নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
১। আমরা এক সমাজে বাস করি যেখানে অর্থটাই সব। অর্থ বা টাকা থাকলে এখানে মানুষ খুন করেও হজম করে ফেলা যায়।
২। কঠোর লকডাউন চলছে। আমি কি এর মধ্যে গ্রীনরোড থেকে শাহবাগ যেতে পারবো? রাস্তায় পুলিশ কেমন?
৩। দুনিয়াতে ভদ্র ব্যবহারের দাম নাই। ভদ্রতাকে অনেকেই দুর্বলতা ভাবে।
৪। নব্বই দশকে যাত্রা দেখতে ব্রাহ্মণবাড়ীয়া থেকে কসবার কুটি গিয়েছিলাম। পালার নাম: “পৃথিবী টাকার গোলাম” নামটা এখনো প্রাসঙ্গিক এবং থাকবে।
৫। বাংলাদেশের মানুষ যদি জানতে পারে দুইদিন পর কেয়ামত। তাৎক্ষনিক তাসবীহ আর জায়নামাজের দাম বাড়িয়ে দিবে!
৬।আমাদের বিখ্যাত বুদ্ধিজীবী ,পন্ডিত, কবি, সাহিত্যিক , উপন্যাসিক আর সাংবাদিকরা সারা বছর রোজা থাকেন। কোন জরুরী বিষয়েও তারা কথা বলেন না।
৭। আপনাদের অনেকে মুনিয়াকে পতিতা, রক্ষিতা, লোভী বলে চিল্লাচ্ছেন, কিন্তু বদমাইশ, লুচ্চা, পারভার্ট এমডি আনভিরকে কিছু বলছেন না, কেন? তা হলে কি আপনারাও আনভিরের মতো চরিত্র নিয়ে তার পক্ষের লোক? আর যে নারীরা মুনিয়াকে গালিগালাজ করছেন, তারাও কি পরোক্ষভাবে পুরুষতন্ত্রের রক্ষিতা?
৮। মাফিয়াদের, গডফাদারদের নিয়ে বানানো বলিউড মুভি দেখে মানুষ ভাবে, এসব সিনেমাতেই সম্ভব, বাস্তবে নয়। তারা জানেন না বাস্তবে গডফাদারদের গল্প আরো ভয়ংকর, আরো পাশবিক, আরো দুর্ধর্ষ।
৯। শিল্পী মমতাজের পিএইচডি ডিগ্রী লাভের পরপরই ঐ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়! বাউলা পাওয়ার!
১০। আপনি কতটা বোকা তা বুঝার জন্য খুব বেশি কষ্ট করতে হবে না। শুধু এই লেখাটা শেষ পর্যন্ত পড়তে হবে...
২৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:২৭
রাজীব নুর বলেছেন: সামু ব্লগে আমার দিন শেষ। শেখ মুজিবের বাংলাদেশ।
অন্য কোনো ব্লগ খোঁজা শুরু করতে হবে।
২| ২৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন: অপেক্ষা করেন
২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪১
রাজীব নুর বলেছেন: আর কত??
মাথার সব চুল সাদা হয়ে যাওয়া পর্যন্ত?
৩| ২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার লেখার শিরোনামঃ যীশু একমাত্র সর্বশক্তিমান সত্য
এটাই কি আপনার বিশ্বাস ? নাকি পরে আবার মত পরিবর্তন করবেন?
