নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

গাড়ি

০২ রা মে, ২০২১ রাত ১১:৩৪



১।
জলিল সাহেব নতুন গাড়ি কিনেছেন।
গাড়ির দাম পড়েছে ১৮ লাখ টাকা। পনের হাজার টাকা বেতন দিয়ে ড্রাইভার রেখেছেন। অসৎ টাকায় গাড়ি কেনা হয়নি। জলিল সাহেব একজন সৎ মানুষ। তের বছর টাকা জমিয়ে গাড়ি কিনেছেন। তার ছেলেমেয়েদের গাড়ির খুব শখ। গাড়িটি ব্যাবহার করেন তার ছেলে-মেয়েরা। তিনি রিকশা এবং বাসে'ই যাতায়াত করেন। সেদিন ছুটির দিনে তিনি কি মনে করে যেন গাড়ি নিয়ে বের হলেন। যাবেন মিরপুর তার ছোট বোনের বাসায়। তার গাড়ি কাওরান বাজার এসে জ্যামে পড়লো। ড্রাইভার এসি ছেড়ে দিয়েছে- আরামে তার ঘুম এসে যাচ্ছিল। গাড়িতে রবীন্দ্রনাথের গান চলছিল।

হঠাত জলিল সাহেব জানালা দিয়ে তাকিয়ে দেখলেন- তার গাড়ির পাশে একটা লোকাল বাসে অনেক মানুষজন বানরের মতো ঝুলে আছে। বাসের দিকে তাকিয়ে জলিল সাহেবের লজ্জা করতে লাগল। তিনি সারা জীবন এরকম বাসে ঝুলে ঝুলে গন্তব্যে গিয়েছেন। '৬' নম্বর বাস গুলোতে খুব ভীড় হয়, ঠিকভাবে পা'ও রাখা যায় না। গরমে সারা শরীর ভিজে যায়। একটুও নড়া-চড়া করা যায় না। জলিল সাহেবের মনে হচ্ছে যেন, বাসের ভেতরে দাঁড়িয়ে থাকা মানুষ গুলো এক আকাশ ঘৃণা নিয়ে তার দিকে তাকিয়ে আছেন। জলিল সাহেব বিবেকের তাড়নায় গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলেন মিরপুর। এবং তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন- আর কোনোদিন গাড়িতে উঠবেন না।

২।
মোবারক সাহেব নতুন একটি গাড়ি কিনেছেন।
দাম পড়েছে বত্রিশ লাখ টাকা। তার আরও দু'টি গাড়ি আছে। দু'টি গাড়ির মধ্যে একটি তার স্ত্রীর এবং একটি তার ছেলের। প্রত্যেকটা ড্রাইভারকে বেতন দেওয়া হয় বিশ হাজার টাকা করে। মোবারক সাহেব মিরপুরে একটি গার্মেন্টস দিয়েছেন। সপ্তাহে একদিন সেখানে বসেন। মোবারক সাহেব তার বাপ-দাদার ব্যবসা নিজ বুদ্ধি দিয়ে সাত গুন বাড়িয়েছেন।

তার গাড়ি সিগ্যানালে পড়েছে। তিনি সব সময় জানালা বন্ধ করে রাখেন। জানালা খোলা থাকলেই ভিক্ষুক এবং নানান ধরনের হকার'রা হাত ঢুকিয়ে দেয়। এটা তিনি একেবারেই সহ্য করতে পারেন না। তখন তার ইচ্ছা করে এদের হাত গুলো ভেঙ্গে দিতে। মোবারক সাহেব তার গাড়ির কালো কাঁচের জানালা দিয়ে দেখতে পেলেন একটা বাসে অনেকগুলো লোক যাতাযাতি করে বানরের মত ঝুলে আছে। মোবারক সাহেবের হঠাত খুব রাগ হলো। তার ইচ্ছা করলো- প্রেট্রোল দিয়ে বাসে আগুন ধরিয়ে দিতে। সব গুলো ঝুলে থাকা বানর আগুনে পুড়ে মরুক। তিনি গরীব মানুষদের একেবারেই সহ্য করতে পারেন না। এই জন্য তিনি আজকাল জানালার দিকে তাকান না। গাড়িতে সব সময় টাইমস ম্যাগাজিনে চোখ বুলান। অথবা মোবাইলে গেমস খেলেন।

