নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নতুন লেখকদের বই কেন কিনবেন?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৪



আমরা সাধারণত নতুন লেখকদের বই কিনি না। এতে করে আমরা তিনটা ভুল কাজ করি।
এক, নতুন লেখক বের হয়ে আসার পথ নষ্ট করি।
দুই, নতুন অভিজ্ঞতা, অনুভূতি আস্বাদনের পথ বন্ধ করি।
তৃতীয়টি মারাত্মক, ভাষা সাহিত্যের বিকাশের পথ বন্ধ করি।
তাই প্রতিবার বই মেলায় অন্তত দুজন নতুন লেখকের বই কিনুন। একটা বিষয় দারুণ সত্য যে পৃথিবীর সবচেয়ে খারাপ বইও অন্তত একটা ভাল লাইন আপনাকে আস্বাদন করতে দেবে। সবচেয়ে অপ্রয়োজনীয় বইও মগজকে একবার নাড়া দিবে।
প্রতিদিন চায়ের কাপের পাশে বই থাকুক, মনিটরের পাশে থাকুক বই, বিছানায় বালিশের পাশে থাকুক বই, বই থাকুক বাথরুমে, জ্যামের বাসে, কিবা যাত্রা পথে। ইলেকট্রিক বিল অথবা ব্যাংকে লম্বা লাইনে দাড়িয়ে আপনার হাতে একটা বই থাকতেই পারে। সময়কে উপভোগ করতে চান বা সময় থেকে পালিয়ে থাকতে চান বই হোক শ্রেষ্ঠ সঙ্গী।
সফল হোক বইমেলা ২০১৭ ।

মেলা হল যখন একটি সামাজিক, ধর্মীয়, বাণিজ্যিক বা অন্যান্য কারণে একটি স্থানে অনেক মানুষ একত্রিত হয় ।মেলার সঙ্গে সংস্কৃতির যোগাযোগ নিবিড় । বাংলার এই সংস্কৃতিতে থাকে সব ধর্মের মানুষের সংস্কৃতির সমন্বয় ।এই মাসজুড়ে বাংলা একাডেমী প্রাঙ্গণে চলে বইমেলা। দেশের সবগুলো প্রকাশনী তাদের যতো বই আছে, প্রায় সবগুলো নিয়ে মেলায় তাদের স্টল সাজায়। আর আমরা সবাই সেই মেলায় যাই, বই নেড়েচেড়ে দেখি, নতুন বইয়ের ঘ্রাণ নেই, আর পছন্দ করে করে বই কিনে বাসায় আসি। তারপর নতুন বইয়ের টাটকা ঘ্রাণ থাকতে থাকতেই সেগুলো পড়ে ফেলি।
শীতের বুড়ি ফেরত যাওয়ার রাস্তা খুঁজছে। প্রকৃতিতে লেগেছে ফাগুনের ছোঁয়া। নতুন বইগুলোকে ঘিরে লেখক-পাঠক-প্রকাশকেরা সব্বাই ব্যস্ত।

নজরুল চত্ত্বরে নতুন নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ।
লেখক পাঠক হাত নেড়ে নেড়ে গল্প করে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৮

রাজীব হাসান শোলক বলেছেন: দুই হুমায়ুন নেই, দুই সামসু নেই, সময়টা তো এখন নতুন লেখকদের! আশা করি, আপনার এই নতুন বইটি সাফল্য পাবে। শুভকামনা রইল!

