নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মেয়েটির নাম ঝুমুর

০৯ ই মে, ২০২১ বিকাল ৫:০৬



বাচ্চাটা রাস্তায় ভিক্ষা করছিলো।
হঠাত দেখলো- কে বা কারা যেন সাহায্য দিচ্ছে। সে ভিক্ষা বাদ দিয়ে লাইনে দাড়িয়ে গেলো। বাচ্চাটার ভাগ্য ভালো সে ত্রান পেলো। ইদ উপলখ্যে ত্রান। বেশ ওজন। চাল, ডাল, আলু, তেল, সেমাই আর চিনি। বাচ্চাটা ভীষণ খুশি। ছোট্ট শিশুর স্বপ্রনদীত এই উচ্ছ্বাস, খাবারের একটা ব্যাগকে আঁকড়ে ধরার এ দৃঢ়তা আমাদের বিবেককে নাড়া দেয়।



এই বাচ্চাটার নাম ঝুমুর।
ঝুমুর কিছুতেই এগুলো হাতছাড়া করবে না। অনেকে ঝুমুরকে সাহায্য করতে এসেছে। সে সবাইকে ফিরিয়ে দিয়েছে। সে কারো সাহায্য নেবে না। যদি শেষে তাঁর সাহায্যের জিনিসপত্র গুলো হাত ছাড়া হয়ে যায়। দুষ্টলোকের তো অভাব নেই। প্রায় পনের কেজির ওজন বস্তার। একটু খাবার, দু'বেলা খাবারের নিশ্চয়তা কতটা দামি এই ছোট্ট শিশুটি তা বুঝিয়ে দিলো।



আমাদের দেশটা এত দরিদ্র কেন?
আমাদের দেশের মানুষ গুলো এত অসহায় কেন? এই বস্তায় হয়তো সব মিলিয়ে এক হাজার টাকার জিনিসপত্র আছে। হয়তো এক সপ্তাহ ঝুমুরের পরিবারের চলে যাবে। নিশ্চিয়ই ঝুমুরের বাবা মা এবং ভাই বোনেরা আজ খুব খুশি হবে। আমাদের দেশের সব দরিদ্র আর অসহায় মানুষদের গল্প গুলো প্রায় একই রকম।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২১ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার নামের থেকে "শেখ" শব্দটা বাদ দিবেন মানুষ একদিন।

১১ ই মে, ২০২১ রাত ১২:৫৮

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনার উচিত বলা তাঁর দলের লোকদের- প্রতিটা মন্ত্রী এমপি যেন কমপক্ষে দশ পথশিশুর দায়িত্ব নেয়।

২| ০৯ ই মে, ২০২১ বিকাল ৫:৩৪

নতুন বলেছেন: আমাদের দেশের রাস্তা থেকে শিশুদের স্কুলে পাঠানো কি অসম্ভব একটা কাজ?

দেশের টাকার তো সমস্যা নাই।

১১ ই মে, ২০২১ রাত ১২:৫৯

রাজীব নুর বলেছেন: দেশের টাকার সমস্যা নেই। সমস্যা দেশের ক্ষমতাবানদের বুদ্ধি কম। ইচ্ছাশক্তি কম। তারা শুধু পারে দূর্নীতি করতে।

৩| ০৯ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০৮

কামাল১৮ বলেছেন: এই ছোট্ট মেয়েটি তার জীবন দিয়ে উপলব্ধি করতে পেরেছে চারিদিকে শুধু প্রতারক।সমাজের জন্য এটা একটা অশুভ সংঙ্কেত।

১১ ই মে, ২০২১ রাত ১:০০

রাজীব নুর বলেছেন: হাসিনার সরকার প্রতারকদের ধরছে না কেন?

৪| ০৯ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শিশুর এই টুকুন খুশীর জন্য
আমরা যুুদ্ধ করেছিলাম পাকি
হায়নাদের বিরুদ্ধে। কিন্তু
আজ দেশী হয়নাদের থেকে
নিরাপদ নয় এই পথ শিশুরা।
হায়রে দূর্ভাগা দেশ !!

১১ ই মে, ২০২১ রাত ১:০২

রাজীব নুর বলেছেন: দেশ উন্নয়নের মহাসড়কে অথচ এদের উন্নয়নের হয় না।

৫| ০৯ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:২১

মাসউদুর রহমান রাজন বলেছেন: ছবিগুলা দেইখা খুব ভালো লাগলো। কেমন হারামনির মতো জিনিসগুলা জড়ায়া ধরছে।

