নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। বাসে উঠলেই দেখা যায়- কিছু ছেলে পাঁচ-দশ টাকা ভাড়া কম দেওয়ার জন্য চিৎকার করে বলে স্টুডেন্ট। অনেকে তো ঝগড়া শুরু করে দেয়। অমুক...অমুক কলেজ। ছাত্ররা দেশের ভবিষ্যৎ! আচ্ছা, এই সমস্ত ছাত্ররা কি ফাস্টফুডের দোকানে অথবা কাপডের দোকানেও গিয়ে কিছু টাকা কমানোর জন্য- নিজেকে ছাত্র পরিচয় দেয়?
আবার এই সমস্ত ছাত্ররাই প্রেমিকাকে নিয়ে ডেটিং এ গেলে দশ টাকার জায়গায় বিশ টাকা খরচ করে। রাতে মোবাইলে পানির মত টাকা খরচ করে।
আমি আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছেলে-মেয়েকে ভাড়া কম দিতে দেখিনি।
২। মাউন্ট এলিজাবেথ হাসপাতালটা অবশ্যই ভাল জায়গা না, আমাদের প্রায় অনেক নেতাই সেখানে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
৩। বিরাট জমিদারের বাড়ির পাশে একটা কুড়ে ঘরে একজন গরীব লোক থাকত। সে বলত, জমিদার বাবুর বিরাট বাড়ি, এত বড় বাগান, ঘাট, বাধানো দিঘি, সিংহের মূর্তি বসানো দরজা। আমিও এর মালিক। জমিদা বাবু কাগজ পত্রে এসবের মালিক বটে। কিন্তু এই বাগান, দিঘি, সিংহদ্বার, এসব কিছু মিলিয়ে যে দৃশ্যের শোভা, আমিও তার সমান অংশিদার। আমিও তা উপভোগ করি। আমার কাছ থেকে এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।
৪। শিশুকে সৃজনশীল করার জন্য আমাদের পাঠ্যক্রম সৃজনশীল করা উচিত। যারা শিশুদের নিয়ে ভাববেন তাদের সৃজনশীল হওয়া চাই আগে ।তাহলেই প্রকৃত পক্ষে আমরা একটি সুন্দর প্রজন্ম পাব।
৫। এক পাগল কুয়ার ধারে দাঁড়িয়ে খুব হাসছে আর চিৎকার করে বলছে- পাঁচ পাঁচ পাঁচ...
একজন পথিক কৌতুহলী হয়ে পাগলকে বলল, ভাই শুধু পাঁচ পাঁচ বলছেন কেন? কি হয়েছে?
পাগল বলল, এখানে আসুন বলছি।
ভদ্রলোকটি কুয়ার কাছে আসতেই ভদ্রলোককে কুয়ার মধ্যে ফেলে দিয়ে আবার চিৎকার করে বলতে লাগলো- ছয় ছয় ছয়।
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪১
মোস্তফা সোহেল বলেছেন: মনে হচ্ছে নিজের লেখায় নিজেই মডেল হইছেন।এইটা আমরা মানবো না।আমাদেরকেও মডেল হওয়ার সুজোগ দিতে হবে।
২ নংটা খুব ভাল লাগছে ভাইয়া।মাউন্ট এলিজাবেথ হাসপাতালটা মনে হয় অতি সুখের জায়গা। সবার আবার অতি সুখ কপালে সয় নাতো।
১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৩| ১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫০
মিঃ আতিক বলেছেন: ঢাবির নিজস্ব পরিবহন আছে। গন পরিবহনের ভাড়া দুরত্তের তুলনায় অনেক বেশি। সাধারন ছাত্রদের পকেটে অনেক সময়ই পর্যাপ্ত টাকা থাকেনা। এটা বয়সের সমস্যা।
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৬
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৪| ১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৫
সিফটিপিন বলেছেন: ভাইজান, ফডুখানা ভালা হইছে সেরাম পরিস্কার
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৬
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৫| ১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: ছাত্রজীবন শেষ হলে সবাই এটাই ভাবে ছেলেরা এ করে কেনো!!!
ভাড়া কম দেওয়ার সময় কেওই সুযোগ হাতছাড়া করতে চাইনা।
অাপনি যদি ছাত্র হতেন তবে এটা বলতেন না।এখন চাকুরি করেনতো...
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: হা হা হা ----
৬| ১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: ছবিটা কটিন হয়ছে।
চেহারা ভালা হলে মানুষ বারবার অায়না দিয়ে দেখে।
nice pic
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: হুম।
৭| ১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৬
নতুন নকিব বলেছেন:
''২. ১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪১ ০
মোস্তফা সোহেল বলেছেন: মনে হচ্ছে নিজের লেখায় নিজেই মডেল হইছেন।এইটা আমরা মানবো না।আমাদেরকেও মডেল হওয়ার সুজোগ দিতে হবে।
২ নংটা খুব ভাল লাগছে ভাইয়া।মাউন্ট এলিজাবেথ হাসপাতালটা মনে হয় অতি সুখের জায়গা। সবার আবার অতি সুখ কপালে সয় নাতো।
১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৭ ০
লেখক বলেছেন: ধন্যবাদ।''
রাজীব নূর,
---আমি আসলে বুঝতে পারলাম না। মোস্তফা সোহেল আপনাকে কোন পয়েন্টের মডেল হওয়ার কথা বললেন, আর আপনিও দেখি ধন্যবাদ দিলেন! পয়েন্টটা কি ৫ ছিল?
মাফ করবেন। ভাল থাকবেন।
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৮
রাজীব নুর বলেছেন: হুম।
৮| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৬
চাঁদগাজী বলেছেন:
"২। মাউন্ট এলিজাবেথ হাসপাতালটা অবশ্যই ভাল জায়গা না, আমাদের প্রায় অনেক নেতাই সেখানে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।"
-বাংলার মাটি এদের চাহেনি
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৮
রাজীব নুর বলেছেন: একটা ভালো হাসপাতাল আমাদের খুব দদরকার। যেন কেউ আর বিদেশে না যায়।
৯| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৮
আরিফুর রহমান হাওলাদার বলেছেন: আমি আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছেলে-মেয়েকে ভাড়া কম দিতে দেখিনি।
http://dailyasiabani.com/detailsm.php?id=3027
শুধুমাত্র কয়েকদিন একটি নিউজ এর লিংক দিলাম।
আর আপনি মনে হয় ঢাকা শহরে সিটিং সার্ভিস বাসে চলাফেরা করেননা।
লাব্বাইক, সৃজন, সাভার পরিবহন, ঠিকানা বসুমতি আরো অনেক বাসে অনলি ঢাবি ও ঢাকা কলেজ এর ছাত্রদের জন্য হাফ ভাড়া নেয় হয় কেন ? বাকিরা ছাত্ররা কি করছে ??
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১০| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪০
আরিফুর রহমান হাওলাদার বলেছেন: ঢাবির ছাত্র ছাত্রীরা ভাড়া কম দেয়না, তাদের সাথে বাসওয়ালাদের জগড়া হয় না । হবে কেন তারা তো ভাড়াই দিতে চায়না। ভাড়া চাইলেইতো গাড়িপোড়াবে।
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: হা হা হা
১১| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৯
ঢাকাবাসী বলেছেন: ভাড়া নিয়ে বচসাটা প্রায়ই শোনা যায়। এটা ভাল না, চরিত্রগত সমস্যা। লেখাটি ভাল হয়েছে।
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৫০
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৯
হাতুড়ে লেখক বলেছেন: ভালই লাগলো।