নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আসুন ইউসুফ জুলেখা সম্পর্কে জানি

১১ ই মার্চ, ২০২০ রাত ১১:০০



তৈমুস বাদশাহের কন্যা জুলেখা।
দারুন সুন্দরী। বেশ ধুমধাম করে বাদশা আজিজের সাথে তার বিয়ে হয়। তখন জুলেখার বয়স মাত্র ১৩ বছর। জুলেখার ভীষন বাচ্চার শখ। বাদশা আজিজের সমস্যা আছে। বাচ্চা হয় না। এদিকে পাঁচ বছর পার হয়ে গেছে। সারাদিন জুলেখা মন খারাপ করে থাকে। আজিজ ব্যস্ত থাকে তার রাজ দরবার নিয়ে। জুলেখার দিকে ফিরে তাকানোর তার সময় নেই। বয়সে ইউসুফ (আ) ছো। জুলেখা বড়। ৪/৫ বছরের বড়। ইউসুফ (আঃ) দারুন স্মার্ট ছিলেন। প্রচন্ড রুপবান এবং হৃদয়বান ছিলেন।

সাহিত্যিকেরা নানান রঙ রস মিশিয়ে ইউসুফ জুলেখার কাহিনী লিখেছেন।
যা মনগড়া। এমন কি মুখে মুখে নানান রকম গল্প প্রচিলিত আছে। যা বানোয়াট এবং ভিত্তিহীণ। বিভিন্ন সাহিত্যে ইউসুফ (আ.)-এর সঙ্গে জুলেখার পুনর্মিলনের বর্ণনা পাওয়া যায়। ইউসুফ-জোলেখা সেই মধ্যযুগের লেখকদের রচিত বাংলা সাহিত্যের একটি প্রণয়-কাব্য। তারও বহু আগে পনেরো শতকে শাহ মুহম্মদ সগীর এটি রচনা করেন।

ইউসুফ-জোলেখা কাব্যের বিষয়বস্তু প্রণয় কাহিনী।
সাহিত্যের সকল লেখকই কুরআন কাহিনী অবলম্বন করেছেন তবে ইউসুফ -জুলেখার মিলন দিয়ে সকলেই কাহিনী শেষ করেছেন। এটি স্পষ্টত কোরআনের খেলাফ। সত্যি কথা এই যে, জুলেখার সাথে ইউসুফের বিবাহ হয়েছিল এমন কোন ভিত্তি নেই। কুরানে জুলেখা নামটি নেই। বলা হয়েছে আজীজের স্ত্রী। কোন কোন তাফসিরকারক আজীজের স্ত্রির নাম দিয়েছে জুলেখা।

আজীজের স্ত্রী জুলেখা ইউসুফের রুপ আর সৌন্দর্যে মুগ্ধ ছিল।
সে ইউসুফকে বেশ কয়েকবার সহবাস করার জন্য আহবান জানায়। কিন্ত আল্লাহ ভীরু ইউসুফ তার এই আহবান থেকে নিজেকে মুক্ত রাখেন। জুলেখার প্রস্তাবে রাজী না হওয়াতে জুলেখা প্রচন্ড রেগে যায়। অপমানিত বোধ করে এবং রেগে গিয়ে কারাগারে বন্ধী করে রাখেন ইউসুফ (আ) কে।

কোরআনে ইউসুফ নবীর ঘটনাবলী একত্রে সাজিয়ে একটি সূরাতে সুন্দরভাবে বর্ণিত হয়েছে।
আর এর মধ্যে যেসব ঘটনা বর্ণিত হয়েছে, তা যেমনি অলৌকিক, তেমনি চমকপ্রদ ও শিক্ষণীয়। ইউসুফ (আ.) প্রথম জীবনে ক্রীতদাস, পরবর্তীতে জেলের আসামি এবং শেষ জীবনে মিসরের ক্ষমতাধর রাজকর্মচারী বা মন্ত্রী ছিলেন বলে ধারনা করা হয়। এর বাইরে তিনি ছিলেন আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞানের অধিকারী। স্বপ্নের ব্যাখ্যা প্রদানের দুর্লভ ক্ষমতা বা দক্ষতা তাকে প্রসিদ্ধ করে তোলে। তিনি নবী হিসেবে তৎকালে মূর্তি উপাসকদের মাঝে এক আল্লাহর একাত্ববাদ প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন।

