নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

হাজার বছর ধরে

২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৬



১৯৬৪ সালে ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার জহির রায়হান 'হাজার বছর ধরে' উপন্যাসটি লিখেন। লেখক এই উপন্যাসটির জন্য আদমজী সাহিত্য পুরস্কার পান। উপন্যাসে লেখক দেখিয়েছেন- কালের আবর্তে সময় গড়ায়। প্রকৃতিতেও পরিবর্তন আসে। শুধু পরিবর্তন আসেনা অন্ধকার, কুসংস্কারাছন্ন গ্রাম বাংলার আচলায়াতন সমাজে। নারীর কোন অধিকার নাই। নারী হাতের পুতুল মাত্র। পুরুষ তাকে যেমন নাচায় তেমন নাচে। নিজের ইচ্ছেতে কাউকে বিয়ে করাটা এমন সমাজে অপরাধ, গুরুতর অপরাধ। অন্ধকার এই সমাজে আনাচে কানাচে বাস করে কুসংস্কার, বাল্যবিবাহ, বহুবিবাহ, নারী নির্যাতন। ৫৪ বছর আগে যেরকম অবস্থা ছিল আজ সেই একই অবস্থা।

উপন্যাসের কাহিনি এই রকমঃ পরীর দীঘির পাড়ের একটি গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে কাহিনী। কখন এই গ্রামের গোড়াপত্তন হয়েছিল কেউ বলতে পারে না। এক বন্যায় “কাষেম শিকদার” আর তার বউ বানের পানিতে ভেলায় ভাসতে ভাসতে এসে ঠাই নিয়েছিল এই জায়গায়। সেই থেকে এখানে পত্তন হয়েছিল শিকদার বাড়ির। একটি গ্রামের একান্নবর্তী পরিবারের সংঘাতময় জীবনের কাহিনী। জীবিকার তাগিদে বাড়ির পুরুষদের কাজ করতে হয় ঘরে বাইরে , দিন রাত যেন অক্লান্ত পরিশ্রম । বাড়ির নারী সদস্যরাও বাদ যায়না । তারা চাটাই বোনা,অন্যের ধান ভাঙা,শাপলা তোলা এরকম আরো অনেক কাজ করে যতটা পারা যায় তারা পরিবারের আয় উন্নতিতে সাহায্য করে । তবুও তাদের লড়তে হয় কঠিনতম জীবন সংগ্রামে । এরপরেও আছে নানারকম কুসংস্কার,নানাবিধ ধর্মীয় গোঁড়ামী আর বিধি নিষেধের বেঁড়া জাল ।

এই উপন্যাসে বাল্য বিবাহের প্রসঙ্গ এসেছে, বহু বিবাহের কথা এসেছে। নারীদের অসম্মান করার ব্যাপার উঠে এসেছে, এমনকি বউকে পিটিয়ে মেরে ফেলাও যে তৎকালীন সময়ে এমন অস্বাভাবিক কোন ব্যাপার ছিল না সেটাও লেখক অসাধারণ দক্ষতায় তুলে ধরেছেন। এই বইয়ে সামাজিক কুসংস্কারের কথা উঠে এসেছেন, পরকীয়া প্রেমের কথাও বাদ যায় নি.কেন্দ্রীয় চরিত্র টুনি আর মন্তুর মাধ্যমে লেখক তুলে ধরেছেন এই হাজার বছর বয়স্কা বাংলার হাজারো যুবক যুবতীর হৃদয়ের কথা, হৃদয় ভাঙার কথা।
রাত বাড়ছে। হাজার বছরের পুরনো সেই রাত।

