নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বাঁধ ভেঙ্গে যাচ্ছে

৩০ শে এপ্রিল, ২০২১ রাত ২:৩৬

ছবিঃ আমার তোলা।

১। একজন দেবতা বললেন, তোমাকে একটা মাত্র বর দেওয়া হবে। যা খুশি চাইতে পারো।
সমস্ত অন্তর দিয়ে সে বলল, পৃথিবীর কোনো সম্পদ চাই না, চাই না টাকা, সাম্রাজ্য, খ্যাতি-সফলতা বা ক্ষমতা। শুধু চাই সুস্থ থাকতে। ব্যস এইটুকু মাত্র।

২। মানুষের অর্থনৈতিক অবস্থার সাথে তার চিন্তা করার ক্ষমতার সম্পর্ক আছে।

৩। যে শ্রমিক মৃত্যুর ঝুঁকি নিয়ে আকাশ ছোঁয়া ভবন বানায়, রাতে এসে সে বস্তিতে ঘুমায়।

৪। আমি একদিন মরে যাব, এই সত্যটা নিয়ে আমার খুব বেশি আক্ষেপ নেই। তবে, আমার মৃত্যুর পর আরও অসংখ্য অসাধারণ সব বই লেখা হবে, গান হবে, চলচিত্র নির্মিত হবে। কিন্তু আমি সে সব পড়তে, শুনতে কিংবা দেখতে পারবো না। এই সত্যটা আমাকে খুব যন্ত্রণা দেয়।

৫। যে ব্যক্তি নিজের চেয়ে ছোট পদের ব্যক্তিদের সাথে ভালো আচরণ করেন না, তিনি কখোনোই একজন ভালোমানুষ হিসাবে গণ্য হতে পারেন না।

৬। প্রতিটা পুরুষ বিবাহের পর বলে এটা জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু মুখে তারা যত যাই বলুক ভিতরে ভিতরে তারা ভীষন সুখি থাকে।

৭। কেজিতে তরমুজ বেচা যাবে না তাই তরমুজের গায়ে কলম দিয়ে ৪০০, ৫০০, ৬০০ করে লিখে রেখেছে বিক্রেতা। কেউ কেউ চিহ্ন দিয়ে রেখেছে।

৮। আমাদের দেশে যারা সমাজতন্ত্রের নেতৃত্ব দেন তারা নিজেরা বহুধা বিবক্ত। চীনপন্থি, রাশিয়াপন্থি তো আছেই। ফলে তারা পুঁজিবাদের মূলমন্ত্রের সাথে একাত্ম থাকতে পারেন না। তাদের কথা ও কাজ কখনও পুঁজিবাদের পক্ষে চলে যায়, কখনও চলে যায় সাম্প্রদায়িকতার পক্ষে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২১ ভোর ৬:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


কৃষকরাও তো কিলোগ্রাম হিসাবে বিক্রি করতে পারে তাহলে তো আর ক্রেতাদের কিনতে সমস্যা হবার কথা নয়।
অবশ্য কৃষকরা কেজি দরে মহাজনদের কাছে বিক্রি করতে না পারলে ক্রেতারা কেন কিনতে যাবে?

কুয়ালালামপুরে প্রতি কেজি তরমুজ এখন ৩ রিঙ্গিত দরে বিক্রি হচ্ছে।
এক রিঙ্গিত এখন ২ ০ টাকা ৫০ পয়সা।

৩০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: আসলে আমাদের দেশে দেশের ব্যবসায়ীরা ডাকাত। এবং অমানবিক।

২| ৩০ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:০৬

ইসিয়াক বলেছেন:


বেশি বেশি তরমুজ খান,
এই গরমে জুড়াবে প্রাণ।।

৩০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: বেশি তরমুজ খাওয়া ভালো না।
আসলে বেশী বেশী কোনো কিছুই ভালো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.