নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দশটি হাদীস

২২ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৪৯


বিসমিল্লাহির রহমানির রহিম।

কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, ‘রাসুল (সা.) তোমাদের যা দিয়েছেন তোমরা তা ধারণ করো আর তিনি যা বারণ করেছেন তা হতে বিরত থাকো।’

১। নবি করিম (স.) বলেছেন: ‘যে ব্যক্তি ঘুমানোর পূর্বে আয়াতাল কুরসী পড়ে, মহান আল্লাহ্ তাকে রক্ষার জন্য একটি ফেরেশতা নিযুক্ত করেন যাতে সে সুস্থ অবস্থায় সকালে পৌঁছায়’ (বা জাগ্রত হয়)।

২। মুহাম্মাদ (স.) বলেছেন: ‘যে ব্যক্তি কোন মুসলিম বৃদ্ধকে সম্মান করে, মহান আল্লাহ্ তাকে কেয়ামতের দিনের ভয় হতে নিরাপত্তা দান করেন’।

৩। মহানবী (স.) এমন একদল লোকের মাঝ দিয়ে অতিক্রম করছিলেন যাদের মধ্যে শক্তিধর এক লোক ছিল। যে বড় বড় পাথর উত্তোলন করছিল এবং উপস্থিত লোকেরা তাকে ভার উত্তোলনের বীর হিসেবে বাহবা দিচ্ছিলো। আর ঐ ক্রীড়াবিদের কর্মকাণ্ডে সকলে অবাক হচ্ছিল। আল্লাহর নবী (স.) জিজ্ঞেস করলেন: এখানে লোক সমাগমের কারণ কি? জনগণ ভার উত্তোলক ঐ ব্যক্তির কর্মকাণ্ডের কথা সম্পর্কে মহানবী (স.) কে অবগত করলো। রাসূলে আকরাম (স.) বললেন: ‘তোমাদেরকে কি বলবো না যে, এ ব্যক্তির চেয়ে শক্তিশালী কে?
তার চেয়ে শক্তিশালী হচ্ছে সে, যাকে গালী দেওয়া হয় কিন্তু সে ধৈর্য্য ধারণ করে নিজের প্রতিশোধ পরায়ন নফসের উপর নিয়ন্ত্রন রাখে এবং নিজের শয়তান ও তাকে গালি দানকারী শয়তানের উপর বিজয়ী হয়।

৪। নবী করিম (সাঃ) বলেছেন- যে ব্যক্তি মানুষকে কষ্ট দিবার জন্য খাদ্যসহ যাবতীয় জিনিসপত্র বেশী দামে বিক্রয়ের উদ্দেশ্যে গুদামজাত
করিয়া রাখে আল্লাহতায়ালা তাকে কষ্ট, রোগ ও দারিদ্রতার রোগে আক্রান্ত করিবেন।

৫। নবী করিম (সাঃ) বলেছেন- যে কোরআন পড়িয়া ভুলিয়া যায় কেয়ামতের দিন সে আল্লাহর সহিত কান ও নাক কাটা অবস্থায় সাক্ষাৎ করিবে।

৬। উসামা ইবনে শারিক (রা.) বর্ণনা করেছেন, একদা আমি রাসূল (সা.) এর নিকট আসলাম, তাঁর সাথীগণ তখন এমন শান্তভাবে বসে ছিল যেন তাদের মাথায় পাখি বসে আছে। আমি সালাম দিয়ে বসে পড়লাম। মরুভূমির কিছু আরব লোক আসলো আশপাশ থেকে। অতঃপর তারা রাসূল (সা.)- কে জিজ্ঞেস করলো, আমরা কি কোনো চিকিৎসা গ্রহণ করতে পারবো?
তিনি উত্তর দিলেন: চিকিৎসা গ্রহণ করো, কেননা আল্লাহ প্রতিকার ছাড়া কোনো অসুখ তৈরি করেন নি, শুধু একটি রোগ ব্যতীত, আর তা হলো বার্ধক্য।’

৭। নবীজি (সা.) বিশেষত প্রতি সোমবার রোজা পালন করতেন। সাহাবাগণ এর কারণ জানতে চাইলে নবীজি (সা.) বলেন, ‘এই দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার প্রতি ওহি নাজিল হয়েছে।’

