নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

যে মানুষ ঈশ্বরের অংশ তার ভেতর এত ক্ষুদ্রতা কেন?

১৬ ই মার্চ, ২০২১ রাত ১২:৪৯



ক্যালেন্ডারের পাতা উল্টানো খুবই শখের একটা কাজ ছিল ছোটবেলায়। এ কাজে এত সিরিয়াস ছিলাম যে মাঝে মাঝে মাস শেষের দুই এক দিন আগেই কাজটি সেরে ফেলতাম। এখনও একাজটি অনেক আনন্দ নিয়ে করি। কোথাও যদি দেখি- মাস শেষ কিন্তু ক্যালেন্ডারের পাতা উলটানো হয়নি, তখন খুব রাগ হয়। দায়িত্ব মনে করে নিজেই পাতা উল্টিয়ে দেই।

কোরআনে আছে, একটি ভালো কথা এমন একটি ভালো গাছের মতো, যার শেকড় রয়েছে মাটির গভীরে আর শাখা-প্রশাখার বিস্তার দিগন্তব্যাপী, যা সারা বছর ফল দিয়ে যায়। প্রতিটি ভালো কাজই মানুষের মন জয় করে করতে হয়। আর মানুষের মন জয় করার একটি অব্যর্থ অস্ত্র হলো সুন্দর কথা।

একবার রাজার এক ভৃত্য পলায়ন করেছে।
রাজা তাকে প্রাণ দন্ডের আদেশ দিলেন। তাকে নিয়ে যাওয়া হলো জল্লাদের কাছে। জল্লাদ খড়গ তুলতে উদ্যত। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বেচারা কাতর স্বরে প্রার্থনা করলো, 'হে করুণাময় যারা আমাকে হত্যা করতে চাইছে তাদেরকে তুমি ক্ষমা কর। কারণ আমি তাদের ক্ষমা করেছি। বাদশা আমাকে প্রাণদন্ডের আদেশ দিয়েছেন এতে আমার কোনো দুঃখ নেই কারণ এই বাদশাহ আমাকে প্রতিপালন করেছেন। তুমি এদের সবার পাপ ক্ষমা করো'।

বাদশাহ ভৃত্যের ফাসির মঞ্চেই ছিলেন।
ভৃত্যের মৃত্যুকালীন প্রার্থনা শুনে তার চিত্ত বিগলিত হলো। তার সমস্ত রাগ পানি হয়ে গেল। সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, ওকে মুক্ত করে দাও।

রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্যে নোবেল পুরস্কার পান। পশ্চিমাদের অনেকেরই এটা সহ্য হচ্ছিলো না বরং গাত্রদাহ হচ্ছিলো। একবার এক পশ্চিমা সাহেব রবীন্দ্রনাথকে বলেই বসলেন, গীতাঞ্জলি বইটি দারুণ হয়েছে। আসলে কে তোমার হয়ে ওটা লিখে দিয়েছিলো? সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো কবি গুরুর বুদ্ধিদীপ্ত উত্তর, তার আগে বলো দেখি, কে আসলে তোমাকে পড়ে দিয়েছিলো, গীতাঞ্জলির মতো কাব্য।



মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০২১ রাত ২:২০

এস এম মামুন অর রশীদ বলেছেন: ইদানিং আপনার শিরোনাম আর মূল লেখায় তেমন মিল পাওয়া যায় না। আপনি তো সুবিধাবাদী নন মনে হয়, আপনাকে কেন মৃত মানুষের স্থানটি নিতে হবে?

১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩৩

রাজীব নুর বলেছেন: সহমত।

২| ১৬ ই মার্চ, ২০২১ ভোর ৫:৫৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কোথা থেকে গোলাপ ফুল এতো সুন্দর রং ও গন্ধ পায়।

১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: এ আমার নিখুঁত প্রভুর কাজ।

৩| ১৬ ই মার্চ, ২০২১ সকাল ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:




আপনাকে ২/১ জন চ্যালেন্জ করছেন, আপনি কেন সুরাহ ইত্যাদি নিয়ে পোষ্ট দিচ্ছেন।

১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: সূরা নিয়ে পোষ্ট আজ একটা দিবো।

৪| ১৬ ই মার্চ, ২০২১ সকাল ৭:৫৩

নজসু বলেছেন:




নজরুল তুমি করিয়াছো ভুল,দাঁড়ি না রাখিয়া রাখিয়াছো চুল।
গুরুদেব তুমি রসের হাড়ি,চুল না রাখিয়া রাখিয়াছো দাঁড়ি।

প্রিয় ভাই, আপনি তো ঈশ্বর মানেন না। তাহলে কিভাবে স্বীকার করলেন, মানুষ ঈশ্বরের অংশ ?
আপনি কি কোরান বিশ্বাস করেন প্রিয় ভাই? কোরানের উদ্ধৃতি দিলেন যে!

১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: আমার দুটা সত্তা। এক সত্তা ঈশ্বর মানে। আরেক সত্তা ঈশ্বর মানে না।

৫| ১৬ ই মার্চ, ২০২১ সকাল ৯:৫৫

জুল ভার্ন বলেছেন: ক্ষুদ্রতা আছে বলেইতো মানুষ, ক্ষুদ্রতা না থাকলে সব মানুষই হতো ভগমান।

১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: মানুষ তো সৃষ্টির সেরা জীব।

৬| ১৬ ই মার্চ, ২০২১ সকাল ১০:৩৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ ভাল পোস্ট । বাদশা আমাকে প্রতিপালন করেছে , এ কথা বলাতে তো তার ইমান ই নস্ট হয়ে গেছে ।

১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: ইমান। হায় ইমান।

৭| ১৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:২৩

Subdeb ghosh বলেছেন: ছবিটি আপনাি তুলেছেন?

১৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩৮

রাজীব নুর বলেছেন: হ্যা আমার তোলা ছবি।

৮| ১৬ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ইশ্বর কি আত্নহত্যা করতে পারেন?
মানুষ আত্নহত্যা করতে পারে।
অথচ ইশ্বর পারেন না।

১৭ ই মার্চ, ২০২১ রাত ২:২৪

রাজীব নুর বলেছেন: এখানেই ঈশ্বরের ব্যর্থতা।

৯| ১৭ ই মার্চ, ২০২১ সকাল ৯:১০

এমেরিকা বলেছেন: মানুষ কোনভাবেই ঈশ্বরের অংশ নয় - মানুষ ঈশ্বরের একটি বৈচিত্র্যপূর্ণ সৃষ্টি কর্ম।

আপনি চাদ্গাজীদের কথায় কান দেবেন না। সূরা নিয়ে আপনার পোস্ট দিয়ে যান। যে আপনাকে যাই বলুন - স্রেফ ইগনোর করে যান।

১৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: শুকরিয়া। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.