নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আসুন অস্ট্রেলিয়া দেশটি সম্পর্কে জানি

২৭ শে মে, ২০১৯ সকাল ৭:৫১



বড় ভাই, ভাবী অস্ট্রেলিয়া যাবে।
সাথে আমার কলিজার টুকরা পরীও যাবে। প্রায় একমাস থাকবে। অথচ আমি অস্ট্রেলিয়া সম্পর্কে কিছুই জানি না। তাই গত কয়েকদিন অস্ট্রেলিয়া দেশটি নিয়ে ব্যাপক পড়াশোনা করলাম। যে কোনো দেশ নিয়ে জানার আগ্রহ আমার সীমাহীন। একটি দেশ সম্পর্কে জানি আর বিপুল আনন্দ পাই। হয়তো এসব দেশে আমার কোনো দিনও যাওয়া হবে না, দেখা হবে না। যেহেতু আমার এসব দেশ সম্পর্কে জানার সুযোগ আছে, তাই সুযোগটা কাজে লাগাই। এবং আমি চাই আমার সাথে সাথে আপনারাও জানুন।

অস্ট্রেলিয়া হল একটি মহাদেশ।
আয়তন মোট ৮৫,৬০,০০০ বর্গকিলোমিটার। দেশটির জনসংখ্যা প্রায় ২৪.৯ মিলিয়ন। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা আর সিডনী বৃহত্তম শহর। সামুদ্রিক মাছের বাজারের জন্যও সিডনি বিখ্যাত। এই দেশটির পাসপোর্টে ১০৯টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়। অস্ট্রেলিয়ার প্রতিবেশী দেশ হচ্ছে নিউজিল্যান্ড নিউগিনি ও ইন্দোনেশিয়া। বিশাল এই অস্ট্রেলিয়া মহাদেশে অনেক গোত্র আর ভাষার সমাহার রয়েছে। পুরো অস্ট্রেলিয়া যেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। অত্যন্ত মনোমুগ্ধকর। দেশটির চারিপাশে যেদিকে তাকাবেন সেদিকেই মুগ্ধ হবেন। ভ্রমণের জন্য অস্ট্রেলিয়া একটি চমৎকার জায়গা। এক শ’ এর বেশি সমুদ্র সৈকত রয়েছে সিডনিতে। সব গুলোই এত সুন্দর আপনি দ্বিধায় পড়ে যাবেন কোনটা রেখে কোনটায় যাবেন।

প্রায় ৪০ থেকে ৫০ হাজার বছর আগে অস্ট্রেলিয়াতে প্রথম মানুষ বসতি স্থাপন করে। ব্রিটিশরা যেসব দেশে উপনিবেশ গড়েছে, সেসব দেশের মানুষ অত্যাচারিত হয়েছে। দুর্ভাগ্যবশত, অ্যাবরিজিন বা অস্ট্রেলিয়ার আদিম অধিবাসীদের ক্ষেত্রেও একই ভাগ্য বরন করতে হয়েছিল। ব্রিটিশ শাসনামলে অস্ট্রেলিয়ায় যত মানুষ মারা গেছে সবচেয়ে বেশি মৃত্যু ও ভয়াবহতার শিকার হয়েছে কুইন্সল্যান্ডে।



আমাদের দেশ থেকে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া অনেক কঠিন। খুব কঠিন নিয়ম কানুন। তবে অসম্ভব নয়। সমস্ত কাগজ পত্র ঠিক থাকলে কোনো বেগ পেতে হবে না। এই দেশে প্রতিদিন খাওয়া, থাকা এবং বেড়ানো বাবদ ব্যয় হবে আনুমানিক ১০০ ডলারের উপরে। অস্ট্রেলিয়ায় রোদ খুবই কড়া। টানা পনের বিশ দিন আপনি ঘোরাঘুরি করলে কালো হয়ে যাবেন। ত্বক পুড়ে যাবে আর সেটা স্বাভাবিক হতে লেগে যাবে অনেক দিন। স্থায়ীভাবে বসবাস করার জন্য অস্ট্রেলিয়ার বেশ ভালো দেশ।