পবিত্র কোরআনের ১২তম সূরার নাম ‘সূরা ইউসুফ’।
কোরআনের কাহিনী ইউসুফ জুলেখার প্রেম কাহিনী নয়। ইউসুফ [আঃ] এর প্রতিষ্ঠার কাহিনী। একজন নবীর প্রতিষ্ঠার কাহিনীকে গৌণ করে সেটিকে প্রেমোপাখ্যানে পরিণত করা সাহিত্যের আদালতে অপরাধ না হলেও নৈতিকতার দিক দিয়ে নীচ সন্দেহ নেই। নবীদের কাহিনীর নামে বাংলা ভাষায় অনেক বই রচিত হয়েছে। যা বাজারে রাস্তায়, ফুটপাথে বিভিন্ন যায়গায় কিনতে পাওয়া যায়। যা অত্যন্ত দুঃখজনক।

তাই আসুন আমরা কুরান পড়ি, কুরান নিয়ে গবেষনা করি।
নবীদের জীবন কাহিনী কুরান থেকেই জানার চেষ্টা করি। তার থেকে শিক্ষা নেই। নিজের জীবনকে সে আলোয় আলোকিত করি।

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০২০ রাত ১১:১৩

নেওয়াজ আলি বলেছেন: অনন্য লেখা।

১১ ই মার্চ, ২০২০ রাত ১১:১৭

রাজীব নুর বলেছেন: এই লেখা ধার্মিকদের ভালো লাগবে না।

২| ১১ ই মার্চ, ২০২০ রাত ১১:১৭

সোহানী বলেছেন: ভালো উদ্যোগ। শুরু করেন রাজিব ভাই, আমরা আছি আপনার সাথে।

১২ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৩

রাজীব নুর বলেছেন: ওকে।

৩| ১১ ই মার্চ, ২০২০ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:


মানুষের স্বপ্নের ব্যাখ্যা নেই; মানুষ যখন কাজ করেন, ভাবনা কাজকে ঘিরে থাকে; মানুষ যখন বিশ্রাম করেন, তখন বিবিধ বিষয়ে ভাবেন; মানুষ যখন ঘুমান, তখনও ভাবেন, কিন্তু তখন ভাবনাগুলো পরিপুর্ণ ভাবনা থাকে না; ঘুম থেকে জাগলে, উহা কেটে যায়।

১২ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৪

রাজীব নুর বলেছেন: তাহলে ইউসুফ নবি কিভাবে স্বপ্নের ব্যাখ্যা দিতেন??

৪| ১২ ই মার্চ, ২০২০ রাত ১২:০৭

বেঙ্গল রিপন বলেছেন: অন্য এক রাজীব নুর ভাইকে চিনলাম। খুব ভালো লাগলো :)

১২ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৪

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৫| ১২ ই মার্চ, ২০২০ রাত ১২:৩৯

কোথাও কেউ নেই বলেছেন: চমৎকার লেখা ।
আল্লাহ্‌ যেন আপনার জীবনকে বরকতময় করে দেন।

১২ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন: আমিন।

৬| ১২ ই মার্চ, ২০২০ রাত ৩:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কোন এক স্হানে পড়ে ছিলাম, খৃষ্টান ও ইহুদিরা অনেক গল্প কাহিনী রচনা করে
বাজারে ছাড়ত যেন ইসলাম প্রচারে বিঘ্ন ঘটে । এখন ভারতেও সেরকম কাজ শুরু
করেছে ।

১২ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন: এটা যুগ যুগ ধরেই চলছে। কেয়ামত পর্যন্ত অব্যাহাত থাকবে।

৭| ১২ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ওয়াজ মাহফিল। আজাহারি।

১২ ই মার্চ, ২০২০ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: হুম।

৮| ১২ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪০

খাঁজা বাবা বলেছেন: লেখক বলেছেন: এই লেখা ধার্মিকদের ভালো লাগবে না।
কেন? খারাপ কিছু ছিল কি?

১২ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: না খারাপ না।
তবে মনে হলো।

৯| ১২ ই মার্চ, ২০২০ সকাল ১০:১৩

ইসিয়াক বলেছেন: ওকে

১২ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: ইয়েস বস।

১০| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৩

নিভৃতা বলেছেন: ভালো লাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.