নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আসুন উগান্ডা দেশটি সম্পর্কে জানি

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮



উগান্ডা দেশটি সম্পর্কে আমাদের কোনো ধারনা নেই। অনেককেই দেখেছি দেশটিকে নিয়ে হাসাহাসি করতে। আমাদের মতোন উগান্ডাও মুসলিম রাষ্ট্র। খুব সুন্দর একটি দেশ এবং জনগন খুব ভালো ভদ্র-অমায়িক। ওদের মুদ্রার সাম সিলিং। আফ্রিকার একটি রাষ্ট্র উগান্ডা। রাজধানী হচ্ছে কাম্পালা। উন্নয়নশীল একটি দেশ। উগান্ডার পূর্বে কেনিয়া, উত্তরে সুদান, পশ্চিমে কঙ্গো, দক্ষিণ রুয়ান্ডা। ১৯২৬ সালে দেশটির সীমানা নির্ধারিত হয় এবং এটি ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। ২ লাখ ৪২ বর্গকিলোমিটার আয়তনের ভূখন্ডের প্রায় ২৬ শতাংশ জলাধার। জনসংখ্যা : চার কোটি ১৪ লাখ ৮৭ হাজার ৯৬৫ জন । ঘনত্ব : প্রতি বর্গকিলোমিটারে ১৫৭.১ জন।

উগান্ডার জনগণ জাতিগতভাবেই বিচিত্র। আমাদের দেশের মতোই রাষ্ট্রটি কৃষি প্রধান। উগান্ডার সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। বিভিন্ন বাংলাদেশি কোম্পানি বাণিজ্যিক কৃষিকাজের উদ্দেশ্যে উগান্ডায় জমি ইজারা নিয়েছে। উইন্সটন চার্চিল তার ‘মাই জার্নি টু আফ্রিকা’ বইয়ে উগান্ডাকে বলেছেন, ‘আফ্রিকার মুক্তা’। বাংলাদেশের একটাকা উগান্ডার ৩২ টাকা। উগান্ডাতে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং নেপালোর লোক অনেক দেখা যায়। তারা এখানে কাজ করেন।



উগান্ডার ৭০% এলাকা বনভূমি। সামরিক বাহিনীর নাম ‘’উগান্ডা পিপল্‌স ডিফেন্স ফোর্স’’। এই বাহিনীতে ৪০ থেকে ৪৫ হাজার সদস্য সক্রিয় আছে। দেশটির আইন শৃঙ্খলা খুব কড়া। দেশটির লোকজন খুব কালো। কিন্তু সবার মন মানসিকতা খুব নরম। খুব অল্প সময়ে তারা বন্ধুত্ব করে ফেলে। প্রচন্ড রসিক একটা জাতি। উগান্ডার মানুষের খবর শোনা কিংবা বিনোদনের অন্যতম মাধ্যম এফএম রেডিও। দেশটিতে প্রায় ৪৭টি রেডিও স্টেশন রয়েছে। এসব রেডিও স্টেশনের মাঝে রেডিও বেলাল অন্যতম জনপ্রিয়।

উগান্ডার জাতীয় খাবার কলা এবং ভূট্রা। বেশির ভাগ মানুষই তিনবেলা কলা ভূট্রা খেয়ে থাকে। তবে সাথে অন্যান্য খাবারও থাকে। এই দেশে যৌন ব্যবসা খুব জমজমাট। খুব খোলামেলা দেশ। এই দেশের সরকার আগ্রহ করে প্রতিটা পরিবারকে কনডম ফ্রি দেয়।



উগান্ডা এবং বাংলাদেশের স্থায়ী রাষ্ট্রদূত নেই। উগান্ডার প্রাক্তন উপরাষ্ট্রপতি ২০০৯ সালে গিলবার্ট বুকেনিয়া ঢাকায় সফর করেছেন। উগান্ডায় সাপ্তাহিক ছুটি শনিবার। ছুটির দিন তারা খুব আনন্দ করে কাটায়। নাচ গান করে। আপনি তাদের এলাকায় বেড়াতে গেলে আপনাকে খুব খাতির যত্ন করবে। মনে হবে দীর্ঘ দিনের পরিচিত। বিশেষ অতিথিকে তারা তেলে ভাজা ফড়িং খেতে দেয়। এটা তাদের স্পেশাল ডিশ।