৭। আপনা মাংসে হরিণা বৈরী।
বাংলা ভাষার আদি কবি ভুসুকুপা হরিণ-হরিণীর দুঃখ নিয়ে গান লিখেছিলেন।
সে গানে আছে “অপণা মাংসেঁ হরিণা বৈরী”। হরিণের মাংস সুস্বাদু বলে শিকারি
তার পেছনে তীর হাতে ছোটে। হরিণের মাংস বিস্বাদ হলে শিকারি হরিণের দিকে
চোখ তুলে চেয়েও দেখত না। কাজেই হরিণ নিজেই নিজের শত্রু। প্রাচীন বাংলা
সাহিত্যের কবি শিকারির ওপর দোষ না রেখে ভিকটিম হরিণের ওপর দোষ চাপিয়ে
দিয়েছেন। কবির কথার পক্ষে-বিপক্ষে অনেক যুক্তি থাকতে পারে,
তবে কবির কথাটা রূঢ় বাস্তব।
আমি আগেও দু/একটি পোস্টে এ্ই একই মন্তব্য করেছি
কারন এ ছাড়া আমার আঙ্গুেলে আর কিছু আসছেনা। দুঃখিত
একই কথা বার বার বলার জন্য।া
ি
আপনার লেখার
৭। আপনা মাংসে হরিণা বৈরী।
বাংলা ভাষার আদি কবি ভুসুকুপা হরিণ-হরিণীর দুঃখ নিয়ে গান লিখেছিলেন।
সে গানে আছে “অপণা মাংসেঁ হরিণা বৈরী”। হরিণের মাংস সুস্বাদু বলে শিকারি
তার পেছনে তীর হাতে ছোটে। হরিণের মাংস বিস্বাদ হলে শিকারি হরিণের দিকে
চোখ তুলে চেয়েও দেখত না। কাজেই হরিণ নিজেই নিজের শত্রু। প্রাচীন বাংলা
সাহিত্যের কবি শিকারির ওপর দোষ না রেখে ভিকটিম হরিণের ওপর দোষ চাপিয়ে
দিয়েছেন। কবির কথার পক্ষে-বিপক্ষে অনেক যুক্তি থাকতে পারে,
তবে কবির কথাটা রূঢ় বাস্তব।
আমি আগেও দু/একটি পোস্টে এ্ই একই মন্তব্য করেছি
কারন এ ছাড়া আমার আঙ্গুেলে আর কিছু আসছেনা। দুঃখিত
একই কথা বার বার বলার জন্য।শি
আপনার লেখার
৭। আপনা মাংসে হরিণা বৈরী।
বাংলা ভাষার আদি কবি ভুসুকুপা হরিণ-হরিণীর দুঃখ নিয়ে গান লিখেছিলেন।
সে গানে আছে “অপণা মাংসেঁ হরিণা বৈরী”। হরিণের মাংস সুস্বাদু বলে শিকারি
তার পেছনে তীর হাতে ছোটে। হরিণের মাংস বিস্বাদ হলে শিকারি হরিণের দিকে
চোখ তুলে চেয়েও দেখত না। কাজেই হরিণ নিজেই নিজের শত্রু। প্রাচীন বাংলা
সাহিত্যের কবি শিকারির ওপর দোষ না রেখে ভিকটিম হরিণের ওপর দোষ চাপিয়ে
দিয়েছেন। কবির কথার পক্ষে-বিপক্ষে অনেক যুক্তি থাকতে পারে,
তবে কবির কথাটা রূঢ় বাস্তব।
আমি আগেও দু/একটি পোস্টে এ্ই একই মন্তব্য করেছি
কারন এ ছাড়া আমার আঙ্গুেলে আর কিছু আসছেনা। দুঃখিত
একই কথা বার বার বলার জন্য।
২৯ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৫৫
রাজীব নুর বলেছেন: হ্যা আমার বিশ্বাস। তবে এই বিশ্বাস দীর্ঘদিন থাকবে না। যে কোনো সময় পরিবর্তন হতে পারে।
৪| ২৯ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
হুজুররা মনে হয় হারতে শুরু করেছে।
২৯ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৫৬
রাজীব নুর বলেছেন: হুজুরদের দিন শেষ।
৫| ৩০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: হ্যা আমার বিশ্বাস। তবে এই বিশ্বাস দীর্ঘদিন থাকবে না। যে কোনো সময় পরিবর্তন হতে পারে।
এ্জন্যই আপনাকে এরশাদ উপাধি দেওয়া হয়েছে
তার ও কথার ঠিক থাকতোনা, সকালে যা বলতেন
বিকেলে হার উল্টাটি !!
৩০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: এই উপাধি যে আমাকে দিয়েছেন, সে আমার উপর অন্যায় করেছেন।
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ৫। বাংলাদেশের মানুষ যদি জানতে পারে দুইদিন পর কেয়ামত। তাৎক্ষনিক তাসবীহ আর জায়নামাজের দাম বাড়িয়ে দিবে!
সহী বলেছেন গুরু।