নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এটিএম শামসুজ্জামান এর মৃত্যুতে সাধারণ মানুষ যা ভাবছেন

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪২



১। ২০ ফেব্রুয়ারী ২০০৩..... গোলাম মুস্তফা।
১৩ ফেব্রুয়ারী ২০১২......হুমায়ুন ফরিদী।
আর আজ এটিএম শামসুজ্জামান।
ফেব্রুয়ারী কি তবে এমনই?

২। সাংবাদিক ছিলেন। লিখতেনও। গল্প চিত্রনাট্য, সংলাপ অারো কতো কি। একের পর এক ছবিতে ভিলেনের চরিত্র জনপ্রিয় করে তোলা অভিনেতা। গোলাপী এখন ট্রেনের মোড়ল, নানা ছবিতে নারী লোভী মাতবর, বিয়ে পাগল বুড়ো সবকিছুতে হিট।

৩। একটি অধ্যায়ের পরিসমাপ্তি। আপনার আত্মা শান্তি পাক ভীষণ প্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান। ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজিউন।

৪। কোনো এক বিনোদন ম্যাগাজিনে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল এ টি এম শামসুজ্জামানের আত্মজীবনী। শৈশবে পুরনো একটি সংখ্যা পেলাম সেই কাগজের। পড়লাম ধারাবাহিক লেখার একটি কিস্তি। সেখানে শক্তিমান এ অভিনেতা জানাচ্ছেন, কয়েকদিন যাবত তার বাসায় খাবার নেই। এসময় এক প্রযোজক এসে তাকে কিছু টাকা দিয়ে গেলেন। নতুন একটি সিনেমা বানাতে চান। চিত্রনাট্য লিখে দিতে হবে এ টি এম শামসুজ্জামানকে। এ জন্যই অগ্রিম টাকা দিলেন।
সেই টাকায় বিরানি কিনে আনলেন এ টি এম শামসুজ্জামান। বিরানি দেখে তাঁর স্ত্রী বললেন, “তুমি একটা পাগল”!
এটাই অকপটে জানালেন তিনি।
শক্তিমান এই অভিনেতার প্রতি মুগ্ধতা বাড়ল আরও। এমন সৃষ্টিশীল “পাগল”রা আছেন বলেই তো পৃথিবী এখনো বাসযোগ্য।

৫। মিথ্যাবাদী রাখালের গল্পটা সত্যি করে দিলেন এটিএম। আপনার অভিনয়ে আর সবার মতো আমিও মুগ্ধ।

৬। সুবিধাবাদী চরিত্রের বাস্তব রূপকার
লোকটি সত্যিই দুর্দান্ত অভিনেতা ছিলেন। ঢাকার নাটক-সিনেমায় ভাঁড়ামো ও খলচরিত্রে অভিনয় করে তিনি প্রশংসা কুড়িয়েছেন দর্শক-শ্রোতাদের। কেবল পর্দা বা মঞ্চে নয়, বাস্তব এবং কর্মজীবনেও আমরণ অভিনয়ই করে গেছেন তিনি। বাংলা সিনেমার অন্যতম মন্দ চরিত্রের রূপকার তিনি। নিজের কৃতকর্মকে আড়াল করতে মানুষকে যে-অভিনয় করতে হয়, তা কিন্তু কম কষ্টসাধ্য নয়! এইখানে তিনি প্রমাণ করেছেন দারুন পারঙ্গমতা।

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ইনি ছিলেন পাকিস্তানী বাহিনীর দোসর। স্বাধীনতার বিরুদ্ধে ও হানাদারদের পক্ষে নানা উদ্দীপনামূলক অনুষ্ঠান করতেন। স্বাধীনতার পর সাহিত্য-সংস্কৃতির অঙ্গনের দালাল শিল্পী ও বুদ্ধিবৃত্তিক সহযোগীদের চিহ্নিত করার জন্য ড. নীলিমা ইব্রাহিমের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছিল। সেই কমিটির সুপারিশে এটিএমকে রাষ্ট্রীয় বেতার ও টেলিভিশনে নিষিদ্ধ করা হয়। ১৯৭৫-এর রাজনৈতিক পটবদলের পর ফের রাষ্ট্রীয় মিডিয়ায় দোর্দণ্ড প্রতাপে ফেরার সুযোগ পান তিনি।

৭। অনেক শিল্পীরই বিকল্প তৈরি হয় কিংবা করা যায় কিন্তু এটিএম শামসুজ্জামানের কখনোই কোন বিকল্প ছিলো না, আর তৈরি হবে কিনা জানি না। তার প্রতিটি চরিত্রই ছিলো তার অভিনয় নৈপুণ্যে আলাদা বৈশিষ্ট্যের।

