নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
এ মাসের দুই তারিখ বৃষ্টি হলো!
টানা ১৫ মিনিট বৃষ্টি হয়েছে আমাদের এলাকায়। এতদিন ৩৬ থেকে ৩৮ ডিগ্রী তাপমাত্রা গেছে। হায়রে গরম! আমি থাকি ছয় তলা বাড়ির ছয় তলাম। মধ্যরাতেও ঘর গরম হয়ে থাকে। কলের পানিও গরম থাকে। যাই হোক, প্রতিদিন সবাই মিলে ইফতারী খেতে বসেছি। আমি আবার সেহেরি এবং ইফতারীটা খুব আগ্রহ নিয়ে খাই। যদিও রোজা রাখা হয় না। সারাদিন না খেয়ে থাকার কোনো মানে হয় না। না খেয়ে থেকে আমি আল্লাহকে খুশি করতে চাই না। বরং আমি চাই আল্লাহ আমাকে প্রতিটা মুহুর্ত খুশি করুক। আমি তাঁর বান্দা। সে আমাকে দুনিয়ায়তে পাঠিয়েছে। অবশ্যই সব দায়দায়িত্ব তাঁর।
ইফতারীতে নানান রকম আইটেম থাকে।
পেয়াজু আর ডিম চপ টা আমার বেশ লাগে। চিকেন ফ্রাইটা গরম-গরম বেশ লাগে সস দিয়ে খেতে। তরমুজও ভালো লাগে। তবে বাঙ্গির জুস আমি খাই না। সুরভি খায়। ট্যাং এর শরবত বানায় সেটাও আমার ভালো লাগে না। আমার ভালো লাগে লেবুর শরবত। প্রতিদিন ইফতারীতে নুডুলস আর রমেন বানায়। রমেন আসলে আরেক রকমের নুডুলস'ই। তবে এখানে নুডুলসটা ঝোলের মধ্যে ডুবে থাকে। আমার কাছে ভালো লাগে না। আমি সব কিছু দিয়ে সামান্য মুড়ি মাখাই। মুড়ি মাখা আমার কাছে ভালো লাগে। আমি মুড়ি মাখলে শেষমেশ সবাই মুঠো ভরে-ভরে খায়। আর বলে মুড়ি মাখাটা ভালো হয়েছে।
ইফতারী শেষ করে আমি এক কাপ চা খাই।
দুধ চা। চা শেষ করে আমি হাঁটতে বের হই। হাঁটতে হাঁটতে খিলগাও তিলপাড়া চলে যাই। সেখানে একটা চায়ের দোকানে আড্ডা দেই। এই চায়ের দোকানের মালিক একজন মহিলা। বয়স আনুমানিক ৪৫ হবে। এই মহিলা আবার জিন্স প্যান্ট পরেন। সাথে গেঞ্জি অথবা শার্ট। শার্টের কলারে আবার একটা বড় রুমাল পেচিয়ে রাখেন। সারাক্ষণ একটা টুথপিক মুখে দিয়ে রাখেন। কেমন একটা রংবাজ, রংবাজ ভাব। এই মহিলা আমাকে খুব পছন্দ করেন। পছন্দের কারন আমি জানি না। প্রায় সাড়ে ৯ টা পর্যন্ত এখানে আড্ডা দেই। তারপর বাসায় ফিরি। বেশ কিছু চ্যাংড়া ছেলে মেয়ে বাইক নিয়ে চা খেতে আসে। তাদের সাথে বেশ খাতির হয়ে গেছে আমার।
২ তারিখ এরকম চায়ের দোকান থেকে বাসায় ফিরছিলাম।
হঠাত শুরু হলো বৃষ্টি। বৃষ্টি দেখে আমি মুগ্ধ! সাথে সাথে মোবাইল বের করে ছবি তুললাম। ভিডিও করলাম। রাস্তা বেশ ফাঁকা ছিলো। পনের মিনিটের মতো বৃষ্টি হলো। বৃষ্টি উপভোগ করলাম। আমি ইচ্ছা করেই খানিকটা ভিজলাম। আমার হাতে পাউরুটি, দুই ডজন কলা, আধা কেজি টক দই আর দুধ ছিলো। সেগুলো নিয়েই ভিজলাম। খুব আনন্দ লাগলো। একদম ছোটবেলার মতোন আনন্দ পেয়েছি। এখন বড় হয়ে গেছি। মা আর চিল্লাচিল্লি করবে না। বড় হয়ে যাওয়ার কিছু সুবিধা আছে। তবে সুরভি অবশ্যই চিল্লাচিল্লি করবে। মেয়েছেলে চিল্লাচিল্লি করতে পছন্দ করে। এটা তাদের স্বভাব।