৩।
আজমল সাহেব একজন সরকারী কর্মকর্তা।
তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। গাড়ির দাম পড়েছে ৫২ লাখ টাকা। তার আরও তিনটা গাড়ি আছে। সেগুলো তার পরিবারের অন্য সদস্যরা ব্যবহার করে। আজমল সাহেব তার ড্রাইভারকে বেশী টাকা বেতন দিতে কখনও কার্পণ্য করেন না। আজ আজমল সাহেব যাচ্ছেন মিরপুর। তিন সপ্তাহে একদিন চাঁদনী নামে একটি মেয়ের কাছে যান যৌনসুখ ভোগ করতে। মেয়েটিকে তিনি প্রতিমাসে মোটা অংকের টাকা দেন। চাঁদনীর একটি চার বছরের ছেলে আছে। স্বামী থাকে বিদেশে। চাঁদনী ছাড়াও আজমল সাহেব আরও তিনজন নারীর কাছে নিয়মিত যান।

আজমল সাহেবের গাড়ি কাওরান বাজার এসে সিগ্যানালে পরেছে। তিনি জানালা দিয়ে দেখলেন- একটা বাসে অনেক গুলো লোক ঝুলে আছে। ঝুলে থাকা মানুষ গুলোকে দেখে আজমল সাহেব অনেক আনন্দ পেলেন। দরিদ্র মানুষদের দেখে তিনি অনেক আনন্দ পান। বাসে যাতাযাতি করে দাঁড়িয়ে থাকা মানুষ গুলোর দিকে তাকিয়ে আজমল সাহেব মিটমিট করে হাসেন এবং মনে মনে অকথ্য ভাষায় গালাগালি করেন। বাসের লোকজনদের দিকে তাকিয়ে কখনো কখনো ভিক্ষুক এবং হকারদের ধমক দেন, এই গাড়িতে হাত দিবি না। দাগ পড়ে যাবে। আজমল সাহেব দুর্নীতি করে অনেক টাকার মালিক হয়েছেন। সরকারী দলের অনেক নেতা তাকে তোষামদ করেন। আজমল সাহেবের অনেক দিনের ইচ্ছা ধনী এবং গরীবদের জন্য আলাদা রাস্তা করা হোক। যেন এসি গাড়িতে বসে ঝুলে থাকা বানরদের না দেখতে হয়।

মন্তব্য ৪২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২১ রাত ১১:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমার মনে হয় সবগুলো গাড়ি বৃত্তান্ত
আপনি হুমায়ূন আহমদে সাহেবের
কোন না কোন উপন্যাস থেকে
টুকলিফাই করেছেন।
বেশ ভালো!

০২ রা মে, ২০২১ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: আপনার ধারনা ভুল। আমি নিজে লিখেছি।

২| ০২ রা মে, ২০২১ রাত ১১:৪৬

শেহজাদী১৯ বলেছেন: বাসগুলোতে সব বানর ঝুলছে?

০২ রা মে, ২০২১ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: কেউ কেউ এরকমটা ভাবেন।

৩| ০২ রা মে, ২০২১ রাত ১১:৪৮

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:

আলাদা রাস্তা হলে তো ভালই হয়, তাহলে দুর্নীতিবাজদের চেহারা আর দেখতে হবে না।

০২ রা মে, ২০২১ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: হা হা হা---
ঠিক বলেছেন।

৪| ০২ রা মে, ২০২১ রাত ১১:৫৮

আহমেদ রুহুল আমিন বলেছেন: খুব ভালো লাগলো । তিন রকম মানুষের তিন রকম উপলব্ধি নিয়ে ভীন্ন রকম একটা মেসেজ রয়েছে গল্পে ।

০৩ রা মে, ২০২১ রাত ১২:৫৭

রাজীব নুর বলেছেন: এই ম্যাসেজটা নুরু সাহেব বুঝতে পারেন নি।

৫| ০৩ রা মে, ২০২১ রাত ১২:২৮

কামাল১৮ বলেছেন: প্রতিটা মানুষের মানসিকতা গঠিত হয় তার অর্থনৈতিক কর্ম কান্ডের দ্বারা।যে সৎ উপার্জন করে সে সৎ চিন্তা করে, যে অসৎ উপার্জন করে তার চিন্তা ভাবনায় সমস্যা আছে।

০৩ রা মে, ২০২১ রাত ১২:৫৮

রাজীব নুর বলেছেন: রাইট।
মানুষের চিন্তা ভাবনার সাথে তাঁর টাকা ইনকামের একটা সম্পর্ক আছে।

৬| ০৩ রা মে, ২০২১ রাত ১২:৩৮

কামাল১৮ বলেছেন: হুমায়ন সাহেব গাড়ির কথা লেখেছেন কিনা জানিনা।তবে তার অনেক নাটকে দেখেছি,খালি থাবড়ানো দরকার।

০৩ রা মে, ২০২১ রাত ১২:৫৮

রাজীব নুর বলেছেন: মন্তব্যটি বুঝলাম না।

৭| ০৩ রা মে, ২০২১ রাত ১২:৪৯

জটিল ভাই বলেছেন:
রাজীব সাহেব নতুন গাড়ি কিনেছেন। দাম পরেছে ১ কোটি। ঊনার আরো ৪টি গাড়ি আছে। সবগুলিই উবারে চলে। আজ বৃষ্টির দিনে সুরভী ম্যামকে নিয়ে বেরিয়েছেন মিরপুরের খুড়া রাস্তায় বৃষ্টিস্নান করবেন বলে। হঠাৎ বাসে বাঁদর ঝুলা যাত্রী দেখে গাড়ির জানালা দিয়ে লাফ দিলেন ছবি তুলতে। কিন্তু এক লাফেই খাটের নিচে পরে উঁ আঁ করে কাতরাচ্ছেন আর খাটের উপর দেখেন ম্যাম আর মেয়েটা হাসছে........

