নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বৈষয়িক যে কোনো জিনিস হারালে আপনি পাবেন। কিন্তু একটা জিনিসই হারালে আর পাওয়া যায়না তা হলো মানুষের জীবন। মানুষ যখন অপারেশান থিয়েটারে যায় তখন সে কেবলি অনুধাবন করে- কেন জীবনের মূল্যটা আগে বুঝিনি!! জীবনের যে স্টেজেই আপনি আজ থাকুন না কেন- মৃত্যু পর্দা আপনার জীবনের সামনে হাজির হবেই। সাঙ্গ হবে জীবন। তাই, এই নশ্বর জীবনের পরিসমাপ্তির আগে পরিবারের জন্য, আপনজনের জন্য, বন্ধুদের জন্য হৃদয়ে সবসময় ভালোবাসা রাখুন। নিজের জীবনটাকে ভালোবাসুন। ঠিক নিজের মতো করে অন্যকেও ভালোবাসুন। কি অসহায়ত্ব আমাদের! আমরা সবাই আসলে অসহায়, একেক জন একেকভাবে। বাংলাদেশের ‘শিক্ষিত’ লোকদের একটা অংশের মধ্যে বিজ্ঞান-বিরোধী কথাবার্তা প্রচার করা ফ্যাশনের মতো ব্যাপারে পরিণত হয়েছে
১। আমাগো পদ্মা নদী।
২।
গ্রামে ভ্যান, রিকসা আর অটো চলাচলের রাস্তা গুলো পাকা করার দোরকার আছে।
৩। একসময় সোনার গাও, রেডসন আর শেরাটন হোটেলে যত অনুষ্ঠান হতো- সে সব অনুষ্ঠানের ছবি আমি তুলতাম।
৪। একটি ফুটপাতের দোকান। বায়তুল মোকাররম।
৫। পরী যখন ছোট ছিলো।
৬। শাহেদ জামাল এবং নীলার একটি পুরোনো ছবি।
৭। এই জমিটা ক্ষমতার জোরে দখল করে নিয়েছে।
৮। এই খেলার পেছনে কাজ করছে রাজনীতি।
৯। এই খাবার গুলোর মধ্যে ইলিশ মাছের ভর্তাও আছে।
১০। সংসদ ভবনের দুই পাশের রাস্তা এই গাছ গুলোর জন্যই বেশী ভালো লাগে।
১১। বাংলাদেশেও খেজুর হয়। তবে মধ্যপ্রাচ্য দেশ গুলোর মতোন নয়।
১২। মুক্তিযোদ্ধাদের পরে এই দেশে কৃষকদের অবদান সবচেয়ে বেশী।
১৩। গাড়ি থেকে এইভাবে মাথা ভর্তি করে সাত তলায় উঠে।
১৪। আমাদের পরী।
১৫। সেদিন পহেলা বৈশাখ উপলক্ষ্যে মাটির থালা বাটি গ্লাসে করে খেয়েছি।
১৬। এই পৃথিবীতে ফুল এবং শিশু সবচেয়ে বেশী সুন্দর।
১৭। আমার বন্ধু শাহেদ জামাল এবং নীলা।
১৮। কে তুমি নন্দিনী?
২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন: সুন্দর সব ছবি, ভালো হয়ছে। ১ নাম্বার ছবিটি আরো ভালো হতে পারতো।
৩| ২২ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মুক্তিযোদ্ধারা অবদান রেখেছেন কেবল ১৯৭১ সালে।
আর কৃষকরা ১৯৭১ অবদান রেখেছেন।
পরেও রেখেছেন।
আজো রেখে চলেছেন।
আমি নিজেও এক জন চাষী ছিলাম।
সামান্য পড়াশোনা জানি বলে এখন মালয়েশিয়াতে কামলা দিচ্ছি।
৪| ২২ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২১
উম্মে সায়মা বলেছেন: প্রকৃতির ছবি আমার সবসময় ভালো লাগে। দেখতেও, নিজে তুলতেও।।
৫| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ৮:০৫
মেহেদি_হাসান. বলেছেন: অনেকদিন পরে ব্লগে ফিরে আপনার লেখাটাই প্রথমে পড়লাম। চমৎকার ছবি ব্লগ।
শাহেদ জামাল তাহলে আপনিই অবশ্য আমি সন্দেহ করেছিলাম আপনি তখন অস্বীকার করেছেন।
৬| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৩৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এতো সুন্দর পদ্মা নদিকে কি করেছেন?সব ছবি সুন্দর বিশেষ করে ১৪ নং পরীর ছবি।১৮ মনে হয় নীলা।এই চাবি গুলোকে আপনাদের ক্যামেরাম্যানদের ভাষায় কি ছবি বলে?
৭| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ৯:২৯
কলাবাগান১ বলেছেন: নেট স্লো...ছবি ঝাপসা .....।
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৫
জুল ভার্ন বলেছেন: চমৎকার সব ছবি!