৮। মুক্তিযুদ্ধে বিশ্বাসী এই মহৎ হৃদয় মানুষের দেশপ্রেম আমাদের সকলের শিক্ষণীয় বিষয়।তার প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হলো তা কখনোই পূরণ হবেনা। বাংলাদেশ তার শ্রেষ্ঠ সন্তানদের একজনকে হারালো।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৬

নেওয়াজ আলি বলেছেন: কোন একটা ছবিতে কবিরাজের অভিনয় করে ছিলেন । ট্রেনে লেকচার দিয়ে বড়ি বিক্রি করেছেন । ডায়লগ ছিলো আমি ডাঃ খদম আলী আমার ওষুধে ------

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: হতে পারে।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৯

জগতারন বলেছেন:
এ, টি, এম,-এর অকাম, কুকাম তার বড় ছেলে একদম সহ্য করতে পারতোনা।
এ নিয়া এ, টি, এম'এর বড় ছেলে ও ছোট্ট ছেলে সবসময়ই দ্বন্দ লেগেই থাকতো। ছোট্ট ছেলে ছিল এ, টি, এম,-এর ভক্ত। এ সমস্ত নিয়াই একদিন বড় ছেলে বাবাকে অপমান করলে ছোট্ট ছেলে বড় ছেলেকে পটল তুলতে পাঠিয়ে দেয়। এবং এরই জের ধরে ছোট্ট ছেলে এখন লাল দালানবাড়ি অবস্থান করছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৭

জগতারন বলেছেন:
এ,টি,এম, এবং তার দুই পুত একদম খাঁটী এক নম্বরি আহসান হাবীব পিয়ার মার্কা নোয়াখাইল্লা মাল।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: নোয়াখালি অঞ্চলের মানুষের সমস্যা কি?

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সবথেকে বড়কথা ভানু থেকে আরম্ভ করে এখন পর্যন্ত বেশির ভাগ এই ধরনের অভিনেতাই আপনাদের বিক্রমপুরের।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: পুরো বিক্রমপুরে আমি একাই ব্যর্থ মানুষ।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৫

কলাবাগান১ বলেছেন: আমি আশা করি ১৯৭১ এর উনার রোলটা মিথ্যাভাবে প্রচার হচ্ছে..আর যদি সত্যি হয়, তবে ....রেস্পেক্ট টা আর থাকবে না

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: এগুলো সাধারণ মানুষের ভাবনা। এসব আমার বিশ্বাস হয় না।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৫৭

সোহানী বলেছেন: দুরকম কথা বলেছেন। একবার বলেছেন স্বাধীনতা বিরোধী আবার বলেছেন স্বাধীনতা স্বপক্ষে!!!

একজন শক্তিমান অভিনেতা।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: এগুলো আমার কথা না।
দেশের সাধারণ মানুষের কথা।

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৫

জগতারন বলেছেন:
ঐ মিঞা, অবান্তর প্রশ্ন করেন কেন ?
আপনার এই ব্লগ প্রবন্ধের মন্তব্যে আমি যে চার জন লোকের কথা বললাম; যথাঃ এ,টি,এম, এ,টি,এম'-এর দুই পুত, ও আহসান হাবীব পিয়ার। আমি কি বলেছি যে, তাদের সমস্যা আছে ? আমি যথা সম্ভব অল্প কথায় তাদের কিছু কর্ম কান্ডের কথা বলেছিলুম।

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: ওকে।
বুঝতে পেরেছি।

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২২

অক্পটে বলেছেন: "একবার বলেছেন স্বাধীনতা বিরোধী আবার বলেছেন স্বাধীনতা স্বপক্ষে!"

ওনার শেষ ডেস্টিনেশন ছিল আওয়ামীলীগ। সকল গুনাহ মাফ।

উনি চাননি দেশ ভাগ হোক। তাই তিনি পাকিস্তান সাপোর্ট করেছেন। তো কি সমস্যা?
শেখ মুজিবও চান নি দেশ ভাগ হোক। তো কি সমস্যা?

ওনার বড় পরিচয় উনি একজন সফল অভিনেতা। আমরা তার অভিনয়ে মুগ্ধ হয়েছি। উনি বাঙ্গালী, আমাদেরই লোক। ব্যস আর কিছু দরকার আছে?

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: ওকে। তাহলে হিটলারকে ক্ষমা করে দিন।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৭

অক্পটে বলেছেন: হিটলার আওয়ামীলীগে যোগ দিলে অবশ্যই সে ক্ষমা পাবে।
কোন সন্দেহ আছে আপনার?

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: হা হা হা----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.