০৩ রা মে, ২০২১ রাত ১২:৫৯

রাজীব নুর বলেছেন: ভেরি ফানি।

৮| ০৩ রা মে, ২০২১ রাত ১২:৫২

সোহানী বলেছেন: মানুষের ভাবনাও নিয়ন্ত্রিত হয় পরিবার, শিক্ষা, পরিপার্শ্বিকতায়।

০৩ রা মে, ২০২১ রাত ১:০৪

রাজীব নুর বলেছেন: একদম।
পরিবারের শিক্ষাটাই আসল।

৯| ০৩ রা মে, ২০২১ রাত ১:২৯

চাঁদগাজী বলেছেন:



আপনার ড্রাইভিং লাইসেন্স আছে?

০৩ রা মে, ২০২১ রাত ২:০৫

রাজীব নুর বলেছেন: নাই।

১০| ০৩ রা মে, ২০২১ রাত ২:২৩

কামাল১৮ বলেছেন: হুমায়ূন খোঁজেন তা হলে বোঝতে পারবেন ।

০৩ রা মে, ২০২১ রাত ৩:০৩

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদ আমার প্রায় মুখস্ত।

১১| ০৩ রা মে, ২০২১ রাত ২:৫৩

কামাল১৮ বলেছেন: একই পরিবারের দুই ভাই,একজন বিরাট বড়লোক হয়ে গেল অন্য জন্য ঐ বাড়ির দারোয়ান।তাদের চিন্তা ভাবনায় যোজন যোজন মাইল ফারাক।পরিবার চিন্তা ভাবনা নির্ধারন করেনা।
দুই জন বিসিএস ক্যাডার।একজন সারা দিন ঘুষের ধান্ধা করে কোটি কোটি টাকার মালিক অন্য জন কোন রকমে ছাপোষা পরিবার,দুই জনের চিন্তা ভাবনা এক হবে না।
একই পারিপার্শ্বিকতায় বাশ করে একজন হয় ধনী অন্য জন হয় গরিব,তখন তাদের চিন্তা ধারা পৃথক হয়ে যায়।
অর্নৈতিক অবস্থাই চিন্তাধারা পার্থক্যের কারন,পরিবার,শিক্ষা,পারিপার্শ্বিকতা না।

০৩ রা মে, ২০২১ রাত ৩:০৪

রাজীব নুর বলেছেন: না মানি না।
সবার আগে পরিবার। পরিবারের শিক্ষা।

১২| ০৩ রা মে, ২০২১ ভোর ৫:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনার আজকের পোস্ট খুবই সুন্দর হয়েছে।
পোস্টে গোল্ডেন এ প্লাস।
যদিও এ বছর পরীক্ষাই হয়নি।
প্রশ্নফাঁস জেনারেশন এখন অটোপাস জেনারেশনে পরিণত হয়েছে।
আফসোস!

০৩ রা মে, ২০২১ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: আমি প্রচুর পড়েছি। পড়তে পড়তে জীবন তছনছ হয়ে গেছে। পড়ে পাস করেছি।

১৩| ০৩ রা মে, ২০২১ ভোর ৫:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অফটফিকঃ

অনেক কম দামে কেনা আমার গাড়ীখানা আজকাল বিকট শব্দ করছে।
যখন কাজে যাই আশেপাশের মানুষজন দারুণ আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে।
আমি খুবই শরমিন্দা হই।

আমি কাজ শেষে বাসায় ফিরলে অনেক দূর থেকেই আমার পুত্র শুনতে পায়।

ঠিক করার চেষ্টা করেছি। এখানকার বাংলাদেশী টুপি দাড়িওয়ালা মেকানিকও দেখিয়েছি। তারা কাড়ি কাড়ি টাকা নিয়েছে। কিন্তু কোন সমাধান করতে পারেনি। এক টাকার পার্টস এর দাম নিয়েছে ৯ টাকা।

দেশী মুরগী খেতে ভালো। তবে দেশী মেকানিক গলা কাটে অবলীলায়।
আফসোস!