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২২

জাহিদ অনিক বলেছেন: লেখক পাঠক হাত নেড়ে নেড়ে গল্প করে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ।

টুকরো টুকরো সাদা সত্য কথা ছিল । বেশ ভালো লেগেছে । নতুনদের অবশ্যই এপ্রিসিয়েট করা উচিত ।

আপনার বই এর জন্য শুভ কামনা। টাকা গুচ্ছাচ্ছি, কয়েকজন নতুন লেখকদের বই কিনব বলেই ঠিক করেছি ।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: নতুন লেখকদের জন্য শুভ কামনা। আপনার জন্যাও শুভ কামনা।

শুনলাম আপনার 'বিকল্প রবীন্দ্রনাথ' নাকি ফ্লপ খাইছে! এতে আপনি ধমে যাবেন না। এবারেটা ফ্লপ খাইলেও চালিয়ে যাবেন। এক সময় সফলতা আসবেই আসবে- ইনশাআল্লাহ।

ও আরেকটা কথা। আপনি নাকি ব্লগে সবার কমেন্টসের উত্তর দেয়ার দায় বদ্ধতা রাখেন না- এটা কি সত্যি?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: বিকল্পহীন রবীন্দ্রনাথ টা ভালো বিক্রি হয়নি। বইটার মধ্যে বেশ কিছু ভুল আছে। প্রকাশ তাড়াহুড়া করেছেন বলেই ভুল গুলো হয়েছে।

তবে টুকরো টুকরো সাদা মিথ্যা বইটার গল্প গুলো কিন্তু দারুন। যারা পড়বে তাদের অবশ্যই ভালো লাগবে।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫২

নিয়াজ সুমন বলেছেন: ভাল লেগেছে আপনার অনুভুতি। নতুনদের উৎসাহ ও সাহিত্যকে সমৃদ্ধ করতে প্রতিষ্ঠিত লেখকদের সাথে নবীন লেখকের বই ও বুক সেলফে রাখা উচিত। ধন্যবাদ আপনাকে আমার মনের কথা বলেছেন।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


একদিনের নতুন লেখকেরা আজকের পুরাতন লেখক।

নতুনদের ভাবনাতে নতুনত্ব আছে, নতুনদিনের ছোঁয়া আছে, নতুন জেনারশনের ভাবনা আছে।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:



আপনার বইয়ের মুল ম্যানুস্ক্রিপ্ট কি খাতায় লিখেছিলেন, নাকি কম্প্যুটারে লিখেছিলেন?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

রাজীব নুর বলেছেন: যখন হাতের কাছে যা পেয়েছি। যখন বাসায় থাকি-- তখন কম্পিউটার। বাইরে থাকলে- কাগজ কলম।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১০

ধ্রুবক আলো বলেছেন: তৃতীয়টি মারাত্মক, ভাষা সাহিত্যের বিকাশের পথ বন্ধ করি। সহমত

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

কানিজ রিনা বলেছেন: বেশ উতসাহ দিয়ে লিখেছেন ভাললাগল,ধন্য়বাদ

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৩

নীল_অপরাজিতা বলেছেন: নতুনদের বই কেনার সময় পাঠকরা খুব অল্প সময়ের মধ্যে দু'এক পাতা পড়ে সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করে বইটি কেনার উপযুক্ত কিনা। সুতরাং অনেক ভালোমানের না হলে আকৃষ্ট করা কঠিন। সত্যিকারঅর্থে মানুষ বই কেনে আনন্দের জন্য, অন্যকে উৎসাহ উদ্দিপনা যোগানোর জন্য কিংবা লেখক তৈরীর জন্য নয়। লেখার মান উঁচু হলে পাঠক থাকবেই। জোর করে পাঠক তৈরি করা সম্ভব নয়। হুমায়ুন আহমেদের মানের লেখক আসুক আমি নিশ্চিত বই বিক্রি হবেই। মানুষ নিজে যতই অশিক্ষিত হোক লেখকের কাছ থেকে সর্বচ্চোমানের লেখাই আশা করে। মাঝে মাঝে অবাক লাগে আমাদের দেশে পাঠককে আচ্ছন্ন করে রাখার মত একজন লেখকও নেই কেন? লেখার মধ্যে তীব্রভাবে আবিষ্ট করে রাখার মত লেখক এখন কোথায়? হালকা পলকা কিছু লিখে পাঠক পাওয়ার আশা করাটা কি ঠিক? মানুষ বই পড়তে চায় কিন্তু অবশ্যই সেটা মেধা এবং যোগ্যতার সাক্ষরসম্পন্ন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.