উগান্ডায় একটা গাছ কাটলে তিনটা গাছ লাগাতে হয়। কলা আর আনারস উৎপাদনে তারা বিশ্বে সেরা। বিশ্বে সবচেয়ে বেশি গরিলা আছে তাদের দেশে ৭৪৫টি। আমস্টারডাম শহরের লোকদের মতোন উগান্ডার জনগন সাইকেল চালাতে ভীষণ পছন্দ করে। উগান্ডার অর্ধেক জনগনই ১৮ বছরের নিচে।



রাজধানী কামপালা’তেই তাদের জাতীয় মসজিদ গাদ্দাফি। লিবিয়ার প্রেসিডেন্টের নামে। আর গাদ্দাফির পতনের পর এ মসজিদকে বলা হয় ন্যাশনাল মসজিদ। এ মসজিদে একসাথে ১৫ হাজার মানুষ নামাজ পড়তে পারে। ২০০৬ সালে মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। এই দেশে আপনি ইচ্ছা করলেই যেখানে-সেখানে ধূমপান করতে পারবেন না। করলে অনেক টাকা জরিমানা। আবার ২১ বছরের নিচে কারো কাছে সিগারেট বিক্রি করা যাবে না।

বর্তমান উগান্ডায় প্রাচীনতম মানব বসতি স্থাপন করেছিল আদিম শিকারী মানুষেরা। ডওয়ার্ড হ্রদ, আলবার্ট হ্রদ এবং ভিক্টোরিয়া হ্রদ দেশটিকে ঘিরে রেখেছে। দেশটিতে এখন মাত্র দেড়শটির মত এই প্রজাতির পাখি রয়েছে। পাখি দেখা শিল্পকে কেন্দ্র করে প্রতি বছর দেশটির আয় ৬০ লাখ মার্কিন ডলার।

উগান্ডার যেতে চাইলে উগান্ডা বিমানবন্দরে পৌঁছে ভিসার জন্য আবেদন করতে হবে, আর ভিসা ফি মাত্র পঞ্চাশ মার্কিন মুদ্রা। আপনি উগান্ডা দেখে যত টা না মুগ্ধ হবেন, ঠিক তার থেকে অনেক বেশি মুগ্ধ হবেন মানুষের ব্যবহারে । সদা হাস্যময় মুখ আর পরোপকারী মনোভাব আসলেই প্রশংসনীয়।

মন্তব্য ৫৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

২| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:


সবই আছে, মানুষ আছে, সম্পদ আছে; শুধু সরকারী লোকদের মগজ কম, এটাই সমস্যা; বাংগালীদের সাথে মিল আছে

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: আমাদের থেকে ওরা উন্নত।

৩| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩

বাকপ্রবাস বলেছেন: উগান্ডা যেতে পারলে মন্দ হতোনা। প্রথম ছবিটা নজরকাড়া

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: চলেন আপনি আর আমি যাই।

৪| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার দেশ।
ভাল লাগল, সম্ভব হলে ঘুরে আসতাম।।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: চলেন যাই।
এক সপ্তাহ বেড়িয়ে আসি।

৫| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

অপু দ্যা গ্রেট বলেছেন:





একটি গাছ কাটলে তিনটি গাছ লাগাতে হয় । এটাই সবচেয়ে ভাল নিয়ম ।

দারুন লাগল দেশটি সম্পর্কে জেনে ।

+++

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

রাজীব নুর বলেছেন: ওদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

৬| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

মাহবুবুল আজাদ বলেছেন: অষ্ট্রিয়াতে আমার সাথে উগান্ডার এক স্টুডেন্ট ছিল তার ব্যবহার সত্যিই অনেক ভাল ছিল।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

রাজীব নুর বলেছেন: জাতি হিসেবে এবং মন মানসিকতার থেকে ওরা অনেক দূর এগিয়েছে।

৭| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ নুর ভাই এরকম সুন্দর বর্ণনায় উগান্ডাকে জানালেন, চিনালেন বলে। দুয়েকটি বিষয় ব্যতিত আর সবগুলোই ভালো লেগেছে। হ্যাঁ, খুবই ভালো লাগলো একটি গাছ কাটলে ৩টি লাগাতে হবে এই শর্তের জন্যে। আমাদের এদেশেও এরকম কিছু নিইয়ম করা দরকার, যেমন- একটি গাছ কাটলে ১০টি গাছ লাগানো আর একটি গাড়ি পুড়লে বা ভাঙলে কমপক্ষে ৩টি গাড়ি কনে দিতে হবে। প্রিয়তে নিলাম। ভালো থাকুন।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০২

