নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

Diligite Lumen Sapientiae অর্থাৎ জ্ঞানের আলোকে ভালোবাসো

১৫ ই মে, ২০২১ রাত ১২:৩০



'সিদ্ধার্থ' নোবেল পুরস্কার বিজয়ী জার্মান লেখক হেরমান হেস এর লেখা অন্যতম জনপ্রিয় একটি উপন্যাস। গৌতম বুদ্ধের সময়ে ব্রাক্ষণ পরিবারে জন্মগ্রহনকারী 'সিদ্ধার্থ' নামে এক যুবকের আধ্যাত্বিক অভিযাত্রা এবং দর্শন এই উপন্যাসের মূল উপজীব্য। উপন্যাসটি লেখা হয়েছিল জার্মান ভাষায়, খুব সরল অথচ মাধুর্যপূর্ণ ছন্দে।

হেরমান হেস ১৯১০ সালে ভারতে কিছুদিন কাটানোর পর, বইটি সর্বপ্রথম প্রকাশ পায় ১৯১২ সালে। বাংলাদেশে বইটি সর্বপ্রথম প্রকাশ করে বিশ্ব সাহিত্য কেন্দ্র, ২০০২ সালে। বইটি অনুবাদ করেন জাফর আলম এবং সম্পাদনা করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
সিদ্ধার্থ শব্দটি এসেছে সংস্কৃত সমাস, সিদ্ধ (অর্জন) + অর্থ ( সম্পদ/ জ্ঞান )= সিদ্ধার্থ (অর্জিত জ্ঞান)।

উপন্যাসের সিদ্ধার্থ এবং গৌতম বুদ্ধ দু'জন ভিন্ন মানুষ। সাধারণভাবে পরিজ্ঞাত বুদ্ধকে অতিক্রম করে এখানে নতুন এক বুদ্ধ সৃষ্টি করা হয়েছে এবং এ সাফল্য অভাবিতপূর্ব। ১৯৭২ সালে এর চলচ্চিত্র রুপায়ন হয়। শশী কাপুর, সিদ্ধার্থের এবং সিমি গাড়েয়াল, কমলার ভূমিকায় অভিনয় করেন।

গৌতম বুদ্ধ ছিলেন ছোট্ট একটি রাজ্যের রাজপুত্র।
১৬ বছর বয়সে তিনি একটি প্রতিযোগিতায় তার স্ত্রীকে লাভ করেন। অতঃপর পুত্র রাহূল জন্মগ্রহণ করে। বুদ্ধ দুঃখের কারণ, দুঃখ দূর করার উপায় সমন্ধে উপদেশ দিয়েছেন। তার মতে জীবন দুঃখপূর্ণ। দুঃখের হাত থেকে কারও নিস্তার নেই। জন্ম, জরা, রোগ, মৃত্যু সবই দুঃখজনক। আর বাসনাই হল সব দুঃখের মূল। মাঝে মাঝে যে সুখ আসে তাও দুঃখমিশ্রিত। অবিমিশ্র সুখ বলে কিছু নেয়।

বুদ্ধ বলেনঃ যে কোন কাজ তাড়াহুড়া করে করা উচিত নয়। সব কাজ ধীরে ধীরে নির্ভূল ভাবে করা উচিত। প্রথমে সম্যকভাবে বিচার-বিশ্লেষণ করুন, তাড়াহুড়া না করে এই বিষয়ে আরও প্রশ্ন করার অবকাশ নিন। যথার্থ বিচার বিশ্লেষণ না করে সিদ্ধান্ত নেয় সমীচিন নয়।

যারা প্রথম কোনও সংস্কার ভাঙে, তাদের অনেক নিন্দাও সহ্য করতে হয়। যারা নতুন কোনও পথ দেখায়, তাদের সবসময় তৈরী থাকতে হয় পথের অনেক বাঁধার জন্য। যারা মুক্তি অভিলাষী, তাদের খুলতে হয় অনেক বন্ধ দরজা। কিন্তু মেয়েরা এগিয়ে যেতে চাইলে তাকে পেছন দিক থেকে টেনে ধরে মেয়েরাই।

ব্রাইটনে থাকবার সময় রবীন্দ্রনাথ এই গানটি রবীন্দ্রনাথ খুব গাইতেন-
"Won't you tell me, Molly darling
Darling you are groeing old
Good-bye sweetheart good-bye..."

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২১ রাত ২:৫৮

কামাল১৮ বলেছেন: জীবন এক পরম আনন্দের বিষয়।দুঃখ পাওয়ার সময় পেলাম কোথায়।যখন যে অবস্থায় থাকতে হয়,সেই অবস্থা মেনে নিলে আর দুখ থাকে না।

১৫ ই মে, ২০২১ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: কি সুন্দর সহজ করে বলে দলেন।
বাস্তব বড় কঠিন।

২| ১৫ ই মে, ২০২১ ভোর ৫:৫৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বুদ্ধের তাড়াহুড়া না করে কাজ করার উপদেশে সহমত।
কিন্তু তার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গী চরম হতাশাপূর্ণ বলে আমার মনে হয়েছে।
জীবন এতো দুঃখময় নয় মোটেই - Life is Beautiful.

১৫ ই মে, ২০২১ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: ‘যদি তুমি সৎ ও সরল মানুষ হও, তাহলে মানুষ তোমাকে ধোঁকা দেবে। কিন্তু তার পরও তুমি সৎ ও সরল থেকো।’
বছরের পর বছর ধরে তুমি যা গড়ে তুললে, এক রাতের মধ্যেই কেউ তা ভেঙে দিতে পারে, তার পরও গড়ে তুলতে থাকো ।’
‘জীবনে শান্তির খোঁজ পেলে অন্যরা তোমার প্রতি ঈর্ষান্বিত হবে । তার পরও সুখী হও ।’
‘মানুষের জন্য তুমি যে ভালো কাজ করছ আজ, কালই মানুষ তা ভুলে যাবে। তার পরও ভালো কাজ করে যাও।’

৩| ১৫ ই মে, ২০২১ দুপুর ১২:৪৫

মাসউদুর রহমান রাজন বলেছেন: সিদ্ধার্থ উপন্যাসটা অসাধারণ। অনেকবার পড়েছি। যতবারই পড়েছি, বেশ কয়েকদিন উপন্যাসের ঘটনাগুলো মাথার ভেতরটাকে দখল করে রাখতো। ভালো লাগলো পড়ে।

১৫ ই মে, ২০২১ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.