১১ ই মে, ২০২১ রাত ১:০৩

রাজীব নুর বলেছেন: কতটা অসহায় আর দরিদ্র আমাদের দেশের মানুষ একবার ভেবে দেখুন।

৬| ০৯ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

দুুটি ছবিই পুলিৎজার পুরস্কার পাবার মতো ছবি।

১১ ই মে, ২০২১ রাত ১:০৩

রাজীব নুর বলেছেন: এটা আপনার ভুল ধারনা। এরকম ছবি নেটে সার্চ দিলে এক কোটি পাবেন।

৭| ০৯ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনি ছবি দুটি যুক্তরাজ্যের দি গার্ডিয়ান আর আমেরিকার নিউইয়র্ক টাইমসে পাঠান।
এটা অনেক নির্মম ছবি।

১১ ই মে, ২০২১ রাত ১:০৪

রাজীব নুর বলেছেন: ছবি সম্পর্কে আপনার ধারনা কম। সেই দিন আর নেই। ছোট ছোট পোলাপান আজকাল অসাধারণ সব ছবি তুলছে।

৮| ০৯ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




অন্য ভাবে নেবেন না। নেহাৎ কৌতুহল থেকে জানতে চাচ্ছি, অতোটুকুন একটা মেয়েকে অতো ভারী একটি ত্রান সম্ভারের ব্যাগ ত্রান বিতরণকারীরা কেন দিলো ? তারা কি জানেনা, এই ভারী বোঝা টানার শক্তি অতোটুকু মেয়ের নেই ? আর অভিভাবকহীন একাকী একটি শিশুকে ত্রান দেয়ার কথা কি ? বিতরণকারীরা তার বাবা-মা কিম্বা বড় কারো খোঁজ জানতে চেয়েছিলো? অবশ্যই তাদের জিজ্ঞেস করা উচিৎ ছিলো ঐ বোঝা কে টেনে নিয়ে যাবে, তার সাথে কেউ আছে কিনা!

যাই হোক। সমস্ত বিষয়টি হৃদয়ে টান ধরার মতো করে লিখেছেন। খুব টাচি হয়েছে। আপনার মতো আমারও প্রশ্ন- আমাদের দেশটা এতো দরিদ্র কেন ?

১১ ই মে, ২০২১ রাত ১:০৬

রাজীব নুর বলেছেন: আমার ধারনা, যারা ত্রান দিয়েছে, তারা হয়তো ভেবেছে ওর বাপ মা বা পরিবারের কেউ আসে পাশেই আছে।
আমি যখন কিছু বিলিয়ে দেই, সবার আগে ছোট ছোট বাচ্চাদের দেই।

৯| ০৯ ই মে, ২০২১ রাত ৮:৫৩

খায়রুল আহসান বলেছেন: আমাদের দেশটা মোটেই দরিদ্র নয়। সমস্যা অন্য কোথাও।

ছবিগুলো হৃদয়বিদারক, বিশেষ করে শেষেরটা!

১১ ই মে, ২০২১ রাত ১:০৬

রাজীব নুর বলেছেন: দেশটাকে যারা দরিদ্র করে রেখেছে, শেখ হাসিনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন?

১০| ১০ ই মে, ২০২১ রাত ১২:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: কাউকে কিছু দিতে পারার আনন্দ আছে, আর সেই আন্দের পিছনে প্রচন্ড অসহায়ত্ব আর দুঃখও আছে।

১১ ই মে, ২০২১ রাত ১:০৭

রাজীব নুর বলেছেন: বুঝি নি। এওটু পরিস্কার করে বলুন।

১১| ১০ ই মে, ২০২১ সকাল ৮:০২

নূর আলম হিরণ বলেছেন: শেখ হাসিনা আর আব্দুল হামিদ খানের কাছে এই ছবি গুলো পাঠাতে পারলে ভালো হতো।

১১ ই মে, ২০২১ রাত ১:০৭

রাজীব নুর বলেছেন: তারা এই দরিদ্র শ্রেণীকে চিনে জানে।

১২| ১০ ই মে, ২০২১ সকাল ৮:২৭

ইনদোজ বলেছেন: ঈদ বানান ভুল লিখেছেন। আরবীতে ঈদ পড়তে একটি দীর্ঘ স্বরের প্রয়োজন। তাই শব্দটি হবে ঈদ - ইদ নয়।

১১ ই মে, ২০২১ রাত ১:০৮

রাজীব নুর বলেছেন: ওকে।

১৩| ১০ ই মে, ২০২১ বিকাল ৩:২১

মরুর ধুলি বলেছেন: আমাদের দেশের সব দরিদ্র আর অসহায় পরিবারের গল্পগুলো সব এই রকমের- শেষাংশের কথাটুকু খুব সত্যি বলেছেন।

১১ ই মে, ২০২১ রাত ১:০৮

রাজীব নুর বলেছেন: এই দরিদ্র শ্রেনির জন্য কিছু করতে হবে।

১৪| ১০ ই মে, ২০২১ রাত ১১:৪৭

কল্পদ্রুম বলেছেন: ছবিগুলো আপনি তুলেছেন?

১১ ই মে, ২০২১ রাত ১:০৯

রাজীব নুর বলেছেন: না আমি তুলি নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.