রাজীব নুর বলেছেন: অনেক শুকরিয়া।
আমাদের সরকার অন্য দেশ থেকে শুধু দয়া দাক্ষিন্য নিতে পারে। ভালো কিছু নিতে পারে না।

৮| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

মায়াবী ঘাতক বলেছেন: উগান্ডা, ইথিওপিয়া এই দেশগুলো এক্সময় চরম দরিদ্র ছিল। এখন তারাও ধীরে ধীরে উন্নতি করছে। অবশ্য এতে চীনা বিনিয়োগেরও কিছুটা ভূমিকা আছে। আফসোস লাগে শুধু নিজের দেশের কথা ভেবে। :( :((

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: আসলে আমাদের দেশে যোগ্য লোকের খুব অভাব।

৯| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: ভীষণ গরিব দেশ না ?? কোন একসময় গৃহযুদ্ধে দেশটি পর্যুদস্ত হয়েছিল । লেখাটা বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইকে ।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: অনেক দরিদ্র দেশ এগিয়ে যাচ্ছে। আমরাই শুধু পিছিয়ে পড়ছি।

১০| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকুশ

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: ওকে।

১১| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: উগান্ডা সম্পর্কে অনেক কিছু জানা হলো। ধন্যবাদ ভাই রাজীব নূর।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: বাচতে হলে জানতে হবে।

১২| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উগান্ডার স্বৈর শাসক ইদি আমিন সাহেবকে নিয়েও পোস্ট দিতে পারেন।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: এই লোক বিরাট বদ।
অসংখ্য মানুষ মেরেছে।
আমি ইচ্ছা করেই তাকে এড়িয়ে গেছি।

১৩| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৮

মাহমুদুর রহমান বলেছেন: পোষ্টে একরাশ ভালো লাগা।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।

১৪| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩০

বনসাই বলেছেন: উগান্ডার কথা শুনি ছোটোবেলায়, আমাদের পাড়ায় ইয়া স্বাস্থ্যবান, ইয়া কালো এক ভদ্রলোক থাকতো, জ্ঞান হওয়ার পর থেকেই তার নাম শুনেছি, ইদি আমিন। পরে জানলাম ওটা তার আসল নাম নয়, উগান্ডার প্রেসিডেন্টের মতো দেখতে বলেই সেই নামেই ডাকা হতো।

মুসলিম দেশে ফ্রি সেক্স, ফড়িং খাওয়া কেমন ঘটনা?

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলতে মুসলিম দেশ বলা ঠিক না। গত কুড়ি বছরে খ্রিষ্টানদের সংখ্যা উগান্ডাতে খুব বেড়েছে।

১৫| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪১

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ রাজীব নূর - জনাব, আপনি উগান্ডা সম্পর্কে অনেক ভূলভাল লিখেছেন।

1.উগান্ডা আমাদের মতো মুসলিম রাষ্ট্র নয়। উগান্ডার জনসংখ্যার 85% খ্রিস্টান, মুসলিম মাত্র 14 % ।

2.বাংলাদেশের এক টাকা উগান্ডার 32 টাকা নয় , 44 টাকার বেশী । ( 1 ডলার = 3,726 উগান্ডান শিলিং )

3. বাংলাদেশীদের উগান্ডার বিমানবন্দরে কোন entry visa দেওয়া হয় না। বাংলাদেশীদের নয়াদিল্লির উগান্ডার এমব্যাসিতে প্রয়োজনীয় কাগজপত্র ও ভিসা ফি দিয়ে আবেদন করতে হবে । এমব্যাসি সন্তুষ্ট হলে তবে ভিসা মিলবে ।

4. উগান্ডা মোটেও খোলামেলা দেশ নয়। এদের সমাজ রক্ষণশীল এবং এরা ধর্মপরায়ণ ও ধর্মের ব্যাপারে বেশ sensitive.

5. যৌনতার ব্যাপারেও উল্লাসিত হওয়ার কিছু নেই। উগান্ডার sex worker দের মধ্যে HIV/AIDS সংক্রমণ মাত্র উচ্চ। 2017 সালের হিসাবে 1.3 মিলিয়ন মানুষ HIV আক্রান্ত। 26,000 উগান্ডান AIDS- related illnesses এ মারা গেছে। (সূত্র : Wikipedia & wikitravel )

হঠাৎ উগান্ডার মতো দেশের প্রতি আপনার এত আগ্রহ কেন ?