১৮ বছরের উপরে ছেলে মেয়ে সকলে জব করে। সবকিছুর মূল্য অন্য দেশের চেয়ে অনেক বেশী এই দেশে। কর্মে তাদের কোন ছোটবড় ভেদাভেদ নেই বরং সাপ্তাহিক বেতনের যেকোন জব করতে পারলেই তারা খুশি। অস্ট্রেলিয়ার মানুষ টাকা জমানোর মানসিকতা নেই। তারা যেরকম ইনকাম করে ঠিক সেরকম খরচ করে। এই দেশে নারী ও শিশুর খুব প্রাধন্য। তাদেরকে সবার আগে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে শিশু। এই দেশে যে জন্মালো সে যেন সোনার চামুচ মুখে নিয়ে পৃথিবীতে এলো। পরিস্কার পরিচ্ছন্ন এ শহর। কোথাও কোন ময়লা ধুলো নেই। যানজট নেই। হাসপাতালে দালাল নেই। প্রতিটা নাগরিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। অস্ট্রেলিয়ার লোকজন কফি সংস্কৃতিতে আবদ্ধ। মিটিং করবেন তো কফি, বেড়াতে গেলেন তো কফি, আড্ডা দেবেন তো কফি। কফি পাগল অস্ট্রেলিয়ানরা।

প্রতিটা বাড়ীর সামনে ডাস্টবিন থাকে। কেউ রাস্তার মোড়ে ময়লা ফেলে না। রাস্তায় একজন অপরিচিত লোকের সাথে দেখা হলে তারা হ্যালো বলে। অস্ট্রেলিয়া গেলে যে জায়গা গুলো ঘুরে দেখতে হবে। লর্ড হাও দ্বীপ, সিডনি, ওলগাস, টুয়েলভ অ্যাপসটেলস, কাকাডু, গ্রেট বেরিয়ার রিফ ইত্যাদি। অস্ট্রেলিয়ার লোকজন খুব পড়াশোনা করে। জ্ঞানের শহর সিডনি। মানুষ যখনই ভ্রমণ করে বাসে কিংবা ট্রেনে, তখনই অনেকেই বই পড়তে থাকে। তারা অযথা সময় অপচয় করে না। রাস্তায় হাঁটতে হাঁটতে যদি কখনও মনে হয় বই পড়বেন, দেখবেন রাস্তাতেও ফ্রি গ্রন্থাগার রয়েছে। সিডনিতে খাবারেরও বৈচিত্রের শেষ নেই। কোন দেশের খাবার খেতে চান? চীনা, ভিয়েতনামিজ, ইতালিয়ান, জার্মানি, আরব দেশের খাবার নাকি বাংলাদেশের? সিডনি আসলে মনে হবে সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছেন। এক জায়গায় এত দেশের খাবারের স্বাদ গ্রহণের সুযোগ খুব কম শহরেই পাওয়া যায়।

প্রতিবছর লাখ লাখ শিক্ষার্থী পড়াশোনার জন্য সে দেশে পা রাখেন। বিশ্বের সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ের সাতটির অবস্থান অস্ট্রেলিয়ায়। বিদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়া সরকার প্রতিবছর ২৫ কোটি ডলার পর্যন্ত শিক্ষাবৃত্তির ব্যবস্থা করে থাকে। অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় গুলো সব দেশেই জনপ্রিয়।

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৯ সকাল ৮:১৪

বলেছেন: Informative post,,,

পরী যাচ্ছে মা বাবা ছাড়া!!

২৭ শে মে, ২০১৯ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: সমস্যা কি?

২| ২৭ শে মে, ২০১৯ সকাল ৯:৫০

বিষন্ন পথিক বলেছেন: "তারা অযথা সময় অপচয় করে না"
এলএমএও
ভালোই চেনালেন!