৮। এক রাতে রাসুল (সা.) বললেন, হে আয়েশা, আমাকে ছাড়ো। আমার রবের ইবাদত করব। আয়েশা বললেন, আল্লাহর শপথ, আপনার সান্নিধ্যে থাকতে ভালোবাসি। আপনাকে আনন্দিত দেখতে পছন্দ করি। নবীজি উঠে অজু করেন। অতঃপর নামাজ আদায় করেন। তখন কাঁদতে কাঁদতে তাঁর কোল ভিজে যায়। তিনি তখন বসা। অশ্রুতে তাঁর দাড়ি ভিজে যায়। এরপর জমিনও ভিজে যায়। বিলাল (রা.) এসে তাঁকে নামাজের জন্য ডাকেন। রাসুলকে কাঁদতে দেখে বললেন, হে আল্লাহর রাসুল, আপনি কেন কাঁদছেন, অথচ আল্লাহ আপনার পূর্বাপর সব গুনাহ ক্ষমা করেছেন। তখন তিনি বললেন, ‘আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না?’ রাতে আমার ওপর এই আয়াত অবতীর্ণ হয়। কেউ তা পাঠের পরও চিন্তা না করলে তার জন্য ধ্বংস। আল্লাহ বলেন, আসমান-জমিন সৃষ্টি ও দিন-রাতের আবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে।’

৯। কবর দেখলে রাসুল (সা.) কান্না করতেন। রাসুল (সা.) নিজ মায়ের কবর জিয়ারত করে কান্না করেন। আশপাশের সবাইও কান্না করে। অতঃপর তিনি বলেন, আমার রবের কাছে মায়ের জন্য ক্ষমা প্রার্থনার আবেদন করি। আমাকে অনুমতি দেওয়া হয়নি। তাঁর কবর জিয়ারতের আবেদন করলে অনুমতি দেওয়া হয়। অতএব তোমরা কবর জিয়ারত করো। কেননা তা তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করাবে।

১০। হজরত আদম (আ.) কৃষি কাজ করতেন। হজরত ইদরিস (আ.) সেলাই কাজ করতেন। হজরত দাউদ (আ.) লোহার বর্ম বানাতেন। আমাদের নবীজি (সা.)ও নিজে ব্যবসা করেছেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে ও আল্লাহকে অধিক স্মরণ করবে, যাতে তোমরা সফলকাম হও।
অর্ধেকটা খেজুর দান করেও তোমরা নিজেদের জাহান্নাম থেকে বাঁচাতে পারো। যদি তা-ও না থাকে, তবে সুন্দর করে কথা বলো।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১০:০৪

কবীর হুমায়ূন বলেছেন: হাদিসগুলো পড়লাম। আল্লাহ তা মানার মতো তৌফিক আমাদেরকে দান করুক। আমিন।

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৪০

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, আপনি চারিপাশে যা দেখেন, সেগুলো লেখার দরকার।

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: সহমত।
আমার লেখার বিষয়ের অভাব নাই।
মাঝে মাঝে এসব লিখে ধার্মিকদের আনন্দ দেই।

৩| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ৫। নবী করিম (সাঃ) বলেছেন- যে কোরআন পড়িয়া ভুলিয়া যায় কেয়ামতের দিন সে আল্লাহর সহিত কান ও নাক কাটা অবস্থায় সাক্ষাৎ করিবে।

বাংলাদেশে অনেক নিরক্ষর লোক আছে যারা বাংলা পড়তে পারে না, কিন্তু আরবি কোরআন পড়তে পারে। কোরআন পড়তে পারলেও তারা তার অর্থ জানেনা।

পড়িয়া ভুলিয়া যায় যাওয়া অর্থ কি?
আরবি পড়তে শিখে পরে ভুলে যাওয়া?
নাকি -
কোরআন পড়ে সেই মোতাবেক কাজ করতে ভুলে যাওয়া?

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২৭

রাজীব নুর বলেছেন: তা আমি জানি না। হাদীস এই পর্যন্তই ছিলো।
আমি আমার মতবাদ দিতে পারি। জানতে চান?

৪| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১১:০৩

বিদ্রোহী সিপাহী বলেছেন: ধর্ম মানা না মানাও তকদির। মানলে তাল গাছ না মানলে যা ইচ্ছা!

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২৮

রাজীব নুর বলেছেন: সহমত।

৫| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: তা আমি জানি না। হাদীস এই পর্যন্তই ছিলো।
আমি আমার মতবাদ দিতে পারি। জানতে চান?

