নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলতে পারি রবীন্দ্রনাথকে বহির্বিশ্বের মানুষ যতটা না চিনে তার চেয়েও তসলিমা নাসরিনকে বর্তমান বিশ্ব অনেক বেশি চিনে। এখানেই তসলিমার সার্থকতা।
২। যে শিক্ষায় আল্লাহকে পাওয়া যায় সেই শিক্ষাই আসল শিক্ষা । স্কুল- কলেজের শিক্ষা ইহকালের জন্য । মাদ্রাসার শিক্ষা ইহকাল-পরকাল দুই জাহানের জন্য ।
৩। আমরা দুজন একটি গাঁয়ে থাকি,
সেই আমাদের একটিমাত্র সুখ।
আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা,
আমাদের এই নদীর নামটি অঞ্জনা,
----------রবীন্দ্রনাথ ঠাকুর
৪। দার্শনিক রুশো বলেছিলেন-- সখি, আমাকে বুঝতে হলে ''রুশোর অভিধান'' বলে একটা জিনিস আছে, আগে সেটা বুঝতে হবে।
৫। পুল পার হইয়া কিছুদূর অবধি রাস্তার দু’পাশে শুধু চষা ক্ষেত। তারপর গ্রাম আরম্ভ হইয়াছে। এদিকে বসতি কম। রাস্তার দক্ষিণে ঝোপঝাড়ের বেষ্টনীর মধ্যে পৃথক কয়েকটা ভাঙাচোরা ঘর, বৃষ্টিতে ঘরে-বাইরে ভিজিয়াছে। ওখানে সাত ঘর বাগ্দী বাস করে।...একটু পার হইয়া গেলে বসতি ঘন হইয়া আসে। বাড়িঘরের উন্নত অবস্থা চোখে পড়ে। পথের দুইদিকেই দুটি-একটি শাখাপথ পাড়ার দিকে বাহির হইয়া যাইতে আরম্ভ করিয়াছে দেখা যায়। মাঝে মাঝে কলাবাগান, সুপারিবাগান ও ছোট ছোট বাঁশঝাড় ডাইনে-বাঁয়ে আবির্ভূত হয়। আমবাগানকে অন্ধকারে মনে হয় অরণ্য।
বলুন তো কোন উপন্যাসের কথা বলছি?
৬। যদি আপনি জীবনে বার বার আঘাত পেতে থাকেন তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। কষ্ট পাবেন না। শুধু মনে রাখবেন, ‘যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি, সেই গাছটিতেই সবচেয়ে বেশিবার পাথর ছুড়ে মারা হয়।
১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৬
রাজীব নুর বলেছেন: না, কোনো খরচ লাগেনি।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৫
মোস্তফা সোহেল বলেছেন: যে শিক্ষায় আল্লাহকে পাওয়া যায় সেই শিক্ষাই আসল শিক্ষ, এই কথাটি আমাদের দেশের শিক্ষিত লোকেরা মনে হয় কম বোঝে।
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৫
কলাবাগান১ বলেছেন: আজ যে মাধ্যম ব্যবহার করে এই অসিয়ত আপনি পুরা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন (কম্পিউটার/ইন্টারনেটের মাধ্যমে), সেটা আপনার মত লোকেরা মাদ্রাসায় ৪০ বছর ধরে পড়ে ও কোনদিন আবিস্কার করতে পারতেন না......
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এখানে অনেকগুলো কাজ এক সাথে করা হয়েছে!
১। বইয়ের প্রচার।
২। ব্যাক্তিত্বের পরিমান (রবীন্দ্রনাথ বনাম তসলিমা)
৩। দার্শনিক রুশোর কথার পরিমাপ।
৪। ধাঁধা বা কুইজ
৫। ছঁ্যাকা খাওয়ার পর করণীয়।
সর্বশেষ নিজের স্টাইল ধরে রেছেছেন।
এতগুলো বিষয় এক সাথে অল্প কথায় উপস্থাপন করতে আমি অন্য কারো ব্লগ দেখিনি। সেই হিসেবে রাজীব নূর এর এটাই সার্থকতা।
যে যা বলুক, আই লাইক ইট।
১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৭
রাজীব নুর বলেছেন: দামী মন্তব্য করেছেন। ধন্যবাদ।
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৬
ফ্রিটক বলেছেন: ৫। কলিমদ্দিঙ দফাদার চরিত্রের মুক্তিযু্দ্ধ ভিত্তিক গল্প
৬| ১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৮
নতুন নকিব বলেছেন:
সৌখিন ব্লগার প্রিয় রাজীব নুর ভাই, অনেকগুলো কথার মধ্যে দু'টো দামী কথায় ভাল লাগা।
১) যে শিক্ষায় আল্লাহকে পাওয়া যায় সেই শিক্ষাই আসল শিক্ষা । স্কুল- কলেজের শিক্ষা ইহকালের জন্য । মাদ্রাসার শিক্ষা ইহকাল-পরকাল দুই জাহানের জন্য ।
২) যদি আপনি জীবনে বার বার আঘাত পেতে থাকেন তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। কষ্ট পাবেন না। শুধু মনে রাখবেন, ‘যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি, সেই গাছটিতেই সবচেয়ে বেশিবার পাথর ছুড়ে মারা হয়।
ভাল থাকবেন নিরন্তর।
আমার ব্লগে আগাম স্বাগত।
১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৭| ১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭
ভাবুক কবি বলেছেন: ইহকাল ও পরকাল যে শিক্ষায় পাওয়া যায় তাই শ্রেয়। আপনার লেখার ধরনে মুগ্ধ।
৮| ১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪১
আনোয়ার হুসাইন খান বলেছেন: ভালো লাগলো। সফলতা কামনা করি।
৯| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫০
ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে, বইটির সাফল্য কামনা করছি।
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৪
চাঁদগাজী বলেছেন:
আপনার বই বের করার খরচ কি আপনাকে দিতে হবে, নাকি প্রকাশক দেবেন?