২৭ শে মে, ২০১৯ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: ?

৩| ২৭ শে মে, ২০১৯ সকাল ১০:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ। খুবই সুন্দর লাগলো।

২৭ শে মে, ২০১৯ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৪| ২৭ শে মে, ২০১৯ দুপুর ১২:০০

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: আল্লাহর রহমতে অস্ট্রেলিয়ার ভিসার ৪৫ টার উপরে ফাইল সাবমিট করছি এবং সব গুলাই ভিসা হোইছে ঃ)

২৭ শে মে, ২০১৯ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: গ্রেট।

৫| ২৭ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পরী একা কেন যাবে? তার মা-বাবা কেন যাবে না?

২৭ শে মে, ২০১৯ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: বাবা মার টাকা নেই।

৬| ২৭ শে মে, ২০১৯ দুপুর ২:২৮

আপেক্ষিক মানুষ বলেছেন: অনেক ভাল লাগল, এখন তো আমার অস্ট্রেলিয়া যাবার শখ হচ্ছে।

পরীর জন্য শুভ-কামনা।

২৭ শে মে, ২০১৯ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: অবশ্যই যাবেন।

৭| ২৭ শে মে, ২০১৯ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার উচিত, ঐ দেশে ১ মাস থেকে, ওদের দেশ চালনাটা বুঝার চেষ্টা করা।

২৭ শে মে, ২০১৯ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: তাতেও লাভ হবে না।
সে প্রতি বছর বহু দেশ ঘুরাঘুরি করে। এই যে গতকাল আবার গেল তিন দেশ সফরে।

৮| ২৭ শে মে, ২০১৯ বিকাল ৪:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: তথ্যবহুল পোস্ট।+

২৭ শে মে, ২০১৯ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ২৭ শে মে, ২০১৯ বিকাল ৪:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার উচিত, ঐ দেশে ১ মাস থেকে, ওদের দেশ চালনাটা বুঝার চেষ্টা করা।

ব্লগার রাজীব নূর কে আমরা সবাই চাঁদা তুলে ওই দেশে পাঠিয়ে দিতে পারি। আমি সেখানে গিয়ে মাস দুয়েক পোস্ট দিতে পারেন। এই পোস্টগুলো আমরা প্রতিদিন জাতীয় দৈনিক , জাতীয় টিভিতে ও জাতীয় ফেসবুকে প্রচারের ব্যবস্থা করব। দেশের মানুষ জানতে পারবে উন্নত একটা দেশ কিভাবে চালায়।

অস্ট্রেলিয়ার কোন মানুষ এত আগ্রহ সহকারে বাংলাদেশ ভ্রমণে আসবে না।
অস্ট্রেলিয়ার কোন ব্লগার তাদের ব্লগে জাতীয় কোন পোস্টও দিবেন না। আফসোস!

২৭ শে মে, ২০১৯ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: হা হা হা---

১০| ২৭ শে মে, ২০১৯ বিকাল ৪:৫৮

মাকার মাহিতা বলেছেন: চমৎকার পোষ্ট, ধন্যবাদ এমন একটি পোষ্ট করার জন্য!

অন্যদিকে, গুগলক্রোম ব্রাউজার থেকে সরাসরি সামহয়্যারইন ব্লগে ঢুকতে পারছি না কেন? উত্তর দিলে ধন্য হতাম!

২৭ শে মে, ২০১৯ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: সরকার বন্ধ করে দিয়েছে।
আশা করি এই সমস্যা কেটে যাবে অল্প দিনের মধ্যে।

১১| ২৭ শে মে, ২০১৯ রাত ১০:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:
চাঁদগাজী বলেছেন: - শেখ হাসিনার উচিত, ঐ দেশে ১ মাস থেকে, ওদের দেশ চালনাটা বুঝার চেষ্টা করা।

আমি বলি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর উচিত বাংলাদেশে এসে ১ মাস থেকে, এই দেশ কিভাবে চলে বুঝার চেষ্টা করা।