০৩ রা মে, ২০২১ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: গাড়ির প্রতিটা পার্টসে তেল দেন। শব্দ কমে যাবে।

১৪| ০৩ রা মে, ২০২১ ভোর ৬:৫৮

মোবারক বলেছেন: মোবারক সায়েবের কাহিনী পড়েছি। আমার সাথে মিল নেই। বেচে গেলাম।

০৩ রা মে, ২০২১ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

১৫| ০৩ রা মে, ২০২১ সকাল ৭:১১

কামাল১৮ বলেছেন: বাস্তবে কি এমন দেখেন নাই।একই পরিবারের দুই ভাই দুই রকম।এক ভাই চোর তো আরেক ভাই সাধু।না কি ভালো চোর।চোর কি আকাশ থেকে পরে।
হুমায়ূন মুখস্ত নাটক তো মুখস্ত না।ব্লগে দেখেন,হুমায়ূন পেয়ে যাবেন।

০৩ রা মে, ২০২১ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: বুঝেছি। বুঝেছি।

১৬| ০৩ রা মে, ২০২১ দুপুর ১২:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কোন হুমায়ূন ভক্ত কি বলতে পারবেন রাজীব সাহেবের
এই গাড়ি ঘটনা গুলো হুমায়ুন আহমদের কোন কোন
উপন্যাস থেকে নেওয়া হয়েছে ?
আমি মরুভূমির জলদস্যু ভাইয়ের
দৃষ্টি আকর্ষণ করছি।

০৩ রা মে, ২০২১ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: যার দৃষ্টিই আকর্ষন করুন। কোনো লাভ নাই।
আমি চ্যালেঞ্জ করতে পারি।

১৭| ০৩ রা মে, ২০২১ বিকাল ৫:১১

তারেক ফাহিম বলেছেন: জলিল, মোবারক, আজমল
হুমায়ূনগল্পের কমন চরিত্র।
তাই অনেকে হয়তো এমনটা মনে করছেন।

পাঠে ভালোলাগা।

০৩ রা মে, ২০২১ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: আপনি সঠিক। দশে দশ পেয়েছেন।

১৮| ০৩ রা মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন: গাড়ির প্রতিটা পার্টসে তেল দেন। শব্দ কমে যাবে।

আপনি যে অটো মেকানিক এটা তো জানা ছিল না।

তেল মেল কোন সমাধান নয় ভ্রাতঃ। নতুন একটা ক্রয় করতে হবে। কিন্তু টাকা ....!

০৩ রা মে, ২০২১ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: কিনে ফেলুন।
কৃপণতা করবেন না। কৃপণতা আমার একদম পছন্দ না।

১৯| ০৩ রা মে, ২০২১ রাত ৯:২৪

সত্যপীরবাবা বলেছেন: চাচার মন্তব্য পড়ে হাসতেই আছি ..... চালুনি সুঁচরে কয় .....

অশেষ সওয়াব কামায় ফেরত আসছেন, অভিনন্দন। সাবধানে পোস্টাইয়েন, ইতিকাফে না যাইতে হ্য় আবার।

০৩ রা মে, ২০২১ রাত ৯:৫৭

রাজীব নুর বলেছেন: আমি সাবধান থাকতে চেষ্টা করবো।

২০| ০৪ ঠা মে, ২০২১ ভোর ৬:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন: কিনে ফেলুন।
কৃপণতা করবেন না। কৃপণতা আমার একদম পছন্দ না।

আমি কিন্তু বাংলাদেশের নেতা কিংবা ঠিকাদার কিংবা ব্যবসায়ী নই। কামলা দিয়ে খাই।
টাকা কামাই করা অত সোজা নয় যতটা সোজা আপনি মনে করেন।

আমি আমার নিজের আয় ও পরিবারের প্রয়োজন ও আমার সামর্থ্য অনুযায়ী খরচ করি।

০৪ ঠা মে, ২০২১ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: শুনুন, যদসি সময় কৃপণতা করেন তাহলে আত্মাকে কষ্ট দেওয়া হয়। আত্মাকে কষ্ট দেওয়া ঠিক না।

২১| ০৪ ঠা মে, ২০২১ সন্ধ্যা ৬:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন: শুনুন, যদসি সময় কৃপণতা করেন তাহলে আত্মাকে কষ্ট দেওয়া হয়। আত্মাকে কষ্ট দেওয়া ঠিক না।

আপনি কি আমাকে ২০ লাখ টাকা ধার দিতে পারবেন ১০ বছর পরে পরিশোধ করবো।
চির বাকির খাতায়ও লিখে লাখতে পারেন।

উপদেশ দেয়া বড়ই সহজ কাজ বাংলাদেশে।

২২| ০৪ ঠা মে, ২০২১ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: উপদেশ নয় বড় ভাই। আমি উপদেশ দেই না। তাছাটা তত জ্ঞান আমার নেই।
আমি অনুরোধ করি।

আমার অবস্থা এখন খারাপ তা না হলে আপনাকে ২০লাখ দিতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.