নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এই তো

২০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০৪



১। কবি গুরুর একটি কথা খুব মনে পড়ছে-
‘বাতাস যখন জোরে বহে তখন পালের জাহাজ হুহু করিয়া দুই দিনের রাস্তা এক দিনে চলিয়া যাইবে, এ কথা বলিতে সময় লাগে না; কিন্তু, কাগজের নৌকাটা এলোমেলো ঘুরিতে থাকিবে কি ডুবিয়া যাইবে, বা কী হইবে তাহা বলা যায় না—যাহার বিশেষ কোনো-একটা বন্দর নাই তাহার অতীতই বা কী আর ভবিষ্যৎই বা কী। সে কিসের জন্য প্রতীক্ষা করিবে, কিসের জন্য নিজেকে প্রস্তুত করিবে। তাহার আশাতোপমানযন্ত্রে দুরাশার উচ্চতম রেখা অন্য দেশের নৈরাশ্যরেখার কাছাকাছি।’

২। এলিয়ট একটি সাহিত্যের একটি যুগের প্রধান কবি, কিন্তু রবীন্দ্রনাথ একটি জাতির সর্বযুগের প্রধান কবি । রবীন্দ্রনাথের সঙ্গে তুলনা চলবে সব জাতির প্রধান কবিদের, এটা নিঃসংশয়ে বলা যায়ঃ গ্রিসের হোমার, ইয়ালির ভার্জিল এবং দান্তে, জা্র্মানির গ্যেটে, ইংরেজদের শেকসপিয়ার কিংবা ঔপন্যাসিক হলেও রাশিয়ার তলস্তয়ের সঙ্গে ।

৩। মেয়েটি জানতে চাইলঃ তুমি কি কি পারো ? গান গাইতে পারো ?
আমি বললাম- না ।
ছবি আঁকতে পারো ?
আমি বললাম- না ।
মেয়েটি একটু চুপ করে থেকে বলল- অভিনিয় ? লড়তে ? মাটি কোপাতে ফুল ফোটাতে ?
আমি বললাম- না না না....।
মেয়েটি একটু মিষ্টি হেসে বলল- তাহলে তুমি কি পারো ?
আমি বললাম- আমি শুধু ভালোবাসতে পারি ।

৪। মে মাসে এক মধ্য দুপুরে- আমি বসে আছি টিএসসি'তে। হঠাৎ দেখি আমার সামনে দিয়ে খুব সুন্দর একটা মেয়ে হেঁটে যাচ্ছে,
আমি মেয়েটিকে ডেকে বললাম- এই মেয়ে তুমি কি আমার সাথে প্রেম করবে?
মেয়েটি বললো প্রেম করলে কি হবে?
আমি বললাম তোমাকে ফুচকা খাওয়াবো, তোমার হাত ধরে রাস্তায় রাস্তায় হাঁটবো, তোমাকে আদর করবো। হয়তো তোমাকে এক'শো আটটা নীল পদ্মও এনে দিতে পারি। আরো কত কি...
মেয়েটা আমাকে বুঝলো না,বললো- জুতা চিনিস?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৯

মোস্তফা সোহেল বলেছেন: আমরাও আপনার লেখায় মডেল হইতে চাই।

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

২| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২২

সাইদুর রহমান শাওন বলেছেন: ভালো লিখছেন

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.