নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ঐক্যবদ্ধ জাতি ছাড়া উন্নত দেশ গড়া সম্ভব নয়

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০৬



১। বদু মিয়া ২ মিটার লম্বা একটা দড়িতে ছাগল বেঁধে বাজারে গেল। এসে দেখে ওইটা ৩ মিটার দূরে ঘাস খায়।
ক্যামনে??

২। একদিকে অগনিত মানুষ দুমুঠো ডাল-ভাতের জন্য, গায়ে সামান্য দুটুকরো কাপড় জড়ানোর জন্য, ছোট একটা কুড়ে ঘরে মাথা গোজার ঠাইয়ের জন্য জীবিকার আশায় হন্যে হয়ে জলে-স্থলে ছুটে বেড়ায়, কঠোর পরিশ্রম করে মাথার ঘাম মাটিতে ফেলে; আবার অন্য দিকে কিছু মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে নিতান্তই শখ পুরনের জন্য যন্ত্রপাতি কিনে জলে-স্থলে ঘুরে বেড়ায় পানির নিচের ছবি তোলার জন্য, মানুষকে তাক লাগিয়ে দেওয়ার জন্য । তাদের টাকাগুলো মনে হয় অতিরিক্ত হয়ে গিয়েছে । কি বিচিত্র এই দুনিয়া !!! এই দুনিয়ার মানুষগুলো !!!

৩। রবীন্দ্রনাথ ঠাকুর যে ক’টি প্রেমের গল্প লিখেছেন, ‘মেঘ ও রৌদ্র’ তার মধ্যে অন্যতম। স্বদেশের সাধারণ মানুষের ভীরুতা, অজ্ঞতা ও হীনম্মন্যতার পরিচয়টিও তিনি এখানে একেবারে নির্মোহ দৃষ্টিতে পরখ ও উপস্থাপন করেছেন।রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটি লিখেছিলেন তার দৃপ্ত যৌবনে ১৮৯৪ সালে। তখন তিনি জমিদারি দেখাশোনার কাজে স্থায়ীভাবে বসবাস করছেন শিলাইদহের কুঠিবাড়িতে। তাই এক তেজস্বী যৌবনশক্তি গল্পটির অন্তরাত্মা দীপ্তিময় করে রেখেছে।
গল্পের নামই যেখানে মেঘ ও রৌদ্র সেখানে আকাশ যে তার মেঘ আর রোদের আলোছায়া নিয়ে জীবন এবং প্রকৃতির ওপর একটা প্রভাবসঞ্চারী ভূমিকা পালন করে যাবে, সহজেই তা অনুমান করা যায়। রবীন্দ্রনাথের সমগ্র সাহিত্যকর্ম জুড়েই গড়ে উঠেছে মানুষ ও প্রকৃতির এক চমৎকার সহাবস্থান। মানুষের অব্যক্ত অনুভবকে ব্যক্ত ভাষার শিল্প মাধুর্যে অনবদ্যভাবে প্রকাশের ক্ষেত্রে রবীন্দ্রনাথ যেমন বিস্ময়করভাবে পারঙ্গম ছিলেন প্রকৃতি বর্ণনাতেও ছিলেন তেমনি অনন্য।

৪। অকথ্য ভাষায় কিছুক্ষন গালাগালি করতে পারলে ভালো লাগতো।
আমি কোনোদিন কাউকে লাথথি দেই নাই তার মানে এই না যে আমি লাথথি দিতে জানি না।

৫। বাঙালি পুরুষের আসলে মানুষ হওয়া উচিত।
সেটা তখনই সম্ভব হবে, যখন তারা নিজেদের দেখে লজ্জিত হবে।
এই যে আমি এদেশের অধিকাংশ পুরুষের দিকে আঙ্গুল তুলে কথা বললাম, একটা ক্ষুদ্র অংশ ছাড়া এদেশের পুরুষদের, এই দায় এড়ানোর সাধ্য আসলে অধিকাংশ বাঙালি পুরুষের নেই।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: ২ নংটা বেশি ভাল লাগছে।

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

২| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৩

হাতুড়ে লেখক বলেছেন: অকথ্য ভাষায় কিছুক্ষন গালাগালি করতে পারলে ভালো লাগতো।
আমি কোনোদিন কাউকে লাথথি দেই নাই তার মানে এই না যে আমি লাথথি দিতে জানি না।


ভাল্লাগসে।

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: হুম।

৩| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:


জাতি করেছিল বিপ্লব, শেখ সাহেব করেছেন দেশ ভাগ।

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: দেশ ভাগ করেছে ইংরেজরা।

৪| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৬

ওমেরা বলেছেন: কি জানি কিছু বুঝি না ।

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৫| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৫

আলপনা তালুকদার বলেছেন: নিজেকে শোধরানোটা জরুরী। তবে তারো আগে জানা জরুরী, কি কি জিনিস নিজের মধ্যে আছে, যা থাকা উচিত নয় বলেই বদলানো জরুরী।

আমরা দু'টোর কোনটাই করিনা।

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: অনেক দিন আপনাকে ব্লগে দেখি না।

৬| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৬

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল্

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৭| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৩

অগ্নি সারথি বলেছেন: বদু মিয়া ২ মিটার লম্বা একটা দড়িতে ছাগল বেঁধে বাজারে গেল। এসে দেখে ওইটা ৩ মিটার দূরে ঘাস খায়।
ক্যামনে??

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: জানি না।

৮| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৬

রক বেনন বলেছেন: খুঁটির জোরে!! @ অগ্নি সারথি

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.