নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

পাঁচটি ভালো মুভি

০৪ ঠা মে, ২০২১ রাত ২:৪৮



১। ডেড পোয়েটস সোসাইটি (Dead Poets Society)
কতগুলো মুভি আপনাকে আবেগে আপ্লুত করেই থেমে থাকে না, স্বপ্ন দেখতে আমরা যারা ভুলে গিয়েছি, তাদের স্বপ্ন দেখতে অণুপ্রানিত, উদ্বুদ্ধ করে। আপনি মুভিটা যদি না দেখে থাকেন, তাহলে আমি বলবো অপেক্ষা না করে আজই দেখে ফেলুন। একবার দেখার পর মুভিটা আপনি বারবার দেখতে চাইবেন।

২। আইপি ম্যান (IP Man)
IP Man এর পার্ট দুটো। ব্রুজ লির নামতো সবাই শুনেছেন। তিনি হলেন বিশ্বের সেরা কুং ফু মাস্টার। কিন্তু তার মাস্টার কে?
হ্যা তার মাস্টার হলেন yip man. আর এই yip man ম্যানকে নিয়েই ip man এর কাহিনি। তার সংসার জীবন, সমাজ, প্রাক্টিস, পারিবারিক টানাপোড়েন। সব কিছু খুব সাজিয়ে তুলে ধরা হয়েছে। ভালো লাগবে এই নিশ্চয়তা আমি দিলাম। ফাইটিং গুলো নতুনত্ব আনা হয়েছে। Wing Chun নামের একটা ফাইটের ব্যাবহার করা হয়েছে। মুভিটি দেখার সময়ে আমার বারবার মনে হচ্ছিল যে মুভিটি যেন শেষ না হয়।

৩। সিনেমা প্যারাডিসো (Cinema paradiso)
এই ছবিটা না দেখে মরে যাওয়া ঠিক হবে না। ইতালির এই ছবিটি ১৯৮৯ সালে সেরা বিদেশি ভাষার ছবির অস্কার পেয়েছিল। এক সিনেমা পাগল মানুষের ছবি। কিন্তু এর সঙ্গে যুক্ত আছে নানা ঘটনা।
ইতালির নামকরা পরিচালক সালবাতোর ডি ভিটা ১৯৮০ সালের একটি দিনে রোমের নিজের বাসায় ফেরার পর জানতে পারে তার মা ফোন করেছিলেন। জানাতে বলেছেন যে, আলফ্রেডো মারা গেছে। তারপরই সিসিলির ৩০ বছর আগের ঘটনার মধ্যে চলে যায় সিনেমা।

৪। টুয়েলভ অ্যাংরি মেন (12 Angry Men) ১২ জন পুরুষ একটি রুমে তর্ক বিতর্ক করে। ১২ জন মানুষ জুরি হিসেবে যায় একটি ছেলের রায় দেবার জন্য। ১১ জন নিশ্চিত থাকে ছেলেটিই দোষী। কিন্তু একজনের মাথায় কিছু সন্দেহ থাকে। কিঞ্চিৎ অনিশ্চয়তা। তিনি নিশ্চিত নন আসলেই সে দোষী কিনা। তাঁর মাথায় শুধু কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্ন গুলা তিনি করেন। আস্তে আস্তে দেখা যায় বাকি ১১ জনের মাথাতেও বিষয়টা ঢুকে। ছেলেটা হয়ত সত্যিই অপরাধ করে নি। ১৯৫৭ সালে মুক্তি পেয়েছিল।
মুভিটা দেখে থাকলে আবার দেখুন। চিন্তাভাবনা শুদ্ধ করাটা অনেক বেশি জরুরি।

৫। বয়হুড (Boy Hood)
৫-১৮ বছর পর্যন্ত একটা ছেলের জীবনে যা ঘটে, তা অতি দারুণভাবে উঠে এসেছে এ চলচ্চিত্রে। পরিচালক রিচার্ড লিঙ্কলাটার ১২ বছর ধরে সিনেমাটির শুটিং করেছেন। মানুষের ডেডিকেশন কোন পর্যায়ের হতে পারে, সেটা বয়হুড দেখলে বুঝা যায়।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২১ ভোর ৪:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: একটা ভালো ছবিও দেখি নাই!!

০৪ ঠা মে, ২০২১ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: সময় করে প্রতিদিন একটা করে ভালো মুভি দেখুন। দরকার আছে।

২| ০৪ ঠা মে, ২০২১ ভোর ৪:০৭

কামাল১৮ বলেছেন: বাংলা ছবি দেখি তাও সকলের ছবি দেখা হয় না।পুরো ছবির দুই তিনটা শট মনে রাখি বাকিটা ভুলে যেতে চেষ্টা করি ছবি দেখার পর পরই।এদিক থেকে আমি খুবই পশ্চাদপদ।
৭৪ রে দেখা অশনী সংকেতের ৪/৫ টা দৃশ্য্ চোখের সামনে জ্বল জ্বল করছে।তিতাসের অনেক দৃশ্য,সুবর্ণরেখা ,এমন কিছু বই।
হিন্দি বা ইংরেজি ছবি দেখার পরেই ভুলে যাই,মনোযোগ নাদিয়ে দেখার কারনে।দেখতে দেখতে যতটুকু আনন্দ পাই, পর মুহর্তেই মিলিয়ে যায়।তাই দেখার আগ্রহ থাকে না।

০৪ ঠা মে, ২০২১ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: আনন্দ পুরোপুরি কখনই মিলিয়ে যায় না। কিছুটা থেকে যায় নিউরনে।

৩| ০৪ ঠা মে, ২০২১ দুপুর ১২:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লকডাউনে এখন আপনার দিন কি
মুভি দেখেই কাটে ?

০৪ ঠা মে, ২০২১ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: জ্বী।

৪| ০৪ ঠা মে, ২০২১ দুপুর ১:২৮

ইনদোজ বলেছেন: লকডাউনে আপনার দিন কিভাবে কাটে?
লকডাউন যখন ছিলনা, তখন কিভাবে কাটত?

০৪ ঠা মে, ২০২১ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: আসলএ আমি বেকার। হাতে কোনো কাজ নাই। তাই সারাদিন মুভি দেখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.