নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
Vincent van Gogh (ভিনসেন্ট ভ্যান গগ) এর বাবা ছিলেন প্রোটেস্ট্যান্ট যাজক। যে কারণে ভ্যান গগ-এর শৈশবে কট্টর ধর্মীয় আবহ ছিল। কিশোর বয়েস থেকেই ভ্যান গগ অতিরিক্ত আবেগ প্রবন ছিলেন। আর ছিলেন অস্থির। উনিশ শতকে শিল্পের তীর্থভূমি ছিল প্যারিস। প্যারিসে গিয়েছিলেন ভ্যান গগ।
জীবনে ৮০০ চিঠি লিখেছেন ভ্যান গগ।
প্রায় ৯০০ ছবি আঁকেন। অবশ্য জীবদ্দশায় মাত্র একখানি ছবি বিক্রি করতে পেরেছিলেন। তাঁর জনপ্রিয়তা তুঙ্গে ওঠে যখন তিনি মৃত। মানসিক চিকিৎসা কেন্দ্রে বসেও ২০০ ক্যানভাস ছবি আঁকেন। ভ্যান গগ এর পড়াশুনার ব্যাপারে তেমন কিছু খুঁজে পাওয়া যায় নি আর তার চেয়ে মজার ব্যাপার হল সব মনীষী থেকে যা ভ্যান গগ কে আলাদা করেছে তা হল তার কোন শৈশব এর বন্ধুর কথা ও ইতিহাস এ পাওয়া যায় না।
১৮৭৪ সালে যখন তিনি লন্ডন এ ফিরে আসেন লন্ডনের বাড়িতে থাকাকালেই বাড়িঅলার মেয়ের প্রেমে পড়েন ভ্যান গগ। চিত্রকলার প্রথাগত শিক্ষা কখনোই পাননি ভ্যান গগ। জন্মের সময়ই মস্তিষ্কে আঘাত পেয়েছিলেন তিনি, সেই সঙ্গে ছিলো মৃগী রোগ। এবং সর্বোপরি এই দুই উপসর্গের সঙ্গে যুক্ত হয় তীব্র মানসিক অস্থিরতা। সব মিলিয়ে সত্যিকার অর্থেই পূর্ণ পাগল হয়ে যান তিনি। কিন্তু কোন চিকিৎসাই গ্রহণ করতে রাজী হননি তিনি।
সপ্তাহে দুইবার গোসল করা- ব্যাস, চিকিৎসকের এইটুকু পরামর্শই গ্রহণ করেছিলেন তিনি। ১৮৯০ সালের ২৭ জুলাই রাতে নিজের বুকে গুলি করে শুয়ে থাকলেন আর ঐ অবস্থাতেও খালি পাইপ টেনে গেলেন। ধীরে ধীরে না ফেরার দেশে পাড়ি জমালেন পৃথিবীর দুঃখীতম এই চিত্রকর।
১। পটেটো ইটারস (আলু খেকো)। এটি ভ্যান গগ এর আঁকা একটি বিখ্যাত ছবি। ছবিটা বলে দেয় শ্রমজীবির জীবনের কতটা গভীরে পৌঁছেছিলেন এই ডাচ ওস্তাদ।
২। এটি ভ্যান গগ-এর আঁকা ৯০০ ছবির মধ্যে অসম্ভব জনপ্রিয় ছবি। আসলে এই দয়ালু ডাক্তারের সহৃদয়তা পৃথিবীর মানুষ আজও মনে রেখেছে। শিল্প প্রেমিক মহৎ হৃদয়ের অধিকারী ডা: Dr. Gachet নিঃসঙ্গ একজন চিত্রকরের শেষ জীবনে সেবা করেছিলেন। ১৯৯০ সালে ছবিটি ৮২.৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়! (লক্ষণীয় নিজস্ব দুঃখবোধ ডাক্তারের মুখেচোখে সঞ্চারিত করেছেন ভ্যান গগ!)
৩। ভ্যানের এই ছবিটা আমার খুব ভালো লাগে।
২৩ শে মে, ২০২১ রাত ১:০৯
রাজীব নুর বলেছেন: ঈদ শেষ হয়ে গেছে আজ ৭ দিন। আজও ফেরীঘাট গুলোতে গজব অবস্থা।
২| ২৩ শে মে, ২০২১ রাত ৩:২০
ডঃ এম এ আলী বলেছেন:
ভ্যান গগ এর জীবনালেখ্য সহ তাঁর তিনটি
চিত্রকর্ম সাথে সেগুলির গুরুত্ব ও গুঢ় কথা
সুন্দর করে তুলে ধরেছেন ।
কিংবদন্তির চিত্র শিল্পী ভিনসেন্ট ভেন গগ এর জীবনালেখ্য : সে সাথে বাংলাদেশী সহ বিশ্বনন্দিত আরো কিছু শিল্পী ও তাদের মুল্যবান চিত্রকর্ম পরিচিতি ।
শীরোনামে এ ব্লগে আমার একটি পোষ্ট আছে , ইচ্ছে করলে একটু দেখে নিতে পারেন ।
শুভেচ্ছা রইল
২৩ শে মে, ২০২১ দুপুর ১২:১৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধ্যেয়।
©somewhere in net ltd.
১| ২৩ শে মে, ২০২১ রাত ১২:৫৪
চাঁদগাজী বলেছেন:
ঈদের পর ঢাকার মানুষ ফিরছেন?