জহির রায়হানের প্রথম স্ত্রী কোহিনুর আক্তার সুচন্দা হাজার বছর ধরে উপন্যাস অবলম্বনে একই নামে চলচ্চিত্র নির্মাণ করেন সরকারি অনুদানে। যদিও ছবিটি নির্মাণ করতে অনেক টাকা লেগেছে কিন্তু সরকার দিয়ে ২৫ লক্ষ টাকা। পরিচালক সুচন্দা ছবির শুটিং স্পট বেছে নেন গাজীপুরের হোতাপারা। উপন্যাসটা পড়ার পর যেরকম ভালো লেগেছিল ছবিটা দেখেও অনুভূতি সেরকম। যারা ছবিটি দেখেননি বা যারা অনেক দিন ভালো গ্রামীণ বাংলা ছবি দেখেন না তারা এটি দেখতে পারেন। যদি কেউ মুভিটি দেখতে চান 'হাজার বছর ধরে' এই ছবিটির মন্ত চরিত্রে অভিনয়ের জন্য (নায়ক রিয়াজ) পারিশ্রমিক হিসাবে নিয়েছিলেন শুধুমাত্র ১০১ টাকা।

ফরমায়েশী লেখা লিখতে গিয়ে জহির রায়হান এ উপন্যাসটি লিখেছিলেন! লেখকের বয়স তখন ২৯। ‘সচিত্র সন্ধানী’ সম্পাদক গাজী শাহাবুদ্দিন আহমদ জহির রায়হানের বন্ধু ছিলেন। গাজী শাহাবুদ্দিন তাঁর কাছে অনেকদিন ধরে ‘সচিত্র সন্ধানী’র ঈদসংখ্যার জন্যে একটি উপন্যাস চেয়েছিলেন। কিন্তু জহির রায়হান তার পরিচালিত সিনেমা নিয়ে খুব ব্যস্ত। তখন গাজী শাহাবুদ্দিন মনু এক পর্যায়ে তিনি ‘সচিত্র সন্ধানী’র ঈদ সংখ্যায় লেখার জন্য জহির রায়হানকে একরকম অপহরণ করলেন! তার বাড়িতে নিয়ে গেলেন, একটা ঘরে ঢুকিয়ে বললেন, সাত দিনের মধ্যে উপন্যাস লিখতে হবে। দরজা বন্ধ করে দিয়ে চা, সিগারেট, যা লাগে সব দিলেন। বললেন, যা চাই সব পাবে, শুধু বাড়ি থেকে বের হতে পারবে না। কারো সাথে যোগাযোগ নেই। এভাবে গাজী শাহাবুদ্দিন মনু তাকে দিয়ে একটা উপন্যাস লেখালেন।

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৫২

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনার এবারের পোস্টটি বোক রিভিউ হওয়ার পাশাপাশি মুভি রিভিউ ও হয়ে গেলো =p~

লেখা ভাল লাগলো।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: হা হা হা--
মুভিটা দেখেছেন?

২| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৯

বিজন রয় বলেছেন: ভাল পোস্ট আপনার!!!

২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বয়।
ভালো থাকুন।

৩| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১:০৫

কাওসার চৌধুরী বলেছেন: জহির রায়হানের হাজার বছর ধরে উপন্যাসটি অনেক আগে পড়েছিম। আজ আপনার পোস্ট দেখে আবার মনে পড়লো কাহিনীটা। ভাল লাগলো পড়ে।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: এই সব কালজয়ী উপুন্যাসের ঘটনা হুট হাট করে মনে পরে। ভীষন ভালো লাগে।

৪| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১:০৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: বাঙ্গালি লেখকদের লেখা উপন্যাস, গল্প কবিতা তেমন পড়া হয়নি। সর্বশেষ কবে যে মুভি দেখেছিলাম তাও ভুলে গেছি। মুভির লিংকটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সময় করে দেখে নিব, সাথে উপন্যাস পড়ার দায়ভার থেকেও মুক্ত হলাম! :-B

২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: হুম মুভিটা দেখুন। কেমন লাগলো জানাবেন।

৫| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১:১২

আকতার আর হোসাইন বলেছেন: এক রিভিউতে দুই রিভিউ...