শালার পুতেরা অল্প কয়টা মানুষ পুরা মহাদেশ দখল করে বসে আছে।
পুরো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ সমগ্র অস্ট্রেলিয়া মহাদেশে যত লোক তার চেয়ে বেশী লোক আছে শুধু ঢাকা শহরেই।
নিজেরা একজন বাংলাদেশিকেও ঢুকতে দেয় না
কিন্তু বাংলাদেশকে কাটাতারে ঘিড়ে ১১ লাখ অবৈধ রহিঙ্গা ঢুকাইতে বাধ্য করেছে।

২৭ শে মে, ২০১৯ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট মন্তব্য করেছেন।

১২| ২৭ শে মে, ২০১৯ রাত ১১:৫৩

মেঘ প্রিয় বালক বলেছেন: অনেক কিছুই জানলাম অস্টেলিয়া সম্পর্কে।

২৮ শে মে, ২০১৯ ভোর ৬:৫০

রাজীব নুর বলেছেন: বাঁচতে হলে জানতে হবে।

১৩| ২৮ শে মে, ২০১৯ ভোর ৫:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
হাসান কালবৈশাখী বলেছেন:
চাঁদগাজী বলেছেন: - শেখ হাসিনার উচিত, ঐ দেশে ১ মাস থেকে, ওদের দেশ চালনাটা বুঝার চেষ্টা করা।

আমি বলি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর উচিত বাংলাদেশে এসে ১ মাস থেকে, এই দেশ কিভাবে চলে বুঝার চেষ্টা করা।

শালার পুতেরা অল্প কয়টা মানুষ পুরা মহাদেশ দখল করে বসে আছে।
পুরো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ সমগ্র অস্ট্রেলিয়া মহাদেশে যত লোক তার চেয়ে বেশী লোক আছে শুধু ঢাকা শহরেই।
নিজেরা একজন বাংলাদেশিকেও ঢুকতে দেয় না
কিন্তু বাংলাদেশকে কাটাতারে ঘিড়ে ১১ লাখ অবৈধ রহিঙ্গা ঢুকাইতে বাধ্য করেছে।

নিদারুণ সত্য কথা বলেছেন,স্যার।
বার্মা দেশটাকে আমি মন থেকেই দেখতে পারি না। আমার সামর্থ থাকলে বার্মার শীর্ষ নেতাকে কষে একটা চড় লাগাতাম। বিধাতা আমাকে সেই সামর্থ্য দেনননি। আফসোস!

২৮ শে মে, ২০১৯ ভোর ৬:৫৪

রাজীব নুর বলেছেন: আমরা সাধারন মানুষ।
একদেশের সাথে আরেক দেশের কূটনৈতিক সম্পর্ক তো বুঝি না।

১৪| ২৮ শে মে, ২০১৯ ভোর ৬:১৮

রুদ্র আতিক বলেছেন: অনেক তথ্য জানা হল । প্রাণবন্তও বটে !

২৮ শে মে, ২০১৯ ভোর ৬:৫৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৫| ২৮ শে মে, ২০১৯ সকাল ৯:১১

পদ্মপুকুর বলেছেন: তিথি এখন অস্ট্রেলিয়ায় থাকে

২৮ শে মে, ২০১৯ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: এই পোষ্ট টি আগেই পড়েছি।

১৬| ২৮ শে মে, ২০১৯ সকাল ১১:১৪

মাকার মাহিতা বলেছেন: প্রতিউত্তরের জন্য মেনি থ্যাংকস..।

২৮ শে মে, ২০১৯ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: ব্লগার হিসেবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে।

১৭| ২৮ শে মে, ২০১৯ বিকাল ৩:১৯

জাহিদ অনিক বলেছেন: অস্ট্রলিয়া দেশটি সম্পর্কে জানলাম। পরীর এক মাসের ভ্যাকেশনে শুভেচ্ছা রইলো।

২৮ শে মে, ২০১৯ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.