নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

\'The God Must Be Crazy\' মুভি রিভিউ

১৫ ই মে, ২০২১ দুপুর ১২:৪০



আমরা কম-বেশি অনেকেই মূভি দেখে থাকি।
কেউ এ্যাকশন, কেউ কাহিনী নির্ভর, কেউবা কমেডি, আবার অনেকেই ঐতিহাসিক সহ বিভিন্ন ধাঁচ/ ভাষার মুভি দেখতে পছন্দ করি। আমাদের মধ্যে আবার অনেকেরই পছন্দের মূভিগুলো নিয়ে একটি সংগ্রহশালা বানিয়ে রাখার অভ্যাস আছে। আমরা প্রায়ই কিছু সিনেমা দেখে থাকি। কিন্তু সবকটা আমাদের মন ছোয় না। আবার কিছু সিনেমা অনেকদিন মনে থাকে। কিছু সিনেমা আমরা সহজে ভুলতে পারিনা। সেইসব সিনেমাই সেরা সিনেমা আমদের কাছে।

The God Must Be Crazy - ছোট্ট একটা বিষয় নিয়ে যে এত সুন্দর মুভি বানানো যায় তা এই মুভিটা দেখার আগ পর্যন্ত জানতাম না। কালাহারি মরুভুমির ছোট্ট একটা জংলি জাতি যারা পানির জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে আসছে কিন্তু তাদের মধ্যে কনো সংঘাত, কলহ নাই। অপরাধ বা অপরাধী বলে কোনো কিছু তাদের ভাষায় নাই। খুব শান্তিতেই কাটতো তাদের দিন।
একদিন একটি প্লেন তাদের উপর দিয়ে যাচ্ছিলো। প্লেনের পাইলট কোক খেয়ে জানালা দিয়ে বোতল ফেলে দিল। তারা মনে করল ঈশ্বর তাদের জন্য এটা পাঠিয়েছেন। এই বোতল তাদের দেখা সব থেকে শক্ত বস্তু। এটার বহুব্রিধ ব্যাবহার যখন শুরু হলো তখন এটা নিয়ে তাদের মধ্যে শুরু হয়ে গেলো ঝগড়া। তারা সিদ্ধান্ত নেয় বোতলটিকে পৃথিবীর শেষ প্রান্তে ফেলে আসবে। এখান থেকে মূলত মুভিটির কাহিনি শুরু। এরপর মজার মজার কাহিনি নিয়ে মুভিটি চলতে থাকে। এক কথায় অসাধারণ একটা মুভি।

এর কাহিনীর প্রেক্ষাপট আফ্রিকার বটসোয়ানা।
এবং ডিপ কালাহারি মরুভূমি। যেখানকার আদিম অধিবাসীরা ভূপৃষ্ঠের পানির উৎস ছাড়াই অদ্ভূত উপায়ে নিজেদের পানির চাহিদা মেটায়। এই বুশম্যানরা তথাকথিত সভ্যতার থেকে নিজেদের সুকৌশলে আলাদা রাখে। কিন্তু সভ্যতা কি আর সহজে ছাড়ে? ফলে সভ্যতার উপাদান গিয়ে পড়ে তাদের বাসস্থানে। যেমন একটি কোকের বোতল।

এই মুভির ৫ টা পর্ব।
প্রচণ্ড হাসির মুভি। মুভিটা দেখার পর একবারও মনে হবে না সময়ের অপচয় করা হল। হাসতে হাসতে আপনার চখে পানি এসে যাবে। বহু বছর আগের মুভি। সম্ভবত ১৯৮০ সালের মুভি। এই মুভির সন্ধান দেয় আমার বন্ধু আলামিন। প্রথম পর্বটা আলামিনের বাসায় দেখি। আপনারা মুভিটা দেখুন। আর হাসুন। চমৎকার বিনোদন।

মুভির নামঃ The God Must Be Crazy (1981)
পরিচালক : Jamie Uys
কথা : Action / Comedy
গল্প : A comic allegory about a traveling Bushman who encounters modern civilization and its stranger aspects, including a clumsy scientist and a band of revolutionaries.
নির্ধারণ : 7.0/10
বছর : 1980
লেখক : Jamie Uys

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২১ দুপুর ১২:৪৬

রানার ব্লগ বলেছেন: কোকাকোলার বোতলটাই তার কাছে ইশ্বরের আশির্বাদ ছিলো।

১৫ ই মে, ২০২১ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: হ্যা ঠিক বলেছেন। এই কারণে তারা শহর চিনতে পেরেছে। আধুনিক জিবনযাপন সম্পর্কে ধারনা পেয়েছে।

২| ১৫ ই মে, ২০২১ দুপুর ১২:৫২

সভ্য বলেছেন: ছবিটি দেখে বেশ আনন্দ পেয়েছি।

১৫ ই মে, ২০২১ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: গ্রেট।

৩| ১৫ ই মে, ২০২১ দুপুর ১২:৫৩

নতুন বলেছেন: হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গিয়েছিলো।

১৫ ই মে, ২০২১ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: আমারও।

৪| ১৫ ই মে, ২০২১ দুপুর ১:০৫

জটিল ভাই বলেছেন: full movie link হবে?

১৫ ই মে, ২০২১ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: ইউটিউবে পেয়ে যাবেন। অন্যান্য সাইটেও আছে।

৫| ১৫ ই মে, ২০২১ দুপুর ২:৩৬

জটিল ভাই বলেছেন: ইউটিউবে ফুল পাইনা। অন্য কোনটায়?

১৫ ই মে, ২০২১ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: গুগলে সার্চ দেন। পেয়ে যাবেন। অথবা আমার কাছে দিভিদি ডিভিডি আছে।

৬| ১৬ ই মে, ২০২১ রাত ১২:৩৮

আমি সাজিদ বলেছেন: ভালো সিনেমা

১৬ ই মে, ২০২১ রাত ২:৩৩

রাজীব নুর বলেছেন: সব গুলো পর্ব দেখেছেন?

৭| ১৬ ই মে, ২০২১ ভোর ৫:১০

সোহানী বলেছেন: আপনি ইদানিং প্রচুর সিনেমা দেখছেন মনে হচ্ছে।

১৬ ই মে, ২০২১ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: সিনেমা আমি সব সময়ই দেখি। ইদানিং বেশি দেখছি। খুব বেশি।

৮| ১৬ ই মে, ২০২১ ভোর ৫:৪৯

অনল চৌধুরী বলেছেন: ১৯৯১ সালে দেখেছিলাম।

১৬ ই মে, ২০২১ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: আমি দেখেছি দুই হাজার সালে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.