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: আপনার ৩ এবং ৪ নম্বর পয়েন্টের সাথে আমি এক মত নই।

খুব দরিদ্র একটা দেশ হু হু করে এগিয়ে যাচ্ছে। আমরা কেন পারছি না? এই ব্যাপারটা আমাকে খুব পীড়া দেয়।
উগান্ডা যাবো।

১৬| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

নজসু বলেছেন:



ছবিসমেত সুন্দর বিবরণ।
ভালো লেগেছে ভাই।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৭| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫০

বনসাই বলেছেন: ব্লগার ভিন্ন দেখি ভিন্ন কথা বলছেন! উগান্ডা তবে কেমন দেশ?

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: ভালো দেশ।
জনগন ভালো।

১৮| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

পদ্মপুকুর বলেছেন: @ ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ
মোস্তফা কামাল পলাশের এই পোস্টে চাঁদগাজী এবং খাজাবাবার মন্তব্য ধরেই এই পোস্টের সুত্রপাত বলে মনে হচ্ছে।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৩

রাজীব নুর বলেছেন: আপনি ঠিক ধরেছেন।

কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। ভালো থাকুন।

১৯| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫০

প্রামানিক বলেছেন: উগান্ডা সম্পর্কে অনেক কিছু জানা হলো। পোষ্টের জন্য অসংখ্য ধন্যবাদ

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।

২০| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:০১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: উগান্ডা নিয়ে আপনার আগ্রহের কারণটা কি ? ওখানকার কোনো মহিলার প্রেমে পড়ে গেলেন নাকি ? মনে হচ্ছে আপনাকে ওই মহিলার হাতে তেলে ভাজা ফড়িং খেতে হবে | ;)

২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮

রাজীব নুর বলেছেন: না, প্রেম ট্রেম না।
সুরভি আছে না। অন্য দিকে চোখ দেবার প্রশ্নই আসে না।

ভাজা ফড়িং আমি খাবো না।

২১| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

অক্পটে বলেছেন: অনেক বিষয় জানা গেল। ভাল লাগল লেখাটি।

২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২২| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: উগান্ডার মানুষ কালো বর্ণের হয় কেন??

২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: এটা জাতীগত কারন।
আমেরিকার লোক ফর্সা হয় কেন?

২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: এটা জাতীগত কারন।
আমেরিকার লোক ফর্সা হয় কেন?

২৩| ২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

জাহিদ হাসান বলেছেন: একদিন এই দেশ ছেড়ে উগান্ডার বাইরে চলে যাবো :|| :||

২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: না না কবি।
এরকম পাগলামো করা ঠিক হবে না।
আপনি বড়জোর বেড়াতে যেতে পারেন কিছুদিনের জন্য।

২৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪

পুলক ঢালী বলেছেন: উগান্ডা আমাদের চেয়ে ৪৪.৫২ গুন গরীব দেশ তবে ভিয়েতনামের মত আমাদের অতিক্রম করে গেলে অবাক হবোনা। ওরা কাঁচা ফড়িং খায়, সুতরাং ভেজে দিলে নিশ্চয়ই অনেক সম্মান করা হয়। :D
কোন প্রজাতি পাখীর কথা বললেন বুঝিনি।

২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: গরবী দেশ তো অবশ্যই। তবে ইদানিং তারা প্পড়া লেখায় খুব মনযোগ দিয়েছে। আমেরিকা থেকে তারা শিক্ষক এনেছেন।
সমুদ্রের তীরের পাখির কথা বলেছিল।

২৫| ২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭

তারেক ফাহিম বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।

২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

২৬| ২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: পড়লাম, জানলাম। কিন্তু মনে থাকবেন না কিছুই :(

২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: এর জন্য বারবার পড়বেন।
একবার পড়লে কারোই মনে থাকে না।

২৭| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২২

সমালোচক মন্তব্যকারী বলেছেন: ছবি অশ্লীল

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: আমার কাছে তা মনে হয়নি।

২৮| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: দারুণ! এসব জনগণ খুব আন্তরিক ভাবেই নতুন কিছু শিখে নেয়। আপনি যদি নতুন কোন প্রযুক্তি বা নতুন কোন কিছু অন্যকে জানাতে চান তাহলে ঘুরতে যেতে পারেন।

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: মন্তব্য বুঝি নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.