ধর্ম বিষয়ে আপনার বা অন্য কারো মতামতের কোনো মূলে নেই। শুধু মাত্র আমার মতামতের মূল আছে, যতক্ষন ডর্যন্ত সেটা অন্য কেউ ভুল প্রমান করতে না পারছে।

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১:০৫

রাজীব নুর বলেছেন: ওকে। মানলাম। তর্ক করবো না।

৬| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ২:৩৭

সিগনেচার নসিব বলেছেন: বরাবরের মতই হাদিস পড়লাম।
ব্লগে আসলে আপনার পোস্ট পড়া হয় অনেক সময় মন্তব্য করা হয় না সময় সল্পতার কারনে।

আল্লাহর কুদরতের ব্যাপারগুলো আমাদের পক্ষে সঠিকভাবে বুঝা সম্ভব না
তাই অলৌকিক কিছু মনে হলেও এসব নিয়ে কখনও মাতামাতি করি না।
মানুষের বিভিন্ন রকম অনুভূতি নিয়ে খেলা করে আসল ঘটনা ধামাচাপা দেয়া এদেশের ঐতিহ্য।
হাদিস কোরআন বাদ দিয়ে সমসাময়িক পেক্ষাপটের উপর পোস্ট লিখুন। যেহুতু হাদিস কোরআনে আপনার আস্থা সীমিত।

আমার ধারণা আপনি একজন ক্রিয়েটিভ মানুষ আশা করছি সৃজনশীল কিছু বের হয়ে আসবে।
অশেষ শ্রদ্ধা ও শুভেচ্ছা জানবেন।

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ২:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৭| ২৩ শে এপ্রিল, ২০২১ ভোর ৫:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আলহাজ্জ রাজিব নুর খান ভাগ্যকুলী শ্রীনগরী।

২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: আমি ভাগ্যকুলের না। ভাগ্যকুলের পাশের অঞ্চল আমাদের।

৮| ২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার হাদিসগুলোর উদ্ধুতি দেবার জন্য
আপনাকে ধন্যবাদ। আল্লাহতালা হাদিসগুলো
আমাদের সবাইকে আমল করার তৌফিক
দান করুক। আমিন।

অ/টঃ আপনি কি হাদিসগুলো বিশ্বাস করেন?
নাা বিশ্বাস করলে আপনার গুরু আপনাকে পরামর্শ
দিয়েছেন আপনি চারপাশে যা দেখেন তা লিখতে।

২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: এরকম হাদীস আমি নিজেও প্রতিদিন দশটা পয়দা করতে পারি।

৯| ২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


লেখক বলেছেন: আমি ভাগ্যকুলের না। ভাগ্যকুলের পাশের অঞ্চল আমাদের।


তাহলে শ্রীনগরী।


২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: জ্বী।

১০| ২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:২২০

লেখক বলেছেন: জ্বী।


তাহলে তো বাবুনগরী আর শ্রীনগরী পাশাপাশি হয়ে গেল।

২৩ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

রাজীব নুর বলেছেন: তাহলে আপনি দোহারী?

১১| ২৪ শে এপ্রিল, ২০২১ সকাল ৮:৩৪

লাতিনো বলেছেন: আশ্চর্য ব্যাপার! লাল ছাগলের মন্তব্যও সামুর মডারেশন মোছার যোগ্য মনে করে। আমি তো ভাবতাম একে গ্রীন কার্ড দেওয়া আছে।

২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: দেখুন, আপনি সমানে একজন ব্লগারকে ছাগল ডেকে যাচ্ছেন কতদিন ধরে। অথচ আপনাকে ব্লগ এডমিন কিছুই বলছেন না।

১২| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৯:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন: তাহলে আপনি দোহারী?

আমি কখনোই হুজুরদের মত ওয়াজ বিষয় কোন পোস্ট দিব না।

২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: এটাই ভালো।

১৩| ২৫ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:১০

লাতিনো বলেছেন: আমি ছাগলকে ছাগল বলেছি, তাই এডমিন কিছু বলছেনা। যদি কোন মানুষকে ছাগল বলতাম, তাহলে অবশ্যই ব্যান করে দিত। এডমিনও চেনে কে মানুষ আর কে ছাগল।

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১১:২১

রাজীব নুর বলেছেন: এডমিন আপনাকে প্রতিদিন ধরবে না। হঠাত একদিন ধরবেন।

১৪| ২৫ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনি আধুনিক মানুষ।
আপনি কেন হুজুরদের মতো নীচ কাজ করতে যান।
আপনি উদার মানুষ।
আপনার কাজ হবে উদার।

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: ইয়েস। ইউ রাইট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.