জহির রায়হানের বই এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে ভাষা আন্দোলন নিয়ে বইটা। আরেক ফাল্গুন।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: পড়েছি। অসাধারন।

তবে তার সব বই গুলো পটুন। ঠকবেন না। সময় অপচয় হবে না।

৬| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১:২৫

কাইকর বলেছেন: ভাল লাগলো

২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১:২৬

শামচুল হক বলেছেন: হাজর বছর ধরে উপন্যাসটি অনেক আগেই পড়া, তারপরেও আপনার লেখা পড়ে আরো ভালো লাগল। ধন্যবাদ

২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: পাঠ্যবই ছিল?

৮| ২৯ শে মে, ২০১৮ দুপুর ২:১৮

প্রথমকথা বলেছেন: খুব সুন্দর বিশ্লেষণ। হাজার বছর ধরে উপন্যাসটি অনেক আগে পড়েছি। ভাললাগল।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: আরেকবার পড়ুন।

৯| ২৯ শে মে, ২০১৮ দুপুর ২:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাহ, সুন্দর তো। এটার ইতিহাস জানা ছিল না। জানতে পেরে ভালো লাগছে।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সাজ্জাত ভাই।
আমি ঢাকা বসে মালোশিয়ার খবর পাই আপনার মাধ্যনে। ব্যাপারটা বেশ উপভোগ করি।

১০| ২৯ শে মে, ২০১৮ দুপুর ২:৩৮

ব্লগার_প্রান্ত বলেছেন: The imitation game movie link view this link

২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: গ্রেট।

১১| ২৯ শে মে, ২০১৮ দুপুর ২:৪৬

জাতির বোঝা বলেছেন: একটি ভালো উপন্যাস।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: খুব ভালো উপন্যাস।

১২| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:০১

কথার ফুলঝুরি! বলেছেন: পছন্দের একটি উপন্যাস। আপনার লেখা পড়ে বহুদিন পর প্রিয় মন্তু আর টুনির কথা মনে পরে গেল ।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: আম্বিয়ার কথা ভুলে গেছেন?।

১৩| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:১০

সাইন বোর্ড বলেছেন: জহির রায়হানের প্রায় সব উপন্যাসই অামার পড়া, সবগুলোই অসাধারন লেগেছে অামার কাছে ।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: সঠিক কথা বলেছেন।

১৪| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:২০

অনুতপ্ত হৃদয় বলেছেন: সুন্দর একটি উপন্যাস

২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: মুভিটা দেখুন। ভালো লাগবে।

১৫| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:১৮

বিজন রয় বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ বয়
ভালো থাকুন।

রয় বলে চেয়েছিলেন নাকি??

হা হা হা

২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: জ্বী।
স্যরি স্যরি।

১৬| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:৪২

অলিভিয়া আভা বলেছেন:
উপন্যাসের কথা জানা ছিল। তবুও আরেকবার পড়ে নিলাম।
নতুন করে এই উপন্যাসের কথা আর কি বলব? বলেন ? এটা একটা কালজয়ী উপন্যাস।

ফরমায়েশী লেখা লিখতে গিয়ে জহির রায়হান এ উপন্যাসটি লিখেছিলেন! লেখকের বয়স তখন ২৯। এইটুকু জানা ছিল না । আপনি জানালেন। অনেক ধন্যবাদ পোষ্টি দিয়ে জানানোর জন্য।
ভালো থাকবেন।

২৯ শে মে, ২০১৮ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: মুভিটা দেখেছেন?

১৭| ২৯ শে মে, ২০১৮ রাত ১১:১৫

অলিভিয়া আভা বলেছেন: মুভি দেখার খুব একটা সময় হয় না। তবুও আপনি যখন বলছেন দেখে নিব সময় করে।
ধন্যবাদ

৩০ শে মে, ২০১৮ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন: অবশ্যই দেখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.