বেশ কয়েকবার কাল বৈশাখী ঝড় হয়েছে এ বছর।
কিন্তু বৃষ্টি হয়নি। শহরবাসী বৃষ্টির অপেক্ষায়। তবে ছন্নছাড়া ভাবে দেশের ভিবিন্ন জায়গায় ঝড় এবং বৃষ্টি হয়েছে। আমরা এসি ছেড়ে ছোটর একটা ঘর ঠান্ডা করি। আর আল্লাহর এসি দিয়ে পুরো দুনিয়া ঠান্ডা হয়ে যায়। কাল বৈশাখী ঝড় বৃষ্টির পর সারা দুনিয়া এত ঠান্ডা হয়ে যায় যে শেষ রাতের দিকে পাতলা কাঁথা গায়ে দিতে হয়। রাতের ঘুমটা বেশ ভালো হয়। অবশ্য এই সিজনে গরমেরও দরকার আছে। গরম না হলে আম, কাঠাল, জাম, লিচু, তাল ইত্যাদি ফল পাকবে না। দুনিয়া একটা নিয়মের মধ্যে দিয়ে চলছে। কেউ নিয়মের বাইরে গেলে তাঁর খবর আছে।
০৫ ই মে, ২০২১ দুপুর ১:১৯
রাজীব নুর বলেছেন: হ্যা।
২| ০৫ ই মে, ২০২১ দুপুর ১:৪৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: চায়ের দোকনটা ঠিক কোথায়, মানে আশেপাশে দুই একটা দোকানের নাম বলা যাবে ?
০৫ ই মে, ২০২১ বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: কালভাট। আপনি যদি এই এলাকার হোন তাহলে চিনবেন।
৩| ০৫ ই মে, ২০২১ দুপুর ১:৫৫
শেরজা তপন বলেছেন: আপনার তালে আপনি লিখেছেন। পড়তে ভালই লাগল- ইফতারির পিয়াজুর মতন
০৫ ই মে, ২০২১ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: আমাদের বাসার পিয়াজু আর ডিম চপ যদি আপনাকে খাওয়াতে পারতাম, তাহলে বুঝতেন কর স্বাদ হয়।
৪| ০৫ ই মে, ২০২১ দুপুর ২:২৫
রানার ব্লগ বলেছেন: অনেক দিন চা পান করা হয় না !!! ইফতারের পর সবাই ক্লান্ত থাকে তখন কারো ইচ্ছা হয় না আমাকে এক কাপ চা বানিয়ে দিতে ।
০৫ ই মে, ২০২১ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: ভাবী চা পাগল মানুষ। ভাবী চা বানায়। আমি এক কাপ পাই।
৫| ০৫ ই মে, ২০২১ দুপুর ২:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লেখেছেন দাদা
০৫ ই মে, ২০২১ বিকাল ৪:৪৪
রাজীব নুর বলেছেন: ওকে।
৬| ০৫ ই মে, ২০২১ বিকাল ৩:০১
চাঁদগাজী বলেছেন:
গতকাল, ব্লগার ঠাকুর মাহমুদের পোষ্টে ব্লগারেরা দোয়া করেছিলো বৃষ্টির জন্য, সেটাই কারণ।
০৫ ই মে, ২০২১ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: দোয়ায় কাজ হয় না। এটা আপনি ভালো করেই জানেন। দোয়ায় কাজ হলে আজ আমি আমার মায়ের দোয়াতে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যেতাম।
৭| ০৫ ই মে, ২০২১ বিকাল ৩:৪০
স্বর্ণবন্ধন বলেছেন: সাবলীল লিখেছেন। সহজ কথা নাকি যায়না বলা সহজে! আপনি তো অনায়াসেই লিখে ফেলেন। শুভকামনা।
০৫ ই মে, ২০২১ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: এটাই আমার গুণ।
৮| ০৫ ই মে, ২০২১ বিকাল ৩:৫৬
শোভন শামস বলেছেন: সহজ সাবলীল কথা
০৫ ই মে, ২০২১ বিকাল ৪:৫১
রাজীব নুর বলেছেন: সহজ সরল জীবন যাপন করার এই এক সুবিধা।
০৫ ই মে, ২০২১ বিকাল ৪:৫১
রাজীব নুর বলেছেন: সহজ সরল জীবন যাপন করার এই এক সুবিধা।
৯| ০৫ ই মে, ২০২১ বিকাল ৫:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
গতকাল সবাই মিলে দোয়া করেছি বলেই না এই রহমতের বৃষ্টি।
নজরানা ছাড়েন।
০৬ ই মে, ২০২১ রাত ১:২৭
রাজীব নুর বলেছেন: বড় ভাই দোয়ায় কাজ হয় না।
১০| ০৫ ই মে, ২০২১ রাত ৮:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এখানে কুয়ালালামপুরে এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে।
লকডাউনও টাইট দেয়া হচ্ছে।
সব স্কুল আবার বন্ধ হয়ে যাচ্ছে কাল থেকে।
আফসোস!
০৬ ই মে, ২০২১ রাত ১:২৯
রাজীব নুর বলেছেন: মালোশিয়াতে এমইতেই প্রচুর বৃষ্টি হয়।
১১| ০৬ ই মে, ২০২১ রাত ১:২৬
ডঃ এম এ আলী বলেছেন:
আহ কি আনন্দ , তাহলে এই গানটি শুনুন
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি এ কোন অপরূপ সৃষ্টি এতো মিষ্টি মিষ্টি মিষ্টি
লিংক কাজ না করলে এটা তুলে নিয়ে ব্রাউজ করতে পারেন ।
https://www.youtube.com/watch?v=HGxeiYi55l8
০৬ ই মে, ২০২১ রাত ১:৩১
রাজীব নুর বলেছেন: হ্যা লিংক টি কাজ করছে।
এবং এই গানটা আজই জীবনে প্রথম শুনলাম।
আপনাকে ধন্যবাদ।
১২| ০৬ ই মে, ২০২১ রাত ২:২৭
কামাল১৮ বলেছেন: আজকের লেখাটা একটু অন্য রকম।একেবারে ছবির মতো লেখা।
প্রকৃতির এটাইতো বিশেষত্ব।তাইতো মানুষ যোগ যোগ ধরে প্রকৃতিক্ বসে আনতে সচেষ্ট।
০৬ ই মে, ২০২১ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: মেজাজ খারাপ থাকলে আমি ভালো লিখি।
১৩| ০৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: মালোশিয়াতে এমইতেই প্রচুর বৃষ্টি হয়।
এমনিতেই হয় না। এখানে প্রচুর পরিমাণে গাছ আছে।
ঢাকা শহরে কয়টা গাছ আছে?
নিশ্চ্য়ই ১০০ টার বেশী হবে না।
গাছ লাগান।
গাছের যত্ন নিন।
০৭ ই মে, ২০২১ রাত ১২:৩৫
রাজীব নুর বলেছেন: কি যে বলেন!!!
রমনা পার্ক, বলধা গার্ডেন, বোটানিক্যাল গারডেন, সোহরোর্্যাদি উদ্যান ইত্যাদি জায়গাতে কত গাছ আছে।
©somewhere in net ltd.
১| ০৫ ই মে, ২০২১ দুপুর ১:১৫
জটিল ভাই বলেছেন: না খেয়ে থাকার কোনো মানে হয় না। না খেয়ে থেকে আমি আল্লাহকে খুশি করতে চাই না। বরং আমি চাই আল্লাহ আমাকে প্রতিটা মুহুর্ত খুশি করুক। আমি তাঁর বান্দা। সে আমাকে দুনিয়ায়তে পাঠিয়েছে। অবশ্যই সব দায়দায়িত্ব তাঁর।
কথাগুলো কি আপনার জীবন হতে উদ্বৃত?