে। জাতির সম্পদ আছে, সবাইকে ফ্রি পড়তে দেয়া হোক, আমি মনে করি, সবকিছুর আগে, নাগরিকের শিক্ষার অধিকার।

৪।

অনেক বইয়ের দোকান এখন হয়েছে কাপড়ের দোকান। এটা খুব দুঃখজনক।
যে কোন বিচারেই শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধ করা ঠিক হয়নি। এটা কোন মতেই সমর্থণযোগ্য না।

তারা তো বই'ই বিক্রি করে, অস্ত্র নয়। ভালো বই হলে পড়ুয়া'রা গ্রহন করবে, মন্দ বই হলে বর্জন করবে। সত্যিকারের বই পড়ুয়ারা কেন কঠিন জিনিশ।

আসলে, বাংলা একাডেমি'র সকল ক্ষমতা থাকা উচিত লেখক প্রকাশকদের হাতে। তারাই এর ভাগিদার। বাংলা একাডেমি'র লোকজনের চেয়ে আমাদের দেশের লেখক আর প্রকাশক'রা বাংলা সাহিত্যকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে।

৫।
যার নাম শুনলে শ্রদ্ধায় মাথা নত করি। গর্বে আবার মাথা উচু করে দাঁড়াই। যার হাত ধরে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল তিনি সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি হাজার বছররের শ্রেষ্ট বাঙ্গালিদের অন্যতম একজন।
অন্তর দিয়ে বুঝতে পারি। অনুভব করতে পারি।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৬

প্রবাসী দেশী বলেছেন: পোস্ট আর সাথে সামঞ্জস্য রেখে ছবি নির্বাচনে আপনার জুড়ি নেই !
সুখে তো আছেনই দেখে বোঝা যাচ্ছে , সুস্থ থাকুন।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৮

অগ্নি সারথি বলেছেন: কি সব বালছাল পোস্ট আসে ইদানিং! মাঝে মাঝে মেজাজ খারাপ হয়ে যায় লেখার বাহার দেখলে, যদিও আমি নিজে বালছাল লেখকদের দলে!

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: সাহসী মন্তব্য। স্যালুট।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: হয়তো ভালো লেগেছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :> ভালো কালেকশন।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৪

সাহসী সন্তান বলেছেন: মেজরিটি পার্সেন্ট পোস্টেই যে আপনি আপনার ফ্যামিলি এ্যালবামের ছবি ঝুলাইয়া ক্রমশ্য ব্লগারদের বিরক্তির কারণ হয়ে উঠছেন সেইটা কি খেয়াল করছেন? নিজের বিরোক্তি দেখার আগে প্রথমে আমাদের কি এটা দেখা উচিৎ নয় যে, আমি কাউকে বিরক্ত করছি কিনা?

পোস্টে এ্যাভোয়েড করেন, দয়া করে এই ধরনের কোন বানী কপচাইবেন না! কারণ তখন কিন্তু ব্যাপারটা ভিন্নও হইতে পারে! ব্লগে পোস্ট করবেন, আর ব্লগাররা সেইটা দেখবে না এসব কথা শুনলে মাথা কিন্তু গরম হইয়া ওঠে!

আপনার শুভ বুদ্ধির উদয় হোক, আপাতত সেই কামনা রইলো!

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: বস, দয়া করে আমার এই দোষ্টা ক্ষমা করে দেন।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৪

আহা রুবন বলেছেন: কোনও বই কারও পছন্দ না হলে সেটি কখনও কেউ কেনে না বা কাউকে জোরও করা হয় না বইটি কিনতে। আমি জানতেই পারলাম না কেমন বই অথচ নিষিদ্ধ! খারাপ বই হলে কঠোর সমালোচনা করতে চাই, লেখককে মনে মনে হলেও গালি দিতে চাই। তার জন্য তো বইটা পড়তে হবে।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২২

রাজীব নুর বলেছেন: আমি আপনার সাথে একমত।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৫

কলাবাগান১ বলেছেন: "বস, দয়া করে আমার এই দোষ্টা ক্ষমা করে দেন।" কমেন্ট অফ এ WPFA (Wife Photo Fetixx Addict)

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: সবাই যদি ভালো মানের কবিই হতো তবে তো দুনিয়্তে কবি সাহিত্যিকে ভরে যেতো।

ভালো মন্দো নিয়েই দুনিয়া।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: আপনার কথায় যুক্তি আছে।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৭

খোলা মনের কথা বলেছেন: আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা। .... আমার নাম রাজীব নূর খান।

আপনার পোষ্ট আর সাথে ছবি গুলো দেখলে বুঝা যায় কতটা সাধারন আপনি। চালিয়ে যান.....

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৮

রাজীব নুর বলেছেন: হুম।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১২

আখেনাটেন বলেছেন: লেখাগুলো পড়ে যতটা ভালো লাগল, ঠিক ততটাই বিরক্ত হলাম, থাক আর নাই বলি...

আচ্ছা একটা প্রশ্নের উত্তর দেন: আপনাকে কেউ দাওয়াত দিয়ে পোলাও বিরিয়ানি খাওয়াবে বলে নিয়ে গিয়ে বিরিয়ানির সাথে পঁচা ডিম ভাজিও খাওয়াতে বাধ্য করল, তখন আপনার কেমন লাগবে?

অামাদের সকলের শুভবুদ্ধির উদয় হোক।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৯

রাজীব নুর বলেছেন: খুব বিরক্ত লাগবে।কিন্তু তাকে আমি ক্ষমা করে দিব।

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমরা যখন ব্লগটিকে ব্লাকবোর্ড মনে করে তখন মনের ইচ্ছায় যে যার মতো আকিঁ জুকিঁ করি তাই আর কি। তবে বিনম্র লেখক যে সবাই হবেন তা ঠিক নয়, আবার কয়জনই তেমন মেধাবী হয় যে মেধা দিয়ে কিনে নিবে সমস্ত সত্যার ভাল লাগার অনুভুতি।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৫

বউপাগলা বলেছেন: লেখক ভাইজান, আপ্নে আরেকটা কাজ করতে পারেন । আপনি যেখানে যেখানে কমেন্ট করেন, সেই কমেন্টে ভাবীসহ আপনার একখান ছবি দিতাম পারেন । ব্যস, ফ্রিতে আরো বেশি প্রচার হয়ে গেল ।

৩০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫

রাজীব নুর বলেছেন: আমার ছবির সাইজ সব বড় বড়। রেজিলেশন বেশি। সব ছবি পোষ্ট করা যায় না। আর ফোটোশপে কাজ করে ছবি পোষ্ট করা অনেক সময়